একটি অতিরিক্ত কবিতা
লিখেছেন লিখেছেন মামুন ০৭ অক্টোবর, ২০১৪, ০৭:৩৭:১৬ সন্ধ্যা
একটি অতিরিক্ত কবিতা
.
বেয়াল্লিশ বছরে তেতাল্লিশটি কবিতা
বছর প্রতি একটি করে করেও আরো একটি বেশী!
মেলে না হিসাব জীবনের দেনাপাওনার মত।
.
তোমার আমার প্রথম দেখা হবার পরে,
ক’বার মিলেছ বলো তো?
নিজের থেকে ক’বার বলেছ, ‘ ভালোবাসি তোমায়?’
বুকের গভীর থেকে জেগে ওঠা
দীর্ঘশ্বাসের বালু চরে-
ভালবাসার ময়ূরপঙ্খীকে ক’বার ভিড়িয়েছিলে বলো তো?
.
আশা নিরাশার দোলাচলে
কত শীত- বসন্ত- বরষায় কেটেছে কতটি বিনিদ্র রজনী-
অসহ্য বেদনার তীব্রে অনলে পুড়ে যেতে যেতে,
তোমার অনিন্দ্য সুন্দর মুখের কালো তিলটি ছুঁতে চেয়েছি
কত লক্ষ কোটি বার তুমি কি জানো?
.
প্রতিটি হৃদস্পন্দনে জপেছি তোমায়!
আর নিরাবেগ ভালোবাসায় কেটেছে তোমার সময়।
আজ বেয়াল্লিশ বছরে এসে
ভালবাসার চুলচেরা হিসেব কি দেবো বলতো তোমায়?
.
বিয়াল্লিশটি বছরের প্রতিটি কবিতায়
জমাট বাঁধা দীর্ঘশ্বাসের পাহাড়,
আর তোমার আমার দেখা হওয়ার অপেক্ষায়
সেই অতিরিক্ত কবিতাটির সুতীব্র হাহাকার।।
বিষয়: সাহিত্য
৮৪৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা খুব খুব খুবই ভাল লেগেছে ভাইয়া ।
কিন্তু কবিতার ভাষায় এই 'সময়কাল' নির্ধারিত করতে চেয়েছি। তবে আপনার কথাও ফেলে দেয়া যায় না।
আপনার অনুভূতি জেনে ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
কিন্তু সেই একবার বলাটাই ত সহস্র বছরের সাধনার ব্যাপার!
আপনার সাথে সহমত।
আশাকরি, কেউ একজন আপনাকে বলবে।
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন