কে কেমন কাটালেন এবারের ঈদ - শেয়ার করতে পারেন
লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ০৭ অক্টোবর, ২০১৪, ০৮:৩৩:০৩ রাত
এবার ঈদে কে কি করলেন? কিভাবে কাটালেন ঈদের দিনটি ?শেয়ার করুন টুডে ব্লগের অন্য বন্ধুদের সাথে।
যতটা খারাপ কাটবে ভেবেছিলাম তার চেয়ে ভালো কেটেছে। ঈদের দিন সকাল বেলা নামায পড়ে সাগর পাড়ে বেড়াতে গিয়েছিলাম।মন ভাল করার জন্য। প্রবাসে একা একা থাকি বলে কোরবাণীর কনো ঝামেলা নাই।সব কিছু রেডিমেট কিনে এনে রান্না করে খাওয়া এই আর কি !এরপর রাতে পরিচিত বন্ধুদের বাসায় যাই, খাওয়া দাওয়া মাশাল্লাহ রাতে এসে মহা ঘুম ।পরদিন সকাল থেকেই বসলাম সবার সাথে চিটচ্যাট মানে কথাবার্তা বলার জন্য,স্কাইপির বদৌলতে সবার সাথে দেশে কথা হলএরপর বিকেল বেলা আম্মুর ডিরেকশন মত বিরিয়ানী পাকানোর চেষ্টা করলাম, মসলার কারনে গন্ধ সুন্দর হলেও খেতে একটুও ভাল হয় নাই
এই ছিল আমার এবারের ঈদ উদযাপণ -- আপনারটা ??
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার ঈদ ঘরে বসেই কেটেছে নদীর পারে ও যাইনি , কোথাও বেড়াতেও যাই নি । তবু আমি আলহামদুল্লিলাহ বলি কারন আমার ঘরে তো খাবার ছিল । আমাদের দেশে তো এমন অনেক মানুষ আছে যাদের ঘরে যাদের ঘরে ঈদের দিনে চুলা জ্বলে নি ।
Click this link
বিরানি মজা কম হলে বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিবেন। এই ফর্মুলায় আমি মেস জিবনে সেরা রাঁধুনি হয়েছিলাম!!
টুডে ব্লগের পর্দায় চোখ রাখুন, আসিতেছে আমাদের ঈদ উদযাপন...
মন্তব্য করতে লগইন করুন