ইদানিং তুমি
লিখেছেন লিখেছেন মামুন ০৭ অক্টোবর, ২০১৪, ০২:৩১:৪৭ দুপুর
ইদানিং তুমি
.
ইদানিং অনেক দূরে সরে যাচ্ছ তুমি!
শুন্যে স্থির প্রজাপতির তির তির ডানার
প্রক্ষেপনগুলো, সময়ের শান্ত জলে
সাঁতার কেটে কেটে তোমাকে নিয়ে যাচ্ছে
রিপ কারেন্টের মতো আমার থেকে অ..নে..ক দূরে।
.
কি হয়েছে তোমার? আমার
হৃদয়ের বেলাভূমে তোমার পদক্ষেপগুলো,
কীভাবে অশান্ত বাতাস মুছে দিতে পারে?
চেতনায় বৈরী মুহুর্তগুলো-
কতটা দুরন্ত হলে 'পরে ঢেকে দিতে পারে
হৃদয় ক্যানভাসে আঁকা তোমার ঐ দুটি চোখ?
.
ইদানিং অনেক দূরত্ব পার হয়েছ তুমি,
অসীম জুম লেন্সে এখন তোমার উপস্থিতি।
সময়ের বাহুডোরে বন্দী স্মৃতিদের
বাঁধনগুলোও আলগা করেছ অবলীলায়।
.
গল্পে গল্পে এতো কাছে এলে,
বিষন্ন নীরবতার ভেলায় চড়ে তুমি,
এতোটা পথ পাড়ি দিয়েও তবু-
তোমার ভিতরের আমিকে তুমি হতে
না দিয়ে... ভালোবাসা নিঃশেষ করলে অবশেষে।
.
ইদানিং কতটা দূরে সরে যাচ্ছ, বোঝ তুমি?
বিষয়: সাহিত্য
৭৫৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
ভিডিওটি দেখবার চেষ্টা করছি। এখনো যদিও দেখতে পাইনি। তবে অগ্রীম ধন্যবাদ জানিয়ে রাখলাম।
জাজাকাল্লাহু খাইর।
ভালোলাগার অনুভূতি রেখে যাবার জন্য ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
বিষন্ন নীরবতার ভেলায় চড়ে তুমি,
এতোটা পথ পাড়ি দিয়েও তবু-
তোমার ভিতরের আমিকে তুমি হতে
না দিয়ে... ভালোবাসা নিঃশেষ করলে অবশেষে।
কেনো ভাই কেনো এমন করে কবিতা লিখেন? বুকটা চিরে ফালাফালা করেন।
লিখতে গেলে অনুভূতিগুলো এভাবেই এসে ধরা দেয়, কি করব বলুন?
আপনার অনুভূতির জন্য জাজাকাল্লাহ।
উনাকে একটা গ্রামীন ফোনের সিম কিনে দিয়েন।
কাছে থাকুন। গ্রামীন ফোন )
ঈদ মুবারক।
ধন্যবাদ ভাই, তাই-ই করব ইনশা আল্লাহ।
সুন্দর অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
জাজাকাল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন