ও আমার ঈদ! ও আমার কষ্ট!

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৭ অক্টোবর, ২০১৪, ০২:২২:৫২ দুপুর

সকালে ঘুম থেকে উঠেই আম্মাকে ফোন করলাম। ওপাশ থেকে কী বলবেন তিনি, তা আগে থেকেই অনুমিত ছিল। তবু, শুধু মনের ভিতরে গুমরে উঠা অসীম যন্ত্রণাগুলোকে সহানুভূতি পাইয়ে দিতেই আম্মাকে ফোন করা। আম্মা আমাকে সহানুভূতি জানাননি। তিনি নিজেই কেঁদেছেন। আমাকেও কাদিয়েছেন। জীবনের প্রায় তেইশটি বসন্ত পার হয়ে গেলেও এই প্রথম, একেবারে প্রিয়জনদের সান্নিধ্য ছাড়া, পরিবার-পরিজনহীন ঈদ উদযাপন করলাম। 'উদযাপন' না বলে এটাক কষ্টের 'মাতম সওয়া' বললেও ভুল হবেনা। আগে থেকেই জানতাম, প্রবাসে ঈদ মানেই একটি দীর্ঘ 'বেদনাক্লিষ্ট' দিন! অথবা কষ্টের জাঁতাকলে পুরোনো ঈদ-স্মৃতিগুলোকে হাতড়ে ফেরা! এবার আমি উপলব্ধি করেছি, প্রবাসে ঈদ মানে কষ্ট-অপমান, আর নিজেদের অস্তিত্বের যথার্থতা নিয়ে নিজেদের মনেই সন্দেহ রূপণ করা।

সকালে ফজর নামাজ শেষে, প্রায় সাথে সাথে; পূর্ণ একটি ঘন্টাও পেরুবার আগে, ঈদের নামাজ সম্পন্ন হয়ে যায়। তারপর আর সবদিনের মতই, অন্য সাধারণ একটি নামাজ শেষে আমরা যেভাবে নিজেদের ঘরে ফিরি, ঠিক ঈদের নামাজ শেষেও আমাদের জন্য ভিন্ন কিছু অপেক্ষা করেনা। ঘরে এসে কার উপর অভিমানে কে জানে, হয়ত নিয়তির উপরেই, দীর্ঘ একটি ঘুমের আয়োজন করা হয়। এ যেন অসীম দুঃখকে ভুলে যেতে 'প্রিয়' মৃত্যুর কোলে ঢলে পড়া। মন বলে যদি কিছু না থাকত, তবে মানুষের জন্য তার দুঃখ-কষ্টের ভার বহন করা খুব সহজ হয়ে যেত। আর মন আছে বলেই কষ্টের উপশমে নিদ্রা সবসময় ফলপ্রসূ হয়না। তাই ঈদের দিনে নিজেদের অতৃপ্তিটুকু ভুলে যেতে আমরা ঘুমিয়ে পড়লেও আমাদের মন তার চোখ বন্ধ করেনা। প্রবাসীরা বিশেষ করে ঈদের দিনে তাদের সব কষ্ট বিস্মৃত হতে চাইলেও তাদের কষ্টরা কখনো তাদেরকে রেহাই দিতে চায়না। অতীতের ধুলো পড়ে যাওয়া সুখের স্মৃতি তাদেরকে এমনভাবে টেনে নিয়ে যায়, যেমন শেকল-পরা কোনো বন্দীকে তার অনিচ্ছায় কোনো শাস্তির মুখোমুখি হতে বাধ্য করা হয়। (চলবে)

বিষয়: বিবিধ

১৫১৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272119
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫০
216307
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
272127
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৫
রাইয়ান লিখেছেন : একটি জীবনে মানুষকে অনেকগুলি পর্যায় পার হয়ে যেতে হয় , আপনার সময়টিও তেমনি নতুন এক পর্যায় পার করছে। কিন্তু তাই বলে জীবনের হাসি আনন্দ গুলোকে মুছে ফেলতে নেই। প্রতিটি সময় মূল্যবান , তাই ক্ষণিকের একাকিত্বকে বড় করে না দেখে জীবনকে হাসি মুখে এগিয়ে নিয়ে চলাটাই বাস্তববাদী মানুষের কাজ। তাতে যেমন নিজের সহনশক্তি বাড়ে , আপনজনের দু:খও স্তিমিত হয়ে আসে ধীরে ধীরে।

আপনার এগিয়ে চলার পথে অনেক অনেক শুভকামনা .....
272139
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫০
ইমরান বিন আনোয়ার লিখেছেন : এত সুন্দরভাবে কেউ সান্ত্বনা দিলে মন এমনিতেই ভাল হয়ে যায়। জীবনে খুব কষ্টের কিছু মুহুর্ত আসে, যেগুলো মেনে নেয়া খুব কঠিন। তবুও জীবনকে যে এগিয়ে যেতেই হবে! ধন্যবাদ আপনার আন্তরিক শুভকামনার জন্য।
272156
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
চেয়ারম্যান লিখেছেন : এটিই বাস্তবতা।
ঈদ মুবারক Good Luck

লেখাটি প্যারা করে দেন। Happy
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
216324
ইমরান বিন আনোয়ার লিখেছেন : বাস্তবতা বলেই তো কষ্ট হয়! কল্পনা হলে তো চিন্তার কিছুই ছিলনা। একজন পাঠক হিসেবে আপনার কথাকে পুরোপুরি সম্মান জানিয়ে লেখাটি প্যারা করে দিলাম। ভাল থাকবেন। ঈদ মোবারাক।
272162
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
ফেরারী মন লিখেছেন : Sad Sad পৃথিবীটা এমন কঠিন কেনো। যা ভাবি তা হয় না।
272186
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পৃথিবীটা এমনই। আমরা যা ভাবব তার অধিকাংশই বাস্তবে হবেনা। আমাদের ভাবনার উল্টোটাই বেশিরভাগ সময় ঘটবে। Rolling Eyes Rolling Eyes
272241
০৮ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৪
সাদিয়া মুকিম লিখেছেন : জীবনের বাঁকে বাঁকে ঘুরে ফিরে আসা সময়গুলোতে নানান পরিবর্তনের ধারা থাকে, সাময়িক কষ্ট লাগলেও সন্তুষ্ট চিত্তে গ্রহন করে গিয়ে যেতে হয় ভাই! গিয়ে চলুন সুন্দর ও সফলতার পানে শুভকামনা রইলো Good Luck Praying
272284
০৮ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : অসম্ভব ভাল লাগল আপনার কথাগুলো। দোয়া করবেন, যেন এই কষ্ট আর একাকীত্বকে জয় করে জীবনে সফলতার মুখ দেখতে পাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File