Rose Good Luckএকদিন বই মেলায় Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ০৩ অক্টোবর, ২০১৪, ০৬:০৫:০৩ সন্ধ্যা



একদিন বই মেলায়

Star Star Star Star Star

.

একদিন বই মেলার ছোট্ট একটি স্টলে,

অলস সময় কাটছিল বেশ।

আড্ডা আলোচনা আর নতুন বই এর

মাতাল ঘ্রানে উদ্দীপ্ত স্নায়ুরা,

অলস দুপুরকে তন্দ্রাচ্ছন্নতা থেকে

ফিরিয়ে আনাতে ব্যস্ত ছিল।

.

সেদিন একজন লায়লা নীরবে এসে ভাঙ্গায়

নৈঃশব্দের তরঙ্গায়িত ফ্রোজেন ধ্যানমগ্নতা!

হৃদয়ে জেগে উঠা কামনারা

লায়লার পুষ্পিত পালকের

মৃদু নিষ্পেষনে কিছুটা বিব্রত হলেও

ভালবাসার ঘুমপড়ানিয়া গানে মেতে উঠে!

.

তার অলস দৃষ্টি ঘুরে বেড়ায় বই থেকে বইয়ে...

প্রতিটি মলাটবন্দী হাজারো বর্ণময়তায়।

অনুভূতির লাল-নীল-গোলাপী বন্দীশালায়

চিন্তারা মুক্ত হতে চেয়ে বনে যায় এক একজন আজন্ম বিপ্লবী!

.

সেদিন বইমেলার সেই স্টলটিতে

লায়লা নামের এক অচেনা রমনী

আমার দৃষ্টির সামনে দিয়ে অদৃশ্য হয়।

সেই থেকে,

প্রতিটি ঝলমলে দুপুর কেন জানি

গুমোট মেঘে বন্দী আর আঁধারে ঢাকা।

মায়াবী সাঁঝ গুলো সব

লোড শেডিং এর রংহীন কালো প্রগাঢ়তায় নিমজ্জিত।

আড্ডাগুলো জমে না আর আগের মতো-

নতুন পুরাতন সব বইগুলো এখন গন্ধহীন... বিবর্ণ!

.

আজো বইমেলার সেই ছোট্ট স্টলটিতে

তন্দ্রালু স্বপ্নিল একজন বোহেমিয়ান

অপেক্ষায় রয়েছে সেই লায়লা আসবে বলে।

.

লায়লারা দু'বার একই যায়গায় কখনো আসে কি? Rose Good Luck

বিষয়: সাহিত্য

১০৫৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271182
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
ইমরান ভাই লিখেছেন : আপনার দেয়া ছবিটা আমার ল্যাপটপের ব্যকগ্রাউন্ডে পিকচার হিসেবে রাখা প্রায় অনেক দিন থেকে। ছবিটা আমার খুব ভালো লাগে। Day Dreaming Day Dreaming Day Dreaming
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
215304
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Chatterbox Chatterbox Chatterbox Chatterbox
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০২
215306
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
ছবিটা আসলেই সুন্দর।
শুভেচ্ছা রইলো।Good Luck Good Luck
271186
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ছন্দ নেই কেনু? Crying Crying
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
215309
মামুন লিখেছেন : হ্যারি ভাই, আপনি কান্না করলে আমি খুবই কষ্ট পাই, নিজেকে বড্ড অসহায় লাগে At Wits' End
বাকপ্রবাস ভাই হলেন আমার গুরু এবং ছন্দের যাদুকর। তিনি ছাড়া ছন্দ কল্পনায়ও আসেনা আমার।
কবিতার সময় ফুরিয়ে আসছে।
অনেক ধন্যবাদ আপনার অনুভূতির জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
215324
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Sad Sad Day Dreaming Day Dreaming খুব্বি মিস করছি বাকপ্রবাসকে Sad Sad Day Dreaming Day Dreaming আমার ছন্দ কবিতা/ছড়া ব্যেশ ভালো লাগে। এটা চাইলডিশ অভ্যাস কিনা জানি নাহ্ । তবে আমার ভীষণ ভালোলাগে ছন্দ। Sad Sad Day Dreaming Day Dreaming আপনি লিখতে থাকুন কবিতা....... হয়তো একসময় ছন্দমণিও চলে আসবে আপনার কবিতায়, তখও আমিও আনন্দ পাবো Broken Heart Waiting Waiting
০৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:১১
215436
মামুন লিখেছেন : ধন্যবাদ।
দেখি চেষ্টা করে।
শুভেচ্ছা রইলো।
271191
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
215317
মামুন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই। শুভেচ্ছা জানবেন।Good Luck Good Luck
271194
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : বইমেলা শব্দটি দেখলেই বেশ নষ্টালজিক হয়ে যাই। এক সময় ছিল প্রায় প্রতিদিনই যেতাম। ক্লাস শেষ করে রিক্সা নিয়ে সোজা টি.এস.সি.তে নামতাম। তারপর বইমেলার ভিতর দিয়ে স্টল থেকে স্টলে ঘুরতে ঘুরতে কার্জন হল, সেখান থেকে বাসে উঠে সোজা বাসায়।


দুঃখিত পোস্ট বহির্ভূত মন্তব্য করে ফেললাম।


আপনার কবিতাটি বেশ ভালো লেগেছে। তবে লায়লাদের আর ফিরে না আসাই ভালো। নয় কি?
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
215318
মামুন লিখেছেন : ধন্যবাদ।
মন্তব্য যে বিষয়ভিত্তিক-ই হতে হবে, তাও জরুরী নয়।
হ্যা, লায়লাদের ফিরে আসার দরকার নেই। যার যার হৃদয়েই প্রয়োজন হলে থেকে যাক। Happy
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
215323
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Sad Sad Day Dreaming Day Dreaming
০৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৩
215331
মামুন লিখেছেন : হ্যারি ভাইয়ের মন খারাপ হল বুঝি?
271242
০৪ অক্টোবর ২০১৪ রাত ১২:০৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ...

লায়লারা স্থিরছবির মত, বাবার না এলেও ছবিটা অক্ষয় হয়ে রয়

বয়স যত বাড়ে ততই স্পষ্ট হয়!


Rose Big Hug Praying
০৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৩০
215390
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ...
সুন্দর বলেছেন। বয়সকে কেন্দ্র করেই তবে লায়লাদের আবর্তন।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
271263
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৩
কাহাফ লিখেছেন :

প্রতি টা ঝলমলে সময় কে গুমোট মেঘে বন্দি আর আধারে ঢাকতেই 'লায়লা'রা আসে শুধু।
লায়লারা দু'বার এক ই জায়গায় কখনো ই আসে না!
লায়লাদের জন্য অর্থহীন ইন্তেজারেই কেটে কেটে যায় ........।
০৪ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৩
215437
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File