Rose Good Luckবায়ান্ন থেকে দু'হাজার চৌদ্দয় আমি Frustrated Frustrated

লিখেছেন লিখেছেন মামুন ০৩ অক্টোবর, ২০১৪, ১০:১৫:৪৬ সকাল



বায়ান্ন থেকে দু'হাজার চৌদ্দয় আমি

Star Star Star Star Star Star Star Star

.

বায়ান্নতে তখন আমি বাঙালি!

মায়ের ভাষা কেড়ে নিতে চাইলো ক্ষমতাসীন পাকিরা।

সেবার বোবা হবার অনুভূতি কাটালাম

রাজপথে উষ্ণ শোণিত ঢেলে।

সেই ক্ষমতাসীন পাকিরা তো ছিল

হাজার মাইল দূরের, ভাষা-সংস্কৃতিতেও ভিন্ন।

.

দু'হাজার চৌদ্দয় এখন আমি বাংলাদেশী!

আবার বোবা করার ষড়যন্ত্র চলেছে।

উল্লাসে মেতে উঠা ক্ষমতাসীন ওরা তো

একই ভাষাভাষী লাল সবুজের ধ্বজাধারী!

.

বায়ান্ন থেকে দু'হাজার চৌদ্দয় এসে-

কণ্ঠরোধের নতুন কালাকানুন,

কেবলি মুদ্রার এপিঠ-ওপিঠ!

.

বায়ান্ন পেরিয়ে দু'হাজার চৌদ্দয় আজ

সোশ্যাল মিডিয়ার পাগলা ঘোড়ায় চড়ে,

দেশের সাড়ে ষোলো কোটি 'আমি' আজ

এক একজন সাংবাদিক!

.

সেই বাঙালির বেশে এই বাংলাদেশী!

রয়েছি তো আজও সেই একই 'আমি'-

একই হৃদয়ে একই লাল রক্ত!

কিভাবে রুখে আমায় এবার

দেখব দেখব দেখবই।

.

প্রয়োজনে প্রতিটি মুহুর্ত-দিন হয়ে উঠবে

আবারো এক একটি একুশে ফেব্রুয়ারি...

কিংবা আটই ফাল্গুন! Rose Good Luck

বিষয়: সাহিত্য

৯৩৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271084
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৩
কাহাফ লিখেছেন :
বায়ান্ন থেকে দু'হাজার চৌদ্দ ..... শোষিতরা আরো নিষ্পেষণে জর্জরিত হলেও শাসকরা একই মন-মানষিকতায় ই রয়ে গেছে।স্বীয় স্বার্থে কন্ঠরোধ আরো বেশী পরিমানে।
এর জন্যে ইতিহাস বিকৃতিতেও পিছু হটে না।
মায়ের ভাষার মর্যাদা আদায়ে তৎকালীন ঢাকসু জিএস অধ্যাপক গোলাম আজম ২মাস কারাবরণ করলেও অর্ডারী ইতিহাসে তা খুজে পাওয়া যায় না।
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৮
215149
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
271090
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৭
ফেরারী মন লিখেছেন : প্রয়োজনে প্রতিটি মুহুর্ত-দিন হয়ে উঠবে
আবারো এক একটি একুশে ফেব্রুয়ারি...

অসাম ভাই অসাম
০৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩০
215157
মামুন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
271100
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৩
অসহায় মুসাফির লিখেছেন : দেশের চলমান শাসন ব্যবস্তা ও সমাজের নিখুঁত পোট্রেট আপনার হাতের ছোঁয়ায় যেন প্তস্ফুটিত হয়েছে।
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৯
215165
মামুন লিখেছেন : ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
271217
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৩২
আহ জীবন লিখেছেন : বাকরুদ্ধ করার অবস্থা দেখে মনে হয় "ছোট বাচ্চাকে নাক টিপে ধরে ওষুধ খাওয়ানোর চেষ্টা।" আমাদেরকেও একই প্রচেষ্টা। কিন্তু আমরা জানি ওটা ওষুধ নয় বিষ।
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৩
215363
মামুন লিখেছেন : ধন্যবাদ।
সহমত আপনার সাথে।
শুভেচ্ছা রইলো।Good Luck Good Luck
271240
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.

অসির চেয়ে মসী শক্তিশালী-
আপনার পোস্টে তা টের পাওয়া যায়

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
Praying
০৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৩
215392
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
হ্যা ভাইয়া। আমাদের মত সাধারন লোকের এই সবেধন নীলমণি 'অসি-ই' একমাত্র ভরসা/অস্ত্র।
একেই নেড়েচেড়ে চলছি।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File