আমার চাওয়া খুব সামান্য
লিখেছেন লিখেছেন মামুন ০২ অক্টোবর, ২০১৪, ০৮:১২:২৮ সকাল
আমার চাওয়া খুব সামান্য
.
আমার চাওয়ায় কি আসে যায়?
কত কিছুই তো মন চায়!
.
এই যে সেবার একটানা শ্রাবণের বর্ষণে
'ওর' সাথে সারাদিন কাটাবো,
ব্যালকনি দিয়ে জলের অবিরাম ঝরে পড়া দেখবো,
কালো পিচের ওপর সুর তুলে নিজেদের ধ্বংস করার
উন্মত্ত নৃত্যে মাতোয়ারা মেঘবালিকাদের হৃদয়ের
অঝোর ধারাগুলোর শেষ হয়ে যাওয়ার সাক্ষী হবো!
তা না, হুট করে সবার সাথে
শ্রাবণের শেষ দিনটিতে উত্তাল ঢেউ এর মাথায়
সর্প-নৃত্যরত হ'তে নিজেকে তুলে দিলেম।
.
সবার চাওয়ার মাঝে আমার চাওয়াটুকু
সব সময়েই এরকম, এতো সামান্য।
.
সেই ছেলেবেলা থেকেই আমি
বন্ধু খুঁজেছি সার্ভেন্ট কোয়ার্টারের অলিতে গলিতে,
চতুর্থ শ্রেনীর কর্মচারী কলোনীর ওরা ছিল
আমার সবচেয়ে কাছের বন্ধু!
বাবার চোখ রাঙানীর ভয়ে এরা কখনো
আসেনি আমার পড়ার ঘরেও।
.
বেয়ারিং এর চাকার তৈরী ক্ষুদে ঠেলাগাড়ি নিয়ে
দিনভর ওদেরকে সাথে নিয়ে সে কি উদ্দামতা!
কখনো রুহুল বসে তো আমি ঠেলি,
কিংবা মোয়াজ্জেমের ঘর্মাক্ত শরীরের পেছনে
আমি ছিলাম নির্ভীক নাবিকের তৃপ্তিতে যেন পুর্ণ!
ফেলে আসা সেই পীচের রাস্তার বুকে হয়তো
এখনো রয়ে গেছে আমাদের বয়ে চলার সেই দাগ।
.
আমার ভালো লাগতো যতীন্দ্র মোহন বাগচীর
'অন্ধ বঁধু' কবিতাটি বার বার পড়তে,
ক্ষীতিশ স্যার চাইতেন মুখস্থ করি 'বৈষ্ণব পদাবলী'।
এক অন্ধ বধুর যন্ত্রনাকে উপলব্ধি করতে চেয়েও পারিনি,
শিখতে হয়েছে 'কায়া তরুবর পঞ্চবী ডাল'।
.
এমন আরো কত কি!
চেয়েছি ... এই হতে, হয়েছি ... ওটা
.
সবার চাওয়াগুলো আমার মাথায় বসে
আমাকে এতোটা নিষ্পেষণ করেছে যে,
আজীবন ছোটই রয়ে গেলাম!
একজন ছোট মানুষের হৃদয়ে কোনো চাওয়া থাকতে নাই,
তাই আমার চাওয়া খুবই সামান্য ভাই।।
বিষয়: সাহিত্য
৯২০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
খুশী হলাম আপনার সাথে আমার মিল দেখে।
আল্লাহপাক আপনাকে সবসময় ভালো রাখুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
আপনার সাথে সহমত এবং জেনে হৃদয়ে প্রশান্তি জেগে উঠল!
জাজাকাল্লাহু খাইর।
যাহা চাই তা পাইনা, যা পাই তা চাই না।
আমাদের চাওয়া পাওয়া আরও সীমাবদ্ধ হচ্ছে, হবে।
সহমত আপনার সাথে। তবে চাওয়া পাওয়াকে সীমাবদ্ধ হতে দেয়াটা ঠিক হবে না।
ধন্যবাদ।
তবে অনেকসময় না বুঝে নিজেরা করে ফেলি। সেটা শুধরে নিলে আবার উন্মুক্ত হয়ে যায়।
মন্তব্য করতে লগইন করুন