Rose Roseঅনুভূতিতে অন্তরীণ Rose Rose

লিখেছেন লিখেছেন মামুন ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:২৭:১০ সকাল



অনুভূতিতে অন্তরীণ

Star Star Star Star Star

.

একদিন অনুভূতিগুলো চীৎকার করে,

বলে, ' আমাদের রুদ্ধ করছ কেন?'

বোবা ছয় বেহারার কাঁধে চড়ে

নৈশব্দের পাল্কিরা সশব্দে ধাবিত হয় ওদেরকে সাথে নিয়ে।

.

দৃষ্টির প্রান্তসীমায় পাঁপড়িদের প্রক্ষেপন

জ্যোতিহীন অক্ষিগোলকের তীব্র চাহনিতে

অশ্রুবিন্দুতে মাখামাখি হয়ে গলে গলে পড়ে।

.

বিরহী আবেগ কালো স্ফটিকের

শ্বেতশুভ্র খোলস থেকে বের হয়ে এসে

হৃদয়ের গোপন কক্ষে নেয় স্বেচ্ছা নির্বাসন।

.

ভালোলাগা গুলো এখন বিরহী চাঁদ হয়েছে যেন,

কাছে থেকেও ওরা কত্তো দূরে দূরে! যেভাবে

তুমি আমি এই একই শহরে থেকেও, রয়ে গেছি

অনুভূতিতে অন্তরীণ অনুভূতিহীন কোনো এক নিরন্নলোকে! Rose Good Luck

বিষয়: সাহিত্য

৮৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269770
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৭
কাহাফ লিখেছেন :
এতো গভীরতায় লিখেন কেন......!!!
অনুভূতি উল্টে যায় বার বার!!
.....কষ্টগুলো অসহ্য ঝাপসা বাতাসে ঘুরে বেড়ায়,দেখা যায় না-ছোয়া যায় না, অথচ উপস্হিতির তীব্রতা ঠিকই বুঝিয়ে যায়।
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০২
213764
অন্য চোখে লিখেছেন : কবিতা যেমন সুন্দর মন্তব্যটাও তেমন সুন্দর হয়েছে তাই নতুন করে আর কমেন্ট করলামনা
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১২
213774
আহ জীবন লিখেছেন : অন্য চোখে ভাইয়ের সাথে সহমত। কাহাফ ভাই একটা ফ্যাদোমিটার। একে তো মামুন ভাই খুব গভীরের অনুভূতি কঠিন শব্দে লিখেন আর কাহাফ ভাই ও তাতে সুন্দর ডুবে বেড়ান।
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
213781
মামুন লিখেছেন : ধন্যবাদ।
আমি আসলে আমার ভিতরে কয়েকজন হয়তো। এক এক সময় এক একরকম অনুভূতি দোলা দেয়। কখনো সহজভাবে, কখনো কঠিন আন্দোলনে দীপ্ত হই। তাই সেইভাবেই লিখায়ও অনুভূতিগুলো উঠানামা করে হয়তো। আমি ঠিক বুঝি না।
ধন্যবাদ আপনাকে, অন্য চোখে গুরুকে এবং আহ জীবন ভাইকে। আপনাদের তিনজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
আর আআম্র যে কোণো ব্যাপারে একটা তাড়া রয়েছে, তাই দ্রুত কিছু কবিতা লিখে এই অধ্যায়টি কিছু দিনের জন্য শেষ করতে চাই।
সবাই ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
269781
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১০
ফেরারী মন লিখেছেন : আপনার এত সুন্দর সুন্দর লেখায় সত্যি আমার ঈর্ষা হয়। আমি কেন আপনি হলাম না। At Wits' End
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৮
213777
আহ জীবন লিখেছেন : প্রথমে ঈর্ষা ছাড়ুন। এরপর উনার গল্প গুলোর গভীরে ডুব দিন। দেখবেন আপনার ভিতর ও বিভিন্ন অনুভূতি উকি দিচ্ছে। সেটা ব্লগে না লিখলেও কোনও ডায়রিতে লিখে রাখুন। দেখবেন একদিন উনাকেও ছাড়িয়ে যাবেন। কিন্তু উনার মত হতে পারবেন না। আপনি আপনার হবেন।

ভালো পারছি কিনা জানি না। তয় আমি বাঙ্গালী। বাঙ্গালী ফ্রী উপদেশ ভালো দিতে পারে।
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩০
213783
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
আপনি আমি হলে, আমি আপনি হতাম। তখন আআব্র আমি আক্ষেপ করতাম। Happy
সুন্দর অনুভূতির জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩০
213784
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
আপনি আমি হলে, আমি আপনি হতাম। তখন আবার আমি আক্ষেপ করতাম। Happy
সুন্দর অনুভূতির জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
269807
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২২
আহ জীবন লিখেছেন : আমার অনুভুতি গুলো কে আপনার অনুভূতি চিন্তায় ফেলে দিল।
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩২
213785
মামুন লিখেছেন : ধন্যবাদ।
তবে উপরের আপনার অনুভূতিগুলোর সাথে এইটি সহযোগে আমাকেও ভীষণ চিন্তিত করে দিয়েছে।
আপনার মন্তব্যগুলোর সাথে সহমত।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File