Rose Good Luck Roseবর্ষণমূখর একদিনে Rose Good Luck Rose

লিখেছেন লিখেছেন মামুন ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৮:৪৯ সকাল



[গতরাত থেকেই প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টি নিয়ে নিজের কিছু অনুভূতিকে প্রকাশ করছি।]

Roseবর্ষণমূখর একদিনে

একদিন...ভিন্ন দুই শহরে আমরা দুজন,

সেল ফোনের ভিতর দিয়ে প্রচণ্ড এক বর্ষায়

কথা হয়।

' এই মাত্র প্রচণ্ড বৃষ্টিতে ভিজে এলাম।

অর্ধনগ্ন শরীরে অফিস রুমে একা বসে আছি!'

শুনে তুমি বললে,

- বৃষ্টি এখানেও তুমুল!

' তুমি থাকলে তোমায় নিয়ে ভিজতে যেতাম,

অনেকদিনের তোমার শখ বৃষ্টিতে ছবি তোলার ,

তাও পূরণ হতো। আচ্ছা ভিজতে কেমন লাগে তোমার?

- দারুন! কি যে প্রচণ্ড ইচ্ছে করছে! বাট সিচুয়েশন

অ্যালাউ করছে না।

'হ্যা, আমাদের এক সাথে ভেজাটা কখনোই

সিচুয়েশন অ্যালাউ করবে না, তাই না?

আমার সাথে আমি একা ভিজবো... কল্পনায় তুমি

আর তোমায় নিয়ে তুমি ভিজবে... কল্পনায় নেই আমি।

অন্য কারো হাত ধরে তুমি হেঁটে যাচ্ছ ,

ফোঁটা ফোঁটা বৃষ্টির ছিটের হৃদয়ে উষ্ণতার জোগান দেয়া-

ভেবে ভেবে কত শীতল ক্রোধে আগুন হয়েছি, তুমি জানো?

- বৃষ্টিতে আমার মাথা খারাপ হয়ে যায়

আমার মরে যেতে ইচ্ছে করে! জীবনটা এমন কেন?

' আমারও কি তোমায় ছাড়া বেঁচে থাকতে ইচ্ছে করে?

তুমিহীন বেঁচে থাকা! কোনো মানে আছে বলো? তবে

বৃষ্টি মানুষের মন রঙিন করে কেন জানি!

অথচ সে নিজে রংহীন... ধুষর... বিবর্ণ।'

- আমার এখানে বৃষ্টি একেবারেই রংহীন নয়,

কাক চক্ষুর মতো স্বচ্ছ আর পরিষ্কার এর জল!

' ঠিক তোমার হৃদয়ের মতো স্বচ্ছ?

আর আমি কালো হৃদয় নিয়ে, বৃষ্টির মতো

আজীবন ভিজিয়েছি হাজারো শুভ্র হৃদয়!

তবুও তৃষিত চাতকের মতো

একা একা... ঠিক যেন স্রষ্ঠার মতো,

সবাইকে সাথে নিয়েও একদম একা!

-জানো আমার সেই রেললাইনটা টিপটিপ বৃষ্টিতে

ভিজে ভিজে এতো অপূর্ব সুন্দর দেখায়!

আর মুষলধারে যখন শুরু হয়, ঠিক যেন

সহস্র মৌমাছি এক সাথে গেয়ে উঠে-

আর শুন্যতায় ডুবে যেতে যেতে তখন

এ হৃদয় কাউকে খুঁজে ফেরে,

দেখতে সে ঠিক তোমারি মতন!

' তোমার রেললাইনে একদিন আমায় নিয়ে যাবে?

প্রচন্ড বরষায় তুমি আমি আর সেই রেললাইন!

ওর ভেজা শরীর উপভোগ করব দুজনায়,

তোমায় একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করবে আমার!

তোমার ভেজা শরীর... উষ্ণ হয়ে উঠা আমি

আর মাঝখানে সেই রেললাইন! যেন একটা দেয়াল-

ওপারে তুমি

এ পারে আমি

আর মাঝে অসীম পানে ধাবমান দুটি লোহার পাত।

- সবুজের যে কতগুলো শেড হয়

চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।

সব সবুজে সবুজে একাকার! তাতে

আরো প্রান রস ঢেলে দেয় বৃষ্টিরা এসে!

তবে সে কীভাবে রংহীন হলো?

' হ্যা, অনেক কিছুই তো দেখেও বিশ্বাস হতে চায়না।

এই যেমন তুমি! তোমাকে যেমন দেখায়

আসলেই কি তুমি তেমন? সেভাবে

সবুজের শেডগুলোও আসলে কিছুই না।

দৃষ্টিভ্রম... যেভাবে তুমি আমার পাশে পাশে...

অথচ যেন তুমি নও-

আমিও তোমার সাথে থেকে থেকে কেন হয়ে উঠি

সেই লোকটির মতো! যে একদিন অদৃশ্য হয়েছিল

তোমার হাতে ধরিয়ে দিয়ে কিছু

সাদা হয়ে উঠা কাশফুল? যার ভিতরে

শুভ্রতা বলতে আসলে কিছুই ছিল না।'

- তাই যদি হয় তো এমন

দৃষ্টিভ্রম বারবার আসুক।

' এইমাত্র বৃষ্টি থেমে গেছে

চলে গেছে সে মেঘবালিকাদের হৃদয়গভীরে!

মৌমাছিরা সব ফিরে গেছে যার যার নীড়ে।

কখনো এক না হওয়া দুটি লোহার পাত ধরে,

হেঁটে চলেছি আমি আর তুমি অজানা কোনো অরন্যনীড়ে।

বুকের ভিতরে তোমায় পাবার এক

অদম্য বাসনায় পুড়ে পুড়ে অঙ্গার হই,

কখনো মনে হয় আমি সাথিহারা ভূবন চিল...

কিংবা একা একা নৃত্যরত পুরুষ ময়ুর।

ওপারে ঠিকই তুমি রয়ে গেছ সেই

সবসময়ের মতো একই-

চিরচেনা পাশের বাসার মেয়েটির মতই

কাছে থেকে দূরে সরে আবার কাছে আসা!

তবুও... যেন কত অচেনা!! Good Luck

বিষয়: সাহিত্য

১০৯৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266781
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০২
কাহাফ লিখেছেন :
"আমার সাথে আমি একা ভিজবো...কল্পনায় তুমি,
আর তোমায় নিয়ে তুমি ভিজবে...কল্পনায় নেই আমি।"
ছন্নছাড়া জীবনে অনুভূতির কাব্যিকতা দূরে চলে গেছে যেন,বুঝের দৈন্যতাই দায়ী এর জন্য।পড়তে মজা পেলাম ।
কবিতার স্বপ্নীল ভূবনে অভিনন্দিত স্বাগতম জানাচ্ছি... Rose
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২২
210526
মামুন লিখেছেন : ধন্যবাদ কাহাফ ভাই।
আপনার মন্তব্য আমাকে দেখি কত দূরে নিয়ে যেতে পারে এ লাইনে।
আপনার জন্য রইলো বৃষ্টিভেজা কদমের শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
266787
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৮
আফরা লিখেছেন : ওমা -----বৃষ্টিতে ভেজা অস্বভব ! যদি ও বৃষ্টি ভেজা কবিতা বেশ ভাল লেগেছে ।
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৬
210527
মামুন লিখেছেন : কেন? রেইনকোটে আপাদমস্তক ঢেকে কি ভেজা যায় না? ভেজা নিয়ে কথা- তা যে শরীরই হতে হবে, তাতো নয়।
আমি মাঝে মাঝে এমন করি। ক্যাম্পাসের সোজা রাস্তাটা দিয়ে তুমুল বর্ষার ভিতর দিয়ে একাকী হেঁটে যাই... আশেপাশে কেউ নেই... শুধু আমি আর বৃষ্টিকণা..আর ওদের বার বার আমাকে আঘাত করার ফলে উদ্ভুত শব্দ.. এই রে, আবারো মন্তব্য করতে গিয়ে দেখি লেখার ভিতরে ঢুকে যাচ্ছিলাম। এই মাত্র একটি প্লট ঢুকে গেলো মাথায়।
ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
210530
আফরা লিখেছেন : একেই বলে সত্যি কারে কবি বা লেখক যে কোন সময় চলে আসতে পারে মাথায় লেখার প্লট ।
266799
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৬
ফেরারী মন লিখেছেন : ওপারে ঠিকই তুমি রয়ে গেছ সেই
সবসময়ের মতো একই-
চিরচেনা পাশের বাসার মেয়েটির মতই
কাছে থেকে দূরে সরে আবার কাছে আসা!
তবুও... যেন কত অচেনা!! Sad Sad Sad

Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১১
210539
মামুন লিখেছেন : ধন্যবাদ সাথে থাকার জন্য।
আপনি নিজে একজন কবি, তাই লেখাটির ব্যাপারে আপনার মন্তব্য আমার কাছে অনেক বড় কিছু অর্থবহন করে।
শুভেচ্ছা নিরন্তর।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck
266808
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩০
ভিশু লিখেছেন : Rolling Eyes ভাইয়া, এক্টানা এভাবে বৃষ্টিতে ভিজবেন্নাহ... Surprised তা-ও আবার রাত থেকে...Waiting একা একা কারো খোঁজে...Chatterbox Tongue ঠান্ডা লেগে যাবে কিন্তু...Worried Good Luck Broken Heart Rose
২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৮
210613
মামুন লিখেছেন : ধন্যবাদ ভিশু ভাই।
আপনার পরামর্শ মেনে চল্বো ইনশা আল্লাহ।
তবে রেইনকোট পড়ে ভিজলে নিশ্চয়ই সমস্যা নেই?
অনেক শুভেচ্ছা আপনার জন্যও।Happy Good Luck
266822
২০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৭
সালমা লিখেছেন : বৃষ্টি এবং বৃষ্টির কবিতা ভিষন ভাল লাগে, সুন্দর কবিতার জন্য আপনাকে ধন্যবাদ.

২০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৯
210614
মামুন লিখেছেন : আপনাকেও ব্লগে অনুভূতি রেখে যাবার জন্যও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।Happy Good Luck
267741
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৬
অয়ন খান লিখেছেন : আপনার লেখা পড়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হল। কিন্তু এই বরফের দেশে সেটা সম্ভব না। বৃষ্টিতে ভেজার কথা মনে করিয়ে দিয়ে কষ্ট দিলেন, ভাই........
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৭
211520
মামুন লিখেছেন : দুঃখিত ভাই আপনাকে কষ্ট দেবার জন্য। তবে দেশে আসেন, একদিন সব ব্লগাররা মিলে ইচ্ছেমত ভেজা যাবে।
ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File