১০১ তম পোষ্ট এবং কিছু কথা
লিখেছেন লিখেছেন মামুন ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫৮:৫১ সকাল
আমি প্রথমেই টুডে ব্লগের সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাই আমার নিকটি mamun থেকে বাংলায় মামুন এ পরিবর্তন করে দেবার জন্য।
আলহামদুলিল্লাহ! এই ব্লগে এটি আমার ১০১ তম পোষ্ট!
গতকাল ১০০-তম পোষ্ট ব্লগে চলে এসেছে (কয়েকজন বাবা)। এই পর্যন্ত সবগুলি পোষ্ট যে সকল পাঠক পড়েছেন, আমি তাঁদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যে সকল ব্লগার লেখাগুলোতে তাঁদের দুর্দান্ত এবং অনুপমেয় মন্তব্যের দ্বারা ভালোলাগার অনুভূতি দিয়ে আমাকে সিক্ত করেছেন- আমাকে প্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা এবং আমার ভালবাসা জানাচ্ছি।
বিশেষভাবে আমি একজনকে আমার এই লেখালিখির সমস্ত ক্রেডিট দিতে চাই- সে আমার বন্ধু ব্লগার আতিক খান। আমি প্রথম ফেসবুকে যখন আইডি খুলি, বিচ্ছিন্নভাবে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের দুই প্রধানের বিরুদ্ধে এলোমেলো টুকটাক গীবত করার ভিতরেই আমার ফেসবুকীয় কর্মকান্ড বিরাজমান ছিল। এসবের ভিতরে দু'একটি লেখা অনেক লজ্জা নিয়ে পোষ্ট করতাম। সেই সময়ে আমাকে এই মেকুর বন্ধু আতিকই বলেছিল লিখে যাবার জন্য। আমার মনে পড়ে ওর সেই মন্তব্যের কথা-' তোমার লেখার ভিতরে সমাজের অনেক অসঙ্গতি উঠে আসে...'। সেই-ই প্রথম আমার মনের ভিতরে কিছু লিখার অনুপ্রেরণা জাগিয়েছে। এরপর ব্লগেও সে আমাকে নিয়ে আসে। আমার ব্লগ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না [ এখনো যে তেমন রয়েছে, তাও দাবী করছি না]। এক্ষেত্রেও আতিক আমাকে এই ব্লগের লিংক দেয়াসহ একাউন্ট করার পদ্ধতি এবং আনুসঙ্গিক অন্যান্য সবকিছু আমাকে বলে দিয়েছে। ব্লগে লিখবার ব্যাপারেও ওর সেই মন্তব্য আজও কানে ভাসে-' তুমি ব্লগে লিখছ না কেন? অনেকের মাঝে বেঁচে থাকবে...'। মোট কথা আমাকে সাহস এবং প্রেরণা সে সবসময়েই দিয়ে আসছে। আজ মাসুদ রানার মত আতিককে বলতে ইচ্ছে করছে, " আই লাভ ইউ ম্যান!"
ব্লগে স্টিকি পোষ্টের ব্যাপারে দু'একটি কথা বলতেই হচ্ছে। এই ব্যাপারটি সম্পুর্ণ সম্পাদক মহোদয়/ মডারেটরবৃন্দের এখতিয়ার। যেহেতু তাঁরা দায়িত্বে রয়েছেন, তাই কোন লেখাটি স্টিকি করার মত মানসম্পন্ন- সেটি একান্ত তাঁদের ব্যাপার। আমার লেখায় মন্তব্য করতে গিয়ে অনেক প্রিয় ব্লগার আমার প্রতি স্নেহ বাৎসল্যে হয়তো বলে ফেলেছেন, আমার লেখা স্টিকি কেন করা হচ্ছে না। তবে স্টিকির চেয়ে আমি এই ব্লগে অনেক সিনিয়র ব্লগারদের সাথে থাকতে পারছি, আমার লেখা পাঠক পড়ছেন, ব্লগাররা মন্তব্য করছেন, উৎসাহ দিয়ে যাচ্ছেন- আমার মত নতুনদের জন্য আর কি চাই?!!
তবে গল্প অনেক লিখেছি... এবার একটু কবিতার দিকে যেতে চাচ্ছি। গোটা পঞ্চাশেক কবিতা নিয়ে এই সাইডটি দিয়ে পাঠক এবং ব্লগারদের বিরক্তি উৎপন্ন করতে আসার আগাম আমন্ত্রণ দিয়ে রাখলুম। আর কিছু অণুগল্পও মাথায় ঘুরছে, সেগুলোকেও ব্লগে পোষ্ট করার ইচ্ছে রাখছি। ও হ্যা, এই অণুগল্পের ব্যাপারে আমার গুরু হলেন বাকপ্রবাস ভাই। তাই সকল অণুগল্পের ভিতরে যদি ভালো কিছু থাকে, সেগুলোর ক্রেডিট সরাসরি বাকপ্রবাস ভাইয়ের কাছে যাবে। আর নিন্দনীয় হলে সব দায়দায়িত্ব আমার।
সকলের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো। আল্লাহপাক সকলকে সবসময় ভালো রাখুন-আমীন।
বিষয়: বিবিধ
১৪০০ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিষয়ের বৈচিত্রতা,অনুভবের গভীরতা,উপলব্ধির সুউচ্চতা,ভাষার ব্যন্জনময়তা,অসাধরণ বর্ণনাশৈলী এক কথায় পাঠক কে মায়া-মুগ্ধ-সম্মোহিত এক জগতে নতুন করে কিছু ভাবতে শেখায়।
প্রিয় একজন লেখকের সুস্হ্য-সুন্দর-অনাবিল সুখের আগামী করি মহান রবের কাছে।
সকল ব্লগারদের জন্যেও এমন কামনা....।
আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করছি মহান আল্লাহপাকের কাছে।
অনেক অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আমি একটি পোশাক শিল্পের সাথে জড়িত রয়েছি। এইচ,আর ও কমপ্লায়েন্স বিভাগে। আর নেটেই আমার কাজ বেশী থাকায়; কাজের ফাঁকে ফাঁকে লিখি। আপনার কথাটি মনে রাখব ইনশা আল্লাহ।
সাথে থাকবার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ধন্যবাদ আপনাকে অনুভূতি রেখে যাবার জন্য।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।
কোন বেয়াদবী হয়েছে আমার থেকে ব্লগার নূর আল আমীন সাহেব........? আমাকে ব্লক করে রেখেছেন কেন? ফেবুতেও জানিয়েছি বিষয়টা।
বলতেই হচ্ছে-আপনার লেখা সুখপাঠ্য। চালিয়ে যান। শুভকামনা।
বিশেষ করে 'প্রেসিডেন্টের' কাছ থেকে অভিনন্দন পাওয়াটা অনেক বড় ব্যাপার।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থেকে অনুভূতি রেখে যাবার জন্য।
ভালো থাকুন সবসময়।
অল্প সময়এই আপনি একজন জনপ্রিয় ব্লগার হয়ে উঠেছেন।
আপনার লেখাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার লেখার একজন ভক্ত আমি। সময়াভাবে সবগুলো যদিও পড়তে পারিনি, তবে এক এক করে পড়ার ইচ্ছেটা রাখছি।
অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
অনেক অনেক দুয়া ও শুভেচ্ছা ডবল সেঞ্চুরীর দিকে দ্রুত এগিয়ে যান আপনার কবিতার মালা নিয়ে ভাইয়া ।
খুব ভালো লাগলো আপনার 'ব্লিংকিং তোড়াটি'!
আসলে সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরি মুখ্য বিষয় নয়। আসল হল হৃদয়ের তাগিদে লিখে যাওয়া। আমরা যারা সবাই এই প্ল্যাটফর্মে লিখছি, অপরের লিখাগুলো পড়ছি-আসলে সবাই কিন্তু মনের খোরাক মেটানোর চেষ্টা করছি। কবিতা আমি লিখতে পারি না। চেষ্টা করছি- হচ্ছে না। আমার এগুলোকে আধুনিক গদ্য কবিতার পর্যায়েও ফেলা যাবে কিনা সন্দেহ রয়েছে। তবুও কয়েকটি লিখে যাবো। তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি গল্পে..
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।
আপনাকেও অনেক শুভেচ্ছা।
অ ভি ন ন্দ ন
অ ভি ন ন্দ ন
হৃদয়ের গভীর থেকে আপনার ফুলেল শুভেচ্ছার জন্য আল্লাহপাকের কাছে আপনার জন্য উত্তম বদলার প্রার্থনা করছি।
জাজাকাল্লাহু খাইর।
গো এহেড ইউ উইল বি এ গ্রেটেস্ট স্টোরি রাইটার অব দ্য বাংলাদেশ।
অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
শুভেচ্ছা রইলো নিরন্তর।
জাজাকাল্লাহু খাইর।
ভালো থাকবেন, সবসময় ইনশা আল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।
সকল কল্যান কামনা আপনার জন্য আল্লাহর সমীপে!
ইনশা আল্লাহ, যতদিন সম্ভব লিখে যাবার ইচ্ছেটা রইলো। সকল ব্লগার এই প্ল্যাটফর্মে এক পরিবারের মত। সবাই দলমত নির্বিশেষে 'ব্লগার'/ লেখক-এই পরিচয়ে এক থাকলে সনই সম্ভব। আলোচনা হবে গঠনমূলক; কিন্তু তারজন্য একে অপরের প্রতি কোনো ধরণের বিদ্বেষ তৈরী হবে না। তবেই সৃষ্টিশীলতায় মুখর আমাদের সবার টুডে ব্লগ সত্যিকারের পরিবার হয়ে উঠবে।
আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
২ মাসে ১০৩ টা পোস্ট মাথাই নষ্ট
পোস্ট লেখায় আপনি সিনিয়র।
ভাইকি বিজনেস করেন? নাকি জব?
এত সময় পান কিভাবে একটু টিপস টা দিবেন
আমার কাজটা আসলে লেখালিখি টাইপের। একটি পোশাক কারখানায় এই কম্পিউটার সামনে নিয়েই সকাল সন্ধ্যা নেটে বসে থাকতে হয়। আর সপ্তাহের ৫টি দিন অফিস সংলগ্ন মেসে একাকী থাকাতেই অখন্ড অবসর কাটাতেই এই লেখার অভ্যাস গড়ে উঠেছে।
কাজের অবসরে লিখি, নিজের অবসরে লিখি- মোটকথা লিখতেই থাকি। মাঝখানে না লিখতে লিখতে লেখাই আসা বন্ধ হয়ে গেছিলো। এজন্য দেখলাম, নিরলস লিখেই যেতে হবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইর।
কিছু মনে করবেন না। আমি জানিনা আপনি কতটুুকু ইবাদত করেন কেননা আপনার যথেষ্ট সময় থাকে হাতে যা আপনি নিজেই বলেছেন।
আমি আপনার সম্মন্ধ্যে ভালো ধারনাই রাখি।
রসুল (সা) বলেছেন, “পাচটি জিনিস কে মুল্যায়ন কর পাচটি জিনিস আসার আগে বার্ধক্যের আগে যৌবনকালকে অসুস্হতা আসার আগে সুস্হতাকে ব্যস্ততা আসার আগে অবসর সময়কে দারিদ্রতা আসার আগে সম্পদকে মউত আসার আগে হায়াতকে”
আপনার ব্যাস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ।
আপনার কাছে ইবাদাত সম্মন্ধ্যে একটা পোস্ট আশারাখি।
আল্লাহ মঙ্গল করুন। আমীন।
আপনার বেশ কয়েকটি গল্প পড়েছি। তবে সময়ের অভাবে সবগুলো পড়া হয়ে উঠেনা। অনেক ভালো লাগে আপনার লিখনী। চালিয়ে যান শুভকামনা রইল। সুযোগ পেলে ইসলামিক গল্প লেখার অনুরোধ রইল।
ইসলামিক জ্ঞান একেবারেই কম। এজন্য আগে এই জ্ঞান অর্জনে মন দিতে চাচ্ছি। অনেক পড়তে হবে আমাকে। এরপর লেখার টাইপ শুধু ডাইভার্ট করে দিবো ওদিকে ইনশা আল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।
একদম সঠিক বলেছেন।
আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এই ব্লগ এবং ফেসবুকে আসার আগে আল্লাহপাককে দমে দমে স্মরণ করতাম। এখন সেভাবে পারি না। আমি এই ভার্চুয়াল জগতের নেশায় পড়ে গেছি।
ধীরে ধীরে আবার আমার একেলা সেই জগতটিতে ফিরে যেতে চাচ্ছি। ইনশা আল্লাহ আবারো ফিরে যাবো। আর ইবাদত সম্পর্কে যে লিখবো, আমার রেফারেন্স দেবার মত ক্ষমতা নেই; কারণ ইসলামের জ্ঞান আমার নেই।
আমি আসলে সবদিক মিলিয়ে একজন ব্যর্থ মানুষ। তাই নিজের ব্যর্থতা ঢাকতেই হয়তো এই লেখালিখির জগতে ঢুকবার অপপ্রয়াস। জানি এই লেখা ঐ জগতে আমার কোনো কাজেই আসবে না।
ধন্যবাদ ইমরান ভাই, খুবই সত্য একটি জিনিস আমাকে মনে করিয়ে দেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।@ইমরান ভাই
ব্লগার আতিক ভাইকেও ধন্যবাদ এমন একজন সাহিত্যিকের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য। বাকপ্রবাস ভাই হলেন ছন্দের জাদুকর। অনুগল্পগুলোও ভাল লাগে। মানবতার জন্য লেখকের কলম বারবার কেঁদে উঠুক। শুভকামনা রইল আপনাদের সকলের জন্য
কবি-সাহিত্যিকদের ব্যাপারে আপনার মন্তব্যের সাথে সহমত।
শুভেচ্ছা রইলো আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
ইনশা আল্লাহ, সময়-সুযোগ হলে করব ভাবছি।
হ্যা, বয়স হচ্ছে। সে ব্যাপারেও ভাবছি। এবারের ঈদের বন্ধে ধর্মীয় দিকে কিছু লেখাপড়া করব।
তুমিও ভালো থেকো।
অনেক শুভেচ্ছা তোমার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন