একদিন ভালোবাসা ফিরবে তাই

লিখেছেন লিখেছেন মামুন ২৬ আগস্ট, ২০১৪, ০১:৩৮:৩২ দুপুর



একদিন ভালোবাসা ফিরবে তাই

--------------------------------

Roseএকদিন ভালোবাসা মেঘ হয়ে উড়ে যেতেই

জীর্ণ হৃদয় ভাটির টানে ভেসে ভেসে

মরা নদীর শীর্ণ বাঁকে গিয়ে মুখ লুকায়।

দিন রাত্রিগুলো কেটে যায় একই রকম,

আলো-আঁধারের অনুভূতিহীন-

কেবলি চাপ চাপ কষ্টের ছোঁয়ায় প্রবল যন্ত্রণাকাতর!

এভাবে কেটেছে প্রহরের পর প্রহর।

শেষে একদিন, দূর গাঁয়ের থেকে ভেসে আসা

কোনো সন্ধ্যা আরতির ক্ষীণ সুরের বিষন্নতায়,

বধির হৃদয়ে জেগে উঠা গোপন বাসনারা-

উল্লাসে ফেটে পড়েই বুদবুদ হয়ে মিলায় সুদূরে।

আর একদিন, শ্রাবণ মেঘের ডানায় ভর দিয়ে

সেই হারানো ভালোবাসার ঝরঝর বারিধারা,

হৃদয়ের দু'কূল উপচানো বেদনার স্রোতধারা হয়ে

মরা নদীতে জোয়ার নিয়ে আসায়

ডুবে যায় আশার বালু চর।

আমি এক শঙ্খচিল হই!

খুঁজে ফিরি তটিনীর বুকের

সেই এক চিলতে ডুবো চর।

একদিন ভালোবাসা মেঘের জরায়ু চিরে

আবার আসবে ফিরে এ হৃদয়ে।

সেই প্রতীক্ষায় থেকে থেকে

আমি এক চাতক হই!

যে অনন্ত তৃষ্ণায় শ্রান্ত, ক্লান্ত হয়েও থাকে

এক ফোঁটা ভালোবাসার মেঘ শিশুর বর্ষণের অপেক্ষায়...

Rose

বিষয়: সাহিত্য

১০১০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258385
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৯
202046
মামুন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। Good Luck
258388
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৩
মাহফুজ আহমেদ লিখেছেন : thanks
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৩
202100
মামুন লিখেছেন : ওয়েলকাম। শুভেচ্ছা রইলো।Good Luck
258393
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৩
কাহাফ লিখেছেন : কবিতা বুঝি না আমি,তবুও পড়ি,ভালো লাগে পড়তে।শুভ কামনা রইল। Rose Rose
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৪
202104
মামুন লিখেছেন : কবিতা আমার লাইন না। আমার এক প্রয় বন্ধুর ইচ্ছেতে মাঝে মাঝে দু'একটি লিখবার চেষ্টা করি। আমি কবিতা বুঝিও না। নিজের মনের কিছু ইচ্ছের সরল রুপান্তর করে যাই কেবলি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা আপনার জন্যও।Good Luck
258406
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এক কথায় চরম সুন্দর হয়েছে।
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৫
202105
মামুন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো।Good Luck
258412
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৬
আতিক খান লিখেছেন : বাহ, দারুন কবিতা। মন ছুঁয়ে গেল। অনেক ধন্যবাদ। Rose Good Luck
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৫
202106
মামুন লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইলো। ভালো থেকো। HappyGood Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File