প্রতিবিম্ব
লিখেছেন লিখেছেন মামুন ২১ আগস্ট, ২০১৪, ১১:৫৭:৩২ রাত
প্রতিবিম্ব
---------
নিজের পীঠে 'গণতন্ত্র মুক্তি পাক' লিখে,
নুর হোসেন যখন স্বৈরশাসকের নির্দয়
বুলেটে ঝাঁঝরা হল, আমি তখন
স্কুল পড়ুয়া নিতান্তই এক কিশোর।
জিরো পয়েন্টের পাশ দিয়ে আসা-যাওয়ার ভিতরেই
আমার সকল সীমাবদ্ধতা এখন।
রাউফুন বসুনিয়া, ডাক্তার মিলন এরা সবাই
এক একটি ধাপে চেতনার অগ্নি স্ফুলিঙ্গ! আমি তখন
কলেজের পাঠ শেষ করে আরো উচ্চমার্গে
প্রবেশের পথ খোঁজা এক ভীরু যুবক।
মিলন চত্বরের পাশ দিয়ে নির্লজ্জ হেঁটে চলার
ভিতরেই আমার সকল সীমাবদ্ধতা এখন।
এক একটি নাম এক একটি চত্বর হয়ে
সমগ্র দেশকে বানিয়েছে বিশাল এক সিমেট্রী!
গণতন্ত্রের মূলো ঝোলানো অস্থিরতায়
দ্বি-দলীয় বৃত্তকে ভাঙা আর হয়ে উঠে না!
কিছু চাওয়া আর পাওয়ার মাঝে সময়ের আর্তনাদে
দুঃসহ জীবন পার করি নিতান্ত নিরাবেগে!
সব শকুনেরা এক সাথে খুবলে খায় প্রিয় স্বদেশ,
সবার সাথে দেখেও না দেখার ভান করি,
আলগোছে পাশ কাটাই সকল বৈরিতাকে। অথচ
প্রতিবাদে গর্জে উঠার বয়সটা অর্জন করেছি অনেক আগেই!
কাপুরুষতার বর্মে ঢেকে নিজদেশে পরবাসী এখন-
চত্বর গুলোকে পাশ কাটাই যেন কখনো কিছুই হয়নি এ দেশে!
দিবসগুলোকে পালন করি বিশ্ব-বেহায়ার মতো-
পরবর্তী প্রজন্মের প্রখর জিজ্ঞাসু নেত্রের দিকে তাকিয়ে
নত হয়ে আসা দৃষ্টিপথে ভাবনারা জানান দেয়,
' কি করেছ দেশের জন্য? সময়ের প্রয়োজনে
দেখিয়েছ বাহানা কেবল! চৌরাস্তায় দাঁড়ানো গৃহহীন ঐ
বিবস্ত্র বেশ্যার চাইতে কোন অংশে ভালো তুমি?'
রাজনীতির সমুদ্র জয়ে পরিতুষ্ট মন নিয়ে
নিজ সন্তানকে শিখিয়ে চলি সত্য বলার জন্য!
ভোটারবিহীন নির্বাচনে স্বাচ্ছন্দ্য বোধ করি,
সেভেন মার্ডারের মতো নৃশংস ঘটনাও
হৃদয়কে করেনা তাড়িত।
মিছিল দেখলেই নাক সিটকে সরে এসে বলি-
'কি লাভ এগুলো করে? গেলো... দেশটা উচ্ছন্নে গেলো।'
রাত জেগে টকশোতে বক্তাদের অগ্নিগর্ভ কথা শুনে
নিজের জ্ঞানভান্ডার সমৃদ্ধ হলো ভেবে লভি আত্মতৃপ্তি।
এভাবেই প্রতিদিন কাটাই এক রোবটিক জীবন। যে জীবনে
দেশ আমাকে কি দিলো- কি পেলাম বা পেলাম না
জীবনের খেরোখাতায় সেই হিসেবের অংক মেলাই!
অথচ এখন সময় গর্জে উঠার!
এখন সময় একজন নুর হোসেন হবার!!
একজন রাউফুন বসুনিয়া কিংবা একজন ডাক্তার মিলন!!!
কিন্তু কিছুই হয়ে উঠা হয়না আমার-
নিজের ভিতরে রাজ্যের পংকিলতাকে ধারণ করেও
একজন পরিশুদ্ধ মানব হতে পাশ কাটাই সবকিছুকে।
আসলেই একজন আজন্ম পাপাচারী কালো মানুষ আমি!
এ দেশের ঘৃণিত একমাত্র মানুষটি এই আমি-ই।।
বিষয়: সাহিত্য
৯৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন