কাপড় নিতে গিয়ে কেউ যেন প্রান না হারায়.........

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৬ জুন, ২০১৬, ০২:৪৩:১৩ দুপুর

প্রতি বছর যাকাতের কাপড়ের জন্য প্রান যায় এমন খবর দেখতে দেখতে আমরা যেন অভ্যস্ত হয়ে গেছি! আর তা শুধু মাত্র হয় কিছু অতি বড়লোক যারা মাইকিং করে যাকাতের কাপড় বিলি করে নিজেদের মহানুভবতা দেখাতে যায় তাদের দ্বারাই ! অথচ আমরা যারা অল্প কিছু যাকাত দান করি , আমরা চুপচাপ যাদের দেবো বলে ঠিক করি শুধু তাদের ডেকে কিংবা বাসায় পৌছাই ! এতে করে কখনো কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি!

আর যারা এভাবে মাইকিং করে প্রতি বছর যাকাতের কাপড় বিলি করে তাদের বেলায় প্রতি বছর-ই নিউজ হয় অমুক জায়গায় পদদলিত হয়ে আহত/ নিহত!

আমি যা মনে করি- আসলে এসব কাপড় না দিয়ে টাকা দিয়ে দেয়াটাই বেস্ট এবং ঠিক করে নেয়া উচিত কোথায় কাদের দেবো এটা! কারন এসব গরীব লোকজন একটা কাপড়ের জন্য বিভিন্ন জায়গায় যায় নিজের জীবনের ঝুকি নিয়ে এরপর গিয়ে অনেকেই প্রান হারায়!!এভাবে তাদের মাইকিং করে না ডেকে নিজের ঠিক করা জায়গায় গিয়ে যাকাতের টাকা দিয়ে আসাটাই কি ভালো নয়!কিংবা যদি কাপড় ই দিতে চান সেটাও গিয়ে দিয়ে আসুন! তাহলে হয়ত এভাবে হতাহতের সংখ্যা বাড়বে না কিংবা এমন নিউজ আসবে না যে-কাপড় নিতে গিয়ে প্রান হারিয়েছে কেউ!

আর একটা ব্যাপার এসব যাকাতে আপনার নিজের গরীব আত্মীয় + প্রতিবেশীর হক আগে! আগে তাদের দিন এরপর লোকজন ডেকে না হয় দিন! আমরা সেই হিসেবে আগে আমাদের নিজেদের গরীব আত্মীয়+ প্রতিবেশীকে প্রাধান্য দেই! আপনি ও ভেবে দেখুন!

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373192
২৬ জুন ২০১৬ বিকাল ০৪:৪৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ! সুন্দর ও সঠিক পরামর্শই দিয়েছেন আপু। মানুষের বোধদয় হোক আপনার লেখা পড়ে। জাযাকুমুল্লাহ।
২৮ জুন ২০১৬ দুপুর ০২:২২
309936
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ওয়ালাইকুম সালাম আপু!! ধন্যবাদ পাশে থাকার জন্য! হু আপু, এরকম করাটাই ঠিক কিন্তু আমরা ভুল পথে যাই!!
373210
২৬ জুন ২০১৬ রাত ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : অবশ্যই আপনি সঠিক পন্থাটাই বলেছেন। কিন্তু যারা উপকার নয় প্রচার চায় তারা মাইকিং করেই দেবে। সরকারী ভাবে এমনটি নিষেধ হওয়া উচিৎ। ধন্যবাদ।
২৮ জুন ২০১৬ দুপুর ০২:২২
309937
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ পাশে থাকার জন্য ভাই! হু ভাই ঠিক বলেছেন!!
373232
২৭ জুন ২০১৬ রাত ১২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একমত। অনেক ধন্যবাদ
২৮ জুন ২০১৬ দুপুর ০২:২২
309938
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ পাশে থাকার জন্য ভাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File