খাতার মলাট যখন ভারতীয় সিরিয়ালের ছবিতে ভরপুর... !!

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ৩১ আগস্ট, ২০১৫, ০৮:২১:২০ রাত

>তখন বিপথে কেন শিক্ষার্থীরা যাবে না...?

কালকের ইত্তেফাকের ৭ পৃষ্ঠায় ছবি সহ এই নিয়ে প্রতিবেদন দেখে ভেবেছিলাম আজ লিখবো...

তার আগেই স্কুলে গিয়ে দেখি আমার স্কুলের ছাত্রই এনেছে কিরণমালার কভারের খাতা... !

সেই খাতা নিয়ে বাচ্চারা হুড়োহুড়ি শুরু করেছিলো! কেউ কটকটির রোল,

কেউ সেনাপতি বিটকেল, কেউ “ মরে যাই, মরে যাই” এই ডায়লগে ব্যস্ত...

কেউ কিরণমালা ড্রেস কিনেছে এই গল্প...

এরপর তো সেই ছেলেকে সহ সবাইকে বলা হয়েছে

কেউ এধরনের কভারের খাতা নিয়ে স্কুলে আসতে পারবা না...

এ ব্যাপারে স্কুল সহ বাচ্চাদের বাবা-মা কেউ সচেতন হতে হবে, নইলে...

> এখন কথা হলো- এসব নিয়ে দেখার যে কেউ নেই তা জানি...

কিন্তু এভাবে শিক্ষার্থীদের বিপথে নিয়ে যাবার মানে কি...?

তাহলে তো কয়দিন পর বই এর মলাটে এইসব ছবি চলে যাবে!

আগে বাচ্চাদের খাতার কভারে ফুল/ ফল/পাখির ছবি থাকত

আর এখন শুধু ব্যাবসা বাণিজ্যের জন্য সবকিছুতেই যাচ্ছেতাই কাজ কারবার চলছে!

>> এইসব সিরিয়ালের নামে পোশাক এর কারনে কত দুর্ঘটনা ঘটলো, ঘটছে,

এবার কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার তেরোটা বাজাতে নতুন ফন্দি!!

>>> সত্যি দেশটার উন্নতি হচ্ছে বটে.........!

এতটাই উন্নতি যে প্রতি মুহূর্তে তব্দিত হচ্ছি......!

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338899
৩১ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন-

এ ব্যাপারে স্কুল সহ বাচ্চাদের বাবা-মা কেও সচেতন হতে হবে


কিন্তু স্কুল কিম্বা বাবা-মা যদি সেই পদের হন তবে??
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
280435
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ওয়ালায়কুম সালাম ভাই! হু সচেতনতা দরকার! তবে আর কি... সব যাবে গোল্লায়...
338915
৩১ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাচ্চার মা আর স্কুল শিক্ষিকারাই যখন এই সিরিয়ালে আসক্ত তখন আর কি হবে!
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
280437
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : তবুও তো সচেতনতা জাগাতে হবে! তাই নয় কি? Happy
338923
৩১ আগস্ট ২০১৫ রাত ১০:২৩
আবু জান্নাত লিখেছেন : চেতনায় আঘাত দিবেন না কইলাম, এই যাতির বা'র স্বপন। বেশি কিছু কইলে চাকরি চলে যাবে।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
280439
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হহাহা গেলে যাবে!
338962
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন : কে দেখবে এসব।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
280440
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : সেটাই......।।
338980
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:২৯
আওণ রাহ'বার লিখেছেন : চাই সচেতনতা! অনেক ধন্যবাদ
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
280441
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই! ভাল থাকবেন!
339012
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৮
হতভাগা লিখেছেন : বাচ্চারা তো অবুঝ । ছাত্রের মায়েরা ও টিচাররাও তো কম যায় না ।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
280442
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু বাচ্চার পরিবার থেকে কেন এধরনের খাতা কিনে দেয়া হচ্ছে সেটাই প্রশ্ন আর অন্যদের (শিক্ষক) কথা জানি না... আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৯
280454
হতভাগা লিখেছেন : বিটকেল , কটকটি , কিরনমালা .... ভালই চেষ্টা করতেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File