নারীর শরীরের কাটা-ছেড়া কয়টা পুরুষ বোঝে...?

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৬ আগস্ট, ২০১৫, ০২:৫৯:৪৩ দুপুর

> আহা পুরুষ বোঝে না সেই শরীরে কত যন্ত্রনা হয়!

> একটা মেয়ে আর একটা মেয়ের যন্ত্রনার মধ্য দিয়ে জন্ম নেয় (ছেলেও তাই) ! এরপর জন্মের পর একটু বড় হলেই সেই মেয়ের কান/ নাক ফুটানোর যন্ত্রনা সহ্য করতে হয়! এরপর একটু বড় হলেই শুরু হয় প্রতি মাসের জন্য পিরিয়ড নামক এক যন্ত্রণা ! আর একটু বড় হয়... তখন বিয়ের রাতের সতিচ্ছেদের যন্ত্রনা! এরপর শুরু হয় ৯ মাসের বাচ্চা পেটে ধরে রাখার যন্ত্রনা, তখন থেকেই যন্ত্রনা বেশি শুরু! যদি

মিসক্যারিজ হয়, যদি ডিএমসি করতে হয়, যদি বাচ্চা নরমালে হয়, সিজারে হয়... সব কিছুতেই চলে কাটা- ছেড়ার যন্ত্রনা! বুঝতে কি পারে একটা পুরুষ সে সময়ের একটা মেয়ের যন্ত্রনাগুলো? পারে না! যদি মেয়ে বাচ্চা হয় চলে ছেলের জন্য বারবার বাচ্চা নেয়ার যন্ত্রনা! সেই মেয়েটার শরীর চলুক বা না চলুক, কে শোনে কার কথা? ছেলে আমার চাই! যদি সন্তান না হয় তারও যন্ত্রনা, যদি স্বামী বাচ্চা না চায় আর এসে যায় ভুল করে তখন সে বাচ্চা ফেলে দেয়ার জন্য যন্ত্রনা সইতে হয় একটা মেয়েকে! বোঝে একটা পুরুষ কি যন্ত্রনা হয় অই শরীরে? এরপর গর্ভ নিরোধক ব্যাবস্থায় পিল খেলে, কিংবা অন্য কোন পদ্ধতি গ্রহন করলেও চলে অই শরীরটাতে যন্ত্রনা! এরপর আসে বয়সকালে মেনাপোজকালীন যন্ত্রনা!

>> আহ্‌! নারী! কত যন্ত্রনা সয়ে চলে... তবু অত্যাচারিত হয়... ! তবু যতটুকু সহানুভূতি / সহযোগিতা দরকার তা না পায় পুরুষের কাছে না মেয়েদের কাছে! (কারন কিছু ক্ষেত্রে শাশুড়ী নামক মহিলাও নিজে মেয়ে হয়েও অন্যের মেয়ের ঐসময়ের যন্ত্রনা বুঝতে চায় না)

*** আপাতত আমাদের পূর্ণ সহযোগিতা সত্ত্বেও সেজ আম্মুর (চাচী) কষ্ট সহ্য করতে পারছি না! উনি অনেক অসুস্থ!

বিষয়: বিবিধ

৩০১০ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334105
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩২
আবু জান্নাত লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
উহ! এত কষ্টের মধ্যে থেকেও ন্যয্য অধিকার না চেয়ে সমঅধিকারের আন্দোলন করে..............
এই জাতির ভাগ্যে সুখ আসবে কোত্থেকে?
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৫
276270
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ওয়ালায়কুম সালাম! কি করে চাইবে... ? চাওয়ার মত পথ কি এই সমাজ রেখেছে?
334109
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমার ফুফু বলতেন,
এখনকার মেয়েরা তো জান্নাতেই আছে, তবু নালিশের শেষ নেই!

আমরা এতসব কষ্ট নিয়েই ঢেঁকি যাঁতা কৃষি গরু-ছাগল সব সামাল দিয়েছি, অভিযোগ করিনি!!

আসলএ সুখ হলো মনে, সবাইকে আপন ভাবতে পারাতে! মেনে নিলেই আনন্দ, কষ্ট মনে করলেই কষ্ট!! পুরুষেও কি কম করে!!¬


ভুল বুঝবেন না যেন!!

মেয়েদের কষ্টের স্তরগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন,
জাযাকিল্লাহ
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৫
276271
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ভাই পুরুষ কে এসব কাটা-ছেড়ার মধ্য দিয়ে যেতে হয় না এক সুন্নত ছাড়া! আগে বুঝে দেখুন আসলেই কি বোঝাতে চেয়েছি?
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৫
276288
আবু সাইফ লিখেছেন : হয়তো বুঝেছি, হয়তো নয়-
কিন্তু বিভিন্ন যন্ত্রনা ও কাটাছেঁড়ার অবস্থাগুলোর সাথে পুরুষের সম্পর্কটা বুঝিনি!!


প্রবাসী মজুমদার এর মত বলতে পারি নিজের কথাও, বলবোনা!


যে কষ্টগুলোর ভাগ নেয়ার কোন সিস্টেমই রাখেননি আমাদের স্রষ্টা, সেগুলোতে কী-ই বা করার থাকে?


দায়িত্ব-সচেতন দম্পতি পরস্পরের জন্য যা করে থাকেন তা কোন আইন বিধি দিয়ে বিচার করা অসম্ভব!

334114
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৪
ইবনে আহমাদ লিখেছেন : সমাজটা কি!
পূরুষ নিয়ন্ত্রিত!
নারী নিয়ন্ত্রিত!
==========
আপন ঘরের প্রিয়তমার কষ্টগুলো বুঝে না। এমন পূরুষের সংখ্যা কত!
=========
আবার সেই প্রিয়তমার আচরণ যদি হয় বিপরীত - তখন কি হয়।
আপনাকে ধন্যবাদ। সুন্দর করে পর্যায়গুলো তুলে এনেছেন।
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৬
276273
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : প্রথম অংশে যা বলেছেন সেটা আলাদা একটা ব্যাপার! আর দ্বিতীয় অংশে একটু বুঝেছেন বলে ধন্যবাদ !
334115
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৫
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : এ সব কস্টের মাঝেও একটা আনন্দ থাকে ,যা প্রতিটা নারী উপলব্দি করে ।
বাকি নারীরা শুধু কষ্ট ভোগ করে আর পুরুষদের বুঝি কোন কস্ট হয় না???
আহ্ ।সবাই স্বার্থপর!!
একজন পুরুষযে প্রতিটি কস্টের বোঝা মাথায় নিতে হয় ,তাকি কখনও ভেবেছেন?
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৬
276274
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : উহু একজন মা হওয়া এই কষ্টটা তাকে আনন্দ দেয়, কিন্তু বাকিগুলা তাকে মেনে নিতে হয় উপায় নেই বলে! আর পুরুষের কষ্টর সাথে এই কষ্ট আকাশ-পাতালের পার্থক্য ভাই!
334117
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১০
বাকপ্রবাস লিখেছেন : পর্যবেক্ষণ মন বরে নারী বুঝেনা নারীর যন্ত্রনা, ঘরের বউ এর যন্ত্রনা বুঝেনা ননদ শ্বাশুড়ী, ওরা ওদের মতো করে সমাধান চায়, বউ যখন শ্বাশুড়ী হয় তখন সেও বদলে যায়, ননদ থাকা কালিন যেমন বুঝেনা ভাবির অবস্থান
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৬
276275
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু সে কথাও বলেছি নিচের অংশে!
০৬ আগস্ট ২০১৫ রাত ১০:১৩
276313
বাকপ্রবাস লিখেছেন : আরো চিন্তা ব্যাপার হলে অনেক বিষয় আমরা নারী পুরুষ উভয়ে শিক্ষার প্রভাব রাখিনা এই ক্ষেত্রে, আমরা লিখা পড়া করলাম, শিক্ষিত হলাম তবুও আমরা এসব অনেক বিষয় নিরক্ষর এর পরিচয় দিযে থাকি। কেউ বুঝতে চাইনা বাস্তবতা আর ধর্ম, গতভাধা আচরণ করতে থাকি আগের প্রজন্ম এর মতো করে।
০৬ আগস্ট ২০১৫ রাত ১০:১৩
276314
বাকপ্রবাস লিখেছেন : আরো চিন্তা ব্যাপার হলে অনেক বিষয় আমরা নারী পুরুষ উভয়ে শিক্ষার প্রভাব রাখিনা এই ক্ষেত্রে, আমরা লিখা পড়া করলাম, শিক্ষিত হলাম তবুও আমরা এসব অনেক বিষয় নিরক্ষর এর পরিচয় দিযে থাকি। কেউ বুঝতে চাইনা বাস্তবতা আর ধর্ম, গতভাধা আচরণ করতে থাকি আগের প্রজন্ম এর মতো করে।
334119
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১৫
অনেক পথ বাকি লিখেছেন : আহারে বোঝে না সে বোঝে না। মা'দের কষ্ট বোঝার জন্য ইউটিউবে আজ একটা নারীর নরম্যাল ডেলিভারির ভিডিও দেখলাম। চোখে পানি চলে আসলো। কত কষ্ট করে বাচ্চা জন্ম দিচ্ছে। আহারে Sad Sad
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৬
276276
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ বোঝার জন্য!
334130
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১০
স্বপন২ লিখেছেন : তাই তো মায়ের মূ্ল্য বাবার চেয়ে তিন গুন।
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৭
276278
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু... কিন্তু সেটা বুঝতে হবে ভাই!
334132
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৬
নান্দিনী লিখেছেন : গত ৩তারিখ আমার আপু একজন পুত্র সন্তানের মা হলো,এর কিছু পূর্ব মুহূর্তে আমি ওর কাছে ছিলাম,কিন্তু বেশিক্ষন থাকাটা সম্ভব হয় নি,ওর খুব কষ্ট হচ্ছিলো,,আমার এটা সহ্য হচ্ছিলো না
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৭
276279
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : যাক বুঝতে পেরেছেন তাহলে কিছুটা...
334148
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা সকলকে সুস্থতা দিন্
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৭
276280
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমীন !
১০
334159
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
প্রবাসী মজুমদার লিখেছেন : নদীর এপাড় কহে ছাড়িয়া নি:শ্বাস
ওপাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস।

বিয়ে করার পর নারী পুরুষ দুয়ের ব্যবধানটা এখন বুঝতে পারি। কারন নদীর দুকুল পাড়ি দিয়েছি বলে।

নারীদের এসব দায়ীত্ব দেয়ার কারণেই আল্লাহ বলেছে মায়ের পায়ের নীচে সন্তানের জান্নাত। রাসুল সা নারীরর প্রতি সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের নারী পাগল পুরুষরা তিন তিনটা নারীকে সিরিয়ালে রেখেছে ক্ষমতায় বসানোর জন্য। হাসিনা না হলে খালেদা। এ দু ব্যর্থ হলে ১১ নং প্লেয়ার রুশন প্রস্ততু। আর কি চাই? হাহাহা..

প্রত্যোক পরিবার যদি তার সন্তান, মা, স্ত্রী সবাইকে মর্যাদা দেয় তাহলে সমস্যা থাকেনা।

বিয়ে করে দু দটি সন্তান সিজার হ্ওয়াতে তৃতীয় সন্তান চাইনি। কাছ থেকে দেখেছি বউয়ের কষ্ট। তাই যে যেখানে যে নারীকে অত্যারচার করেছে, সেে তার জন্য দায়ী। সবাই নয়।

যাইহোক, আমার বউয়ের বিচারে আমি শ্রেষ্ঠ স্বামী। তাই আমি আপনার এ পোষ্টের কথিত ব্যক্তি নয়। আলহামদুলিল্লাহ.....। বিয়ের ইন্টাভিউ পড়লে বুঝতে পারবেন।


এক্ষেত্রে নারীদেরও কিছু দায়ীত্ব আছে। সমাজের কিছু দায়ীত্ব আছে। স্বামীর অনেক দায়ীত্ব আছে। কিন্তু দু:খজনক হলো সমাজে শান্তি প্রতিষ্ঠায় নারী পুরুষের প্রতি সম্মান দেখানোর জন্য যে যোগ্যতা, বিবেক দরকার, একটি শিক্ষিতদের ও নেই। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় যারা ইসলামের বিপরীত সভ্যতা প্রতিষ্ঠা করতে চায়, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ অসভ্য লুইচ্চা। এদের নেতৃত্বেই আজ পহেলা বৈশাখের নামে রাজধানীতে নারী বিবস্র হয়।
তবু্ও নারীরা দল বেধে ওসবশ শৃগালের কন্টে কন্ঠ মিলিয়ে গাওয়ার জন্য মরিয়া। অতি লোভী নারীদের কারনেই ঢাকা সহ সারা দেশ পাপে নিমজ্জিত।

সব মিলিয়ে অন্যার উপর দোষ না চাপিয়ে বিবেক জাগ্রত করা খুব প্রয়োজন। আর সে কাজটি শুরু করার জন্য আপনাকে ধন্যবাদ।
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৭
276281
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বুঝলাম এবং ভাবীর কাছে আপনার মূল্যায়ন ভাল লাগল !
১১
334164
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
ফরিদুল ইসলাম তুষার লিখেছেন : ভাল লাগলো
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৮
276282
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ! ভাল থাকবেন!

১২
334168
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:১১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বাস্তবসম্মত লেখা। ধন্যবাদ .. নারীদের সম্মান করি এবং করেই যাবো।
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৮
276283
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ! ভাল থাকবেন!

Happy
১৩
334221
০৭ আগস্ট ২০১৫ রাত ০১:৪০
আব্দুল গাফফার লিখেছেন : ছেলেদের জন্য যুদ্ধ মেয়েদের জন্য মাতৃত্ব
১৪
334445
০৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:০২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই কারনেই মায়ের পায়ের নিচে সনতানের বেহেসত। ইসলাম তো পুরুষের চেয়ে নারীর মরযাদা অনেক অনেক বেশিই দিয়েছেন, আবাল নারীরা তো তা না বুঝেই সমঅধিকারের কথা বলে নিজেদেরকে আরোও খাটো করতেছে..। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File