শিশুকে আদর করুন/ তাদের আবদার রাখুন কিন্তু...

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৪ আগস্ট, ২০১৫, ০৩:০৭:০৭ দুপুর

>তাদের মাথায় তুলবেন না! একটা শিশুকে ছোটবেলা থেকেই সঠিক ভাবে গড়ে তুলুন... কয়েকটি ঘটনার কথা বলছি- এসব শিশুকে বিগড়ে দেয় বৈকি - !

>> ঘটনা -১- আমার পরিচিত এক চাচী! তার ১ বছর ২ মাস বয়সের বাচ্চা আধো আধো কথা বলা শিখেছে কিন্তু অবাক করা ব্যাপার হল- সেই বাচ্চা কোথা থেকে যে “বাল” কথাটা শিখেছে তা কেউ জানে না, এই বাচ্চাটার সাথে কেউ কথা বললে, দুষ্টামি করলে কিংবা আনমনে বাচ্চাটা হুট-হাট “বাল” বলে! আশ্চর্যের বিষয় হল- এই বিষয়ে সেই চাচীকে অনেকেই সাবধান করে দিলেও তিনি তার বাচ্চা বলে শাসন করেন না কিংবা বাচ্চা যে এটা বলছে এবং এই কথাটা শিখে ফেলছে এব্যাপারে তাকে যে কিছু করতে হবে এই চিন্তা তার মধ্যে দেখিনা! তিনি বলেন ও তো মাসুম বাচ্চা, ওকে কি বলবো ? সত্যি অবাক হতে হয়! এখন থেকেই যদি এই বাচ্চাকে বুঝিয়ে বা ধমক দিয়ে এই কথাটা বলা ছাড়ানো না যায় তাহলে কি আদৌ এই বাচ্চাটা সঠিক পথে যাবে?

>>ঘটনা -২- পরিচিত এক মামী! তার কাছে নিজের বাচ্চা এতটা আদরের ছিল যে তিনি বলতেন, আমার বাচ্চা যা খেতে চাইবে , যখন-ই খেতে চাইবে আমি তা তখন-ই তাকে বানিয়ে খাওয়াবো! (স্বাভাবিক প্রত্যেক মা-ই তা চায়) এবং সত্যি সত্যি তার বাচ্চা মাঝ রাতে ঘুম ভেঙ্গে যদি পরোটা খেতে চেয়েছে তিনি বানিয়ে খাইয়েছেন, এছাড়া যখন-ই যা খেতে চেয়েছে তিনি দিয়েছেন, ফলে বাচ্চাটা ধীরে মোটা হতে হতে অসম্ভব মোটা হয়ে গিয়েছিল, বাচ্চাটা এটা আমাকে দিতেই হবে এই জেদটা নিজের মধ্যে গড়ে তুলেছিল, ফলাফল এখন সেই বাচ্চা আউট অফ কন্ট্রোল ! কাজটা কি তিনি ভাল করেছিলেন? >ঘটনা -৩- পটুয়াখালী থাকাকালীন একদিন এক আঙ্কেল/ আন্টি বেড়াতে আসেন তাদের ৩ বছরের বাচ্চাকে নিয়ে! সে সময় আমার মামনী/ বাপি অফিসে ছিলেন! কিছুক্ষনের মধ্যেই সেই বাচ্চা আমাদের তালাবদ্ধ শোকেসের মধ্যে থাকা একটা খেলনার জন্য অইরকম কান্নাকাটি শুরু করেন এবং আঙ্কেল তার বাচ্চাকে না বুঝিয়ে, শাসন না করে, (মানে অন্যের বাসার জিনিস যে ধরতে হয় না ) উলটো আমাকে চাপ দিতে থাকেন শোকেস খুলে সেই খেলনা তাকে বের করে দিতে!! আমি যে তাকে এতবার বলছি- চাবি নেই আমার কাছে এরপর ও জেদাজেদি করেছিলেন তিনি! এইটা কি তার ঠিক হয়েছিল? এরপর সেই বাচ্চা যেখানেই যেত সেখানেই যা দেখত তাই নিতে চাইত!!

>>> বাবা- মা-ই যদি সন্তানকে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই শিক্ষাটা ছোট্ট বেলা থেকেই না দেন তাহলে সেই শিশুটা কি শিখবে...? বলতে পারেন? ইদানিং কালের অনেক বাবা- মা’কে দেখি এরকম! করছে করুক ছোট বাচ্চা এই মনোভাব! আসলেই কি আপনারা ঠিক কাজ করছেন? ভেবে দেখুন একবার!

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333613
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২২
হতভাগা লিখেছেন : ছোটকাল থেকেই বাচ্চাদের সঠিক আচার ব্যবহার শেখানো উচিত , পরিনত বয়সে সেটা কঠিন ।

কাঁচায় না নোয়ালে বাঁশ
পাঁকলে করে ঠাস ঠাস


(আপনার পোস্টে না ঢুকেই বাইরে থেকে পড়া যায়)
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫২
275965
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু সেটাই ভাই! Happy
333614
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রিয় বোন আপনার লেখাটির জন্য প্রথম. পাতা থেকে আরো তিনটি লেখা দ্বিতীয় পাতায় চলে গেছে প্লিজ স্বাভাবিক নিয়মে পোস্ট দিন।
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫২
275966
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনার কথা ঠিক বুঝলাম না ভাই! আমি কি নিয়ম ভেঙ্গেছি?

০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৮
275975
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার পুরা লেখাটাই দেখাচ্ছে..... বিস্তারিত পড়ার জন্য ক্লিক করে ভেতরে যেতে হচ্ছে নেহ্।
333621
০৪ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
অনেকেই আদর এর নামে বাচ্চাকে অনিয়ন্ত্রিত করে তুলেন আবার অনেকে শাসন এর নামে বাচ্চা কে করে ফেলেন ব্যাক্তিত্বহিন জড়োসরো। আসলে দুইটাই পরিহার করা উচিত। বাচ্চার সামনে যদি মা বাবা গালাগালি করে তবে বাচ্চা তাই শিখবে সেটাই স্বাভাবিক।
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৩
275967
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই! সবচেয়ে বড় কথা পারিবারিক শিক্ষাটা ভাল মত দেয়া উচিৎ বাচ্চাদের! এবং এটা জরুরী আগে!
333631
০৪ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১১
কুয়েত থেকে লিখেছেন : মা বাবারা হলো সন্তানের প্রথম শিক্ষক। বাচ্ছাদের স্নেহ এবং আদর যত্নের সাথে সঠিক শিক্ষাও দিতে হবে। লেখাটি ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৩
275968
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাই! এটা অনেক বাবা- মা’ই বোঝেন না! ধন্যবাদ Happy
333633
০৪ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৩
275969
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ওয়ালায়কুম সালাম ভাই! আপনাকেও ধন্যবাদ ! ভাল থাকবেন!

Happy
333660
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এই ফাঁকে আমার বাচ্চাদের জন্য দোয়া চাইছি সবার কাছে..আসলে বাচ্চা লালন-পালন অত্যন্ত কঠিন দায়িত্ব, কঠিন কাজ। শিক্ষণীয় পোস্টটির জন্য ধন্যবাদ..
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৩
275970
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অবশ্যই করছি ভাই! ভাল থাকবেন বাচ্চাদের নিয়ে! Happy
333664
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
আবু জারীর লিখেছেন : যাথার্থই বলেছেন।
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৩
275971
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই! ভাল থাকবেন! Happy
333673
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
তবুওআশাবা্দী লিখেছেন : ভালো লাগলো | অনেক ধন্যবাদ |
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৪
275972
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই! ভাল থাকবেন!
333692
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:২২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
যথার্থ বলেছেন, ছোটকাল থেকে বাচ্চাদের সঠিক পথে না রাখলে বড় হলে আর পারা যায় না। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৪
275973
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই! ভাল থাকবেন! Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File