আহা আহা ! কি ভালোবাসা ! কি দেশপ্রেম গো... আহাআহা!
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০২ ডিসেম্বর, ২০১৪, ০২:৫১:৫৪ দুপুর
বিজয়ের মাস এসে গেছে পোলাপান থেকে শুরু করে বড়পানদের সকলে খেজুরের গাছের মত হয়ে গেছে... ফেবুতে এক একজনের প্রো পিক চ্যাঞ্জ আর কভার ফটো থেকে দেশের প্রতি বিজয়ের মাসের প্রতি চুইয়ে চুইয়ে ভালোবাসা না বালুরবাসা কে জানে তা উপচে উপচে পড়ছে... আহা আহা ! কি ভালোবাসা ! কি দেশপ্রেম গো... আহাআহা!
>যে দেশে প্রতিদিন পতাকার লালের মত চলে রক্তের হোলি খেলা...
সে দেশে সবুজের প্রতি মানুষ করে রোজ কত অবহেলা... !
জটিল অঙ্কে চলছে ভাই এদেশের রাজনীতি
কমছে না তো -তাই তো দেশের কোন দুর্নীতি!
বেপরোয়া বখাটেদের রুখবে বল কে?
রুখতে গেলেই মরণ দেয় তারা যে সবাইকে!
সোনা চোরাচালানীদের অদ্ভুত যত কৌশল
আটক হয় বন্ধ হয় না- চলছেই তাদের নানা ছল !
মানব পাচারের নিরাপদ স্থান উপকুলীয় অঞ্চল
তাই না ভেবে মন থাকে সব সময়-ই চঞ্চল!
সব পরীক্ষার -ই প্রশ্নপত্র হয় এখানে ফাঁস
ভাবতে গেলেই অবাক লাগে কোন দেশেতে করছি মোরা বাস?
>> আরে বেকুবেরা নিজের থেকে দেশ বড়... দেশের থেকে না কি মানবতা বড়! তাই এই শীতকালীন খেজুরের রসের মত চুইয়ে পড়া দেশের প্রতি ভালোবাসা একটু- আধটু না দেখিয়ে নিজ নিজ জায়গা থেকে সব সময় সৎভাবে সব কাজ করে যাওয়াই তো দেশপ্রেম হতে পারে? তাই নয় কি?
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজকের মত আপনার যৌক্তিক উপস্হাপনায় একমত না হয়ে পারলাম না!
ওদের অবস্হা লুংগি-ছায়া খুলে মাথায় বাধার মত!
পাশাপাশি ঘৃনা করি সেই সব লোকদের যারা একটি উদ্দেশ্যকে
সামনে রেখে দেশের পতাকাকে ব্যাবহার করে দেশপ্রেমিকের সাইন বোর্ড ঝুলায়।
মন্তব্য করতে লগইন করুন