প্রত্যেকটি প্রাণঘাতী বাসের ঘাতক বাস চালকের ফাঁসি হওয়া উচিৎ ......
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০১ ডিসেম্বর, ২০১৪, ০৩:১২:১১ দুপুর
>>কিন্তু না! তাদের ফাঁসিও হয় না, বিচারও হয় না! হয় সামান্য কিছু জরিমানা আবার উল্টো বাস মালিক সমিতির লোকজন দেয় হরতাল, অবরোধ! আরে যার প্রান যায় অই বাসের নীচে চাপা পড়ে সে বুঝে কেমন লাগে? যার আপনজন চলে যায় অইসব বেপরোয়া বাস চালকের বেপরোয়া বাসের নীচে তারা বুঝে কি হারিয়েছে!
>>প্রত্যেকটা বাস দুর্ঘটনার জন্য ৯৯% অদক্ষ আর বেপরোয়া বাস চালক-ই দায়ী! বাকি ১% ভাঙ্গা আর খারাপ রাস্তা আর অসেচতন মানুষ দায়ী! অথচ এই ৯৯% ঘাতক চালক আরামসে মানুষ মেরে, ভর্তা করে চলে যায়! ধরার উপায় নেই, ধরলেও ৫/১০হাজার টাকা জরিমানা! আহহা! কি আইন এ দেশের! আর বাস মালিক সমতির লোকজনের উল্টো হুমকির কাছে নত হয় প্রশাসন !
>>এইসব কোন দুর্ঘটনা না... এটা হত্যা ! আর এইসব হত্যার বিচার নেই এ দেশে! আজিব দেশের আজিব কারবার!
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপু আপনার সাথে একমত পোষণ করছি বেশির ভাগ দূর্ঘটনার জন্য বাস চালকেরাই দায়ী। তবে দায়টা শুধু তাদের নয়, পরিসংখ্যানে ৯৯% বাস দায়ী দেখালেও বাস্তবতা কিন্তু তা নয়। যাত্রীদের অতী বাড়াবাড়ি কিন্তু কম দায়ী নয়। 'তাড়াতাড়ি চালাও, কচুর ড্রাইভার কচ্ছপের মত চলে, এই ডড়াইভার তোর সমস্যা কি? আগে বাড়া, অভারটেইক কর, এইরকমক বলে ড্রাইভারের মাথা জ্বালাপালা করে ফেলে।
যাত্রীদের তুলাধোনা খেয়ে নিজের আনাড়ি যোগ্যতার প্রমাণ দিতে গিয়ে ওভারটেইক করতে গিয়ে দাম করে অন্য গাড়িকে মেরে বসে। বাস আর যায় কোথায়, সব দোষ ডড়াইভারের, গণধোলাই!
আর কিছু মানুষতো রাস্তায় রীতিমত বীরত্বপনা দেখায়, গাড়ি এক হাত দূরে থাক্লেও তার সামনে দিয়েও হেটে যায়, হঠাত ব্রেক কষতে গেলে কখনো গাড়ি থামে কখনো বা বীরদর্পে হেটে যাওয়া যাত্রীটি গাড়ির নীচে চাপা পড়ে।
যাই হোক, আমার কথা হল, দোষ যদি যাত্রী এবং ড্রাইভার উভয়ের থাকে, তাহলে বিচার কেন শুধু ড্রাইভারের হবে?
সবশেষে বলব, দোষী ড্রাইভারদের সুষ্ঠু বিচার হয়না বলেই তারা আরো বেশি বেপ্রোয়া হয়, সো, সড়ক মৃত্যু কমাতে হলে অবশ্যই সকল কে বিচারের আওতায় আন তেই হবে।
আপনার কিছু কথার সাথে একমত! হু এটাই কাম্য - দোষীর সাথে হোক!
আমি জেনে খুশি এই জন্য যে আমার কিছু কথার সাথে একমত প্রকাশ করেছেন। ছোট মানুষ, বুঝি বা আর কতটুকু, একেবারে আমার মতামত কে অগ্রাজ্য করলেও অখুশি হতাম না।
দোয়া করি, ভাল থাকুন এবং সুচিন্তিতিত মতামত দিয়ে আমাদের টাসে রাখার অনুরোধ থাকল।
শুধু চালকদের দোষ দিয়েই লাভ কী!!
সংশ্লিষ্ট প্রশাসন কম দায়ী এর জন্যে!
বেচারা গবীরের পিছু সবাই নেয়!
মন্তব্য করতে লগইন করুন