কেন্দ্রীয় শহীদ মিনারে পুরুষ সবমাবেশ......।

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ৩০ নভেম্বর, ২০১৪, ০২:৪৮:৩৪ দুপুর

>>উদ্দেশ্য “ নারী নির্যাতন রোধে সামাজিক দায়িত্ব পালনের প্রত্যয়”! (খবর-ইত্তেফাক) !

>ভাল! নারী নির্যাতন রোধে নারী- পুরুষ নির্বিশেষে সমাজের শিক্ষিত বিবেকবান সকল মানুষের সামাজিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন পুরুষ সমাবেশের বক্তারা! ভাল!

>তবে কথা হল- “ সমাবেশ যেন শুধু সমাবেশ করার উদ্দেশেই না হয়, সমাবেশের মূল উদ্দেশ্যটা যেন ঠিক থাকে! সমাবেশ কইরা ঘরে গিয়া আবার বউ পিটাইয়েন না কিংবা কাজের মেয়ের সাথে কোন অন্যায় আচরন করিয়েন না কিংবা অন্য কোন মেয়েকে কৌশলে নির্যাতন করিয়েন না... এটাই প্রত্যাশা!

> আসল কথা হল- ধর্ম কিম্বা আইন কিংবা এইসব সমাবেশ, কখনোই মানসিক বিকৃতি রোধ কিংবা নারীর প্রতি সহিংসতা রোধ পুরোপুরি করতে পারে না ! পারে শুধু মানুষের সুন্দর মানসিকতা, সুস্থ বিচার ও মনুষ্যত্ববোধ ! আর এই বোধটা নারী /পুরুষ উভয়ের-ই থাকা উচিৎ ! কারন কিছু ক্ষেত্রে নারী দ্বারাই নারী নির্যাতিত হয়, যেভাবে পুরুষের দ্বারা হয়!

বিষয়: বিবিধ

৭৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289910
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
হতভাগা লিখেছেন : নারী নির্যাতন শুধু পুরুষরাই করে না , নারীরাও করে। কাজের মেয়েদেরকে নির্যাতন করে গৃহিনীরাই বেশী । খুন্তি / গরম ইস্ত্রী দিয়ে ছ্যাকা দেয় - বিভতসতায় নারীরা পুরুষদের তুলনায় কম যায় না ।


তবে নারী নির্যাতনের প্রতিবাদ করতে পুরুষরাই এগিয়ে আসে বেশী । শুধু সমাবেশ করেই ক্ষান্ত হয় না । ইভটিজারদের সাথে মারামারি করে , এমন কি মারাও যায় ।

কোন নারী কি আরেকজন নারীর প্রতি নির্যাতনে এরকম পদক্ষেপ নেয় ?

উল্টোভাবে , আমাদের সমাজে মেয়েদের সবকিছুই চাউর হয় । কিন্তু ইভ টিজিংয়ের পাশাপশি যে এডাম টিজিংও মারাত্মক হারে বেড়ে চলেছে তার খবর আসে না পত্রিকায়।

বোন দেখে তার শ্রদ্ধেয় / আদরের বড় /ছোট ভাইয়ের সাথে এবং তার মায়ের সাথে তার ভাবীর দূর্ব্যবহার । এরকম আমাদের সমাজে খুব দেখা যায় । মাকে এবং ভাইকে সবসসময়ই সে দেখে মন খারাপ করে থাকে ।

যে ভাইটি তার বোনকে বখাটেদের হাত থেকে আগলে রাখে , বখাটেদেরকে শায়েস্তা করে , মহল্লাবাসীদের নিয়ে সচেতনতা সৃষ্টি করে - সেই ভাইয়ের বোনটি কি তার ভাইয়ের এই মানসিক বিপদ থেকে (যা তার ভাবী কর্তৃক সৃষ্ট )উদ্ধার করতে এগিয়ে আসে ? বোনেরা কি তাদেরই স্বজাতি ভাবীদের এইসব অশান্তির বিপক্ষে ভাইদের জন্য সভা সমাবেশ করে ?

এই চক্র কখনও শেষ হবে না । পুরুষরা তো তবুও নিজেদের স্বজাতির বিপক্ষে রুখে দাড়ায় , নারীরা কি কখনও নিজেদের স্বজাতির বিপক্ষে দাড়ায়?

নারীদের এই দ্বৈত মুখীতাই তাদেরকে সাফার করায় হামেশা ।
290130
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:১৫
কাহাফ লিখেছেন :
নারীদের খুশী হওয়ার কথা!
ওদের কঠিন দ্বৈত ভূমিকার পরেও পুরুষরা কত সহনশীলতার পরিচয় দেয়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File