দুষ্টু বালকের ফেসবুকীও প্রেম/পিরিতি ! (চাইলে বালকে রা কিছু বলতে পারে)
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৫ নভেম্বর, ২০১৪, ১২:০২:১৩ দুপুর
ইস্যু পেলেই মারছো বসে স্ট্যাটাসে স্ট্যাটাসে
রঙ্গ তামশায় মেতে উঠছো আমার অ্যাবসেন্সে !
শাঁকচুন্নিদের সাথে তুমি, করছো কত কি শেয়ার
করছো না কেন তুমি, আমার কোন কেয়ার?
সানি/মানি/শীলা/মিলাকে উঠাচ্ছো তুমি বাইকে
আমার বেলায় কিপ্টুস তুমি, কেন একটা লাইকে?
মাইয়া দেখলেই দিচ্ছো তুমি একটা করে কমেন্ট
আমার বেলায় নেই কেন তোমার, একটুখানি রিলেন্ট! (বিগলিত হওয়া )
রাত বাড়লেই মেতে ওঠো চামেলীদের সাথে চ্যাটে
পয়সা থাকে না আমার সাথে গেলে তুমি ডেটে...!
লুতুপুতু তুমি হয়ে যাও, কটকটির সাথে মেসেজে
আমায় তুমি বসিয়ে রাখো, ঘণ্টার পর ঘন্টা প্যাসেজে!
ভালবেসে করছো তুমি একে-ওকে ট্যাগ
আমায় তুমি করলে কেন শুধু শুধু ত্যাগ ?
ভাললাগার কথায় করছো তুমি, ঊর্মিলাদের ম্যানশন
রাত-দিন আমায় তুমি, দাও কেন এত টেনশন?
ইমো দিয়ে পাঠাও তুমি, কত্ত কিসি ললনাদের ঠোঁটে
দুঃখ যত বাড়তে থাকে আমার লেখা সব নোটে !
চোখ মারো তুমি বইসা বইসা সাহারাকে অ্যাপস- এ
মান-অভিমান চলতে থাকে আমার সাথে তোমার গ্যাপস-এ !
দুদিন না দেখলে তুমি মৌকে মারো পোক
আমার প্রতি কমছে কেন তোমার সব ঝোঁক ?
চুপি চুপি বর্ষাকে তুমি, করছো কত মেইল
আমার বেলায় থাকে না কেন, তোমার কোন বেইল?
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শ্রদ্ধেয়া ঈপ্সিতা চৌধুরী আপুজ্বী!!
বরাবরের মতই সুন্দর আপনার লেখা!
সে বিষয় নয় আজ।
আপনার লেখায় ছেলে-পুরুষদের প্রতি প্রচ্ছন্ন একটা বিদ্বেষ আবার কখনো অভিমান ফুটে উঠে!
....................???
আলহামদু লিল্লাহ!ক্লিয়ার করার জন্যে আবারও ধন্যবাদ ও শুভ কামনা!
অনেক অনেক ভাল থাকুক শ্রদ্ধেয়-প্রিয় বোনেরা আমার!
অনেক অনেক শুভকামনা রইলো।
০ আপনি মনে হয় দেখতে খুব একটা সুন্দরী + আবেদনময়ী না , তাই ছেলেটা এমন করছে ।
মন্তব্য করতে লগইন করুন