মেয়েশিশুর জন্য নিরাপদ শহরের আগে নিরাপদ পরিবার দরকার!
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৭ অক্টোবর, ২০১৪, ০৩:১২:৩৬ দুপুর
<<দৈনিক যুগান্তরের এক গোলটেবিল বৈঠকে “ মেয়েশিশুদের জন্য নিরাপদ শহর” এর দাবী জানানো হয়! কিন্তু নিরাপদ শহরের আগে নিরাপদ পরিবার দরকার! যেখানে শিশুরা সব ধরনের বৈষম্য কাটিয়ে নিরাপদে বড় হতে পারবে!
<<অনেকেই হয়ত অস্বীকার করবে এই কথাটা যে, বেশির ভাগ শিশুই পরিবারের নিকট আত্মীয় দ্বারা নির্যাতিত বা নিপীড়িত হয়! কিন্তু আসল সত্যিটা-ই হল এটা! যেটা আমাদের জানার বাইরে থেকে যায়! এই নিয়ে এর আগেও লিখেছিলাম! তাই শিশুদের ছোটবেলা থেকেই নিজেকে রক্ষা করার কিছু কৌশল হিসেবে- জুডো-কারাত শেখানো সহ নিজের চারপাশের পরিবেশ বুঝে চলতে সহায়তা করা দরকার! সর্বোপরি একজন মেয়েশিশুর শুধু না একজন ছেলেশিশুর বয়ঃসন্ধিকালটায় বাবা-মা’র আচরণ যেন বন্ধুর মত হয়,এদিকটাও খেয়াল রাখা দরকার!
<আপনার মেয়েশিশু এবং ছেলেশিশু দুজনের-ই বেড়ে ওঠার সময়টুকুতে বিশেষ নজর রাখুন, বন্ধুর মত পাশে থাকুন! নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন!
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
সবাই তো হয় সিরিয়াল নয়তো পরচর্চা নিয়া ব্যাস্ত!!!
মন্তব্য করতে লগইন করুন