কিছু মা ভক্ত আর পরিবার ভক্ত ছেলেদের দ্বারা বউ কিংবা প্রেমিকারা সমস্যায় পড়ে যায় !

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৯ অক্টোবর, ২০১৪, ০৭:০৫:৪১ সন্ধ্যা

>হু কিছু মা ভক্ত ছেলে আছে যারা সংসার জীবনে গিয়ে মা আর বউ কে এক সাথে গুলিয়ে ফেলে! সে ছেলেগুলির এই ভক্তি অনেক সময় সংসারে অশান্তি বয়ে আনে! তার মানে এই নয় যে, আমি বলছি- মা ভক্ত হওয়া যাবে না, কিন্তু কিছু মা ভক্ত ছেলে করে কি? এরা দুটো আলাদা সত্ত্বাকে এক করে ফেলে! অথচ এরা বোঝে না- মা তো মা-ই, বউ তো বউ-ই! মায়ের জায়গা যেমন বউ নিতে পারে না, তেমনি বউ এর জায়গা মা নিতে পারে না! দুজনের আলাদা একটা অস্তিত্ব আছে! এরকম-ই কিছু মা ভক্ত ছেলে, মায়ের কথাতেই ঊঠ-বস করে, আর যদি সেই মায়ের অপছন্দ ছেলের বউ হয় তাহলে তো অবস্থা শেষ ! বলছিল- বেশ কজন আপু, পরিচিত কয়েকজন! বাবা-মা’কে ভক্তি/ শ্রদ্ধা /সম্মান অবশ্যই করতে হবে, কিন্তু মায়ের সব কথাই যে ঠিক হবে বা অন্যায় হবে না এমন ভাবাটাও মনে হয় ঠিক না! মায়ের কথা শুনে বউকে কিংবা বউ এর কথা শুনে মা’কে কিছু বলার আগে ভাল-মন্দ, সত্য/ মিথ্যা যাচাই করে নিন! আর মা’কে মা’য়ের জায়গায়, বউ কে বউ এর জায়গায় রাখুন, তাহলে দেখবেন... বেশি গ্যাঞ্জাম লাগবে না!

(এই প্রশ্নটা কয়েকজন বিবাহিত ছেলেকে করেছিলাম তারা হ্যাঁ বলেছে এবং সাথে এটাও বলেছে- বউ এর কারনে মা’র সাথে অন্যায়টা বেশি হয়! আমিও অস্বীকার করবো না তা, তবে তার বিপরীতে মা’র কারনে বউ এর সাথে অশান্তিও কম ঘটছে না! )

>আবার কিছু পরিবার ভক্ত ছেলে! যাদের পরিবারের প্রতি টান জেগে উঠে যখন প্রেম করতে গিয়ে বিয়ের কথা মেয়েরা/প্রেমিকারা বলে তখন! অথচ প্রেম করার সময় তারা পরিবারের কথা ভাবে না, একটা মেয়ের হাত ধরার আগে ভাবে না, সেই মেয়েটার হাত সে সারাজীবন ধরে রাখতে পারবে কি না, সে এটা ভাবে না- তার পরিবারে সেই মেয়েটার জায়গা সে করে দিতে পারবে কি না, পারবে কি না সমাজে তাকে নিজের বউ বলে স্থান দিতে! প্রেমের মাঝখানে যখন মেয়েটা বিয়ের কথা বলে তখন তার কাছে পরিবার মুখ্য হয়ে যায়, তখন পরিবারের হাল ধরা, পরিবাররে সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা তার থাকে না আর নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখাতে সে তখন তৎপর হয় ! ব্যস দুম করেই ছেড়ে দেয় মেয়েটার হাত... কোন কিছু চিন্তা না করে! (মুদ্রার বিপরীতে এরকমটা হয়ত হাতে গোনা কিছু মেয়ে করে থাকে) ভুক্তভুগি কিছু মেয়ের চরম দুর্ভোগ দেখে লিখলাম!

বিষয়: বিবিধ

১৫৭৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276107
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কথাটা ঠিক।
আমাদের দেশের অনেক মা ই সন্তানদের নিজের সম্পদ মনে করেন। তার আলাদা সত্ব্াকে স্বিকিৃতি দিতে চাননা।
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৬
220072
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাইয়া! সেটাই! মা এবং বউ দুজনের-ই মানিয়ে নেয়ার ক্ষমতা থাকতে হবে! আর ছেলেদের ও মা এবং বউ যে দুটো আলাদা সত্ত্বা এটা ভালভাবে উপলব্ধি করে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে, সর্বোপরি একে- অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে!

276108
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৯
নিরবে লিখেছেন : মেয়েরা সবসময়ই পরিবারভক্ত।আমার ধারনা ছেলেরা সেটা জেনেই প্রেম করে।আপনি ১০০% ঠিক বলেছেন, বউ আর মা আলাদা সম্মান,ভালোবাসা। তাই সবার এ নিয়ে সচেতন হওয়া উচিত।
বহু পরিবার এসব কারনে ভেংগে যায়।

এতো সুন্দর ও বাস্তবসম্মত পোস্টের জন্য ধন্যবাদ
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৬
220073
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাইয়া! আমি এটাই বোঝাতে চেয়েছি দুই আলাদা সত্ত্বাকে আলাদা ভাবেই সম্মান/ মর্যাদা/ শ্রদ্ধা দিতে হবে এবং বুঝতে হবে! সেই সাথে মা এবং বউ দুজনের-ই মানিয়ে নেয়ার ক্ষমতা থাকতে হবে!
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৮
220075
নিরবে লিখেছেন : আমি আপু।Tongue Tongue Tongue
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
220375
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা! সরি আপুজি!
276123
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৫
আফরা লিখেছেন : আমাদের দেশে কিছু মা ভক্ত ছেলে যেমন আছে তেমনি কিছু বউ ভক্ত ছেলেও আছে দুটো ই পরিবারের জন্য অশান্তির কারন ।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন ।
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
220376
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু অবশ্যই আপু! এবং বউ ভক্তের পরিমাণটাই মনে হয় বেশি! আমি শুধু তার বিপরীতের এই চিত্রটা যেটা এড়িয়ে যায় সবাই আমি সেটাই দেখিয়েছি!
276124
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫২
সানওয়ার লিখেছেন : বিয়ে এমন একটা ব্যাপার যেখানে সংযম আর ত্যাগের মনোভাব না থাকলে সেটা এক টুকরা আগুন ছাড়া কিছুই না। একটা মেয়ে বিয়ের পর সম্পুর্ন নতুন পরিবেশে আসে, ছেলে সহ ওই পরিবারের সবার সর্বোচ্চ ধৈর্য আর সহযগিতার মনোভাব থাকতে হবে। আবার মেয়েটিরও মনে রাখতে হবে এতদিন মা-ছেলের আলাদা এক্টা জগত ছিল যেমন, ফযর নামাযের পর হয়ত মা-ছেলে মিলে কিছুক্ষণ গল্প করে চা পান করে অথবা এই রকম ব্যাপার গুলতে মেয়েটির উচিত হবে না হঠাৎ দখল দেয়া বরং এ ক্ষেত্রে সহযগিতার মনভাব থাকলে সমপর্কগুলো খুব সহযেই সুন্দর ভাবে গড়ে উঠে।
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
220377
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু সহযোগিতা / মানিয়ে নেয়ার ক্ষমতা / এবং পরিবেশ পরিস্থিতি বুঝে সমস্যার সমাধান করলেই অনেক অশান্তি কমে যায়! কিন্তু এই মানিয়ে নেয়াটাই কেউ মেনে নিতে চায় না! সেক্ষেত্রে ছেলে/ স্বামী যদি এক পক্ষ হয় মানে বউ ভক্ত বা মা ভক্ত তাহলে তো কথাই নাই! আমি এটাই বলতে চেয়েছি!
276248
২০ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩৫
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
220378
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File