সোনা চোরাকারবারী হতে মুঞ্চায় এবং ভাবছি...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৪ অক্টোবর, ২০১৪, ০৩:২৫:২৯ দুপুর
> এই এক বছরে বিমান বন্দরে ৫০ মন সোনা আটক! আচ্ছা, এরপর এই সোনাগুলি কোথায় যায়? চোরাকারবারীর কথা না হয় বাদ-ই দিলাম!
>দুবাই ও থাইল্যান্ডে সোনার দাম কম! দুবাইতে ২২ ক্যারট এর দাম ৩৩/৩৪ হাজার টাকা আর বাংলাদেশে ৪৮/৫০ হাজার টাকা! যে কোন যাত্রী বিনা ট্যাক্সে দুইশত গ্রাম স্বর্ণ লংকার বহন করতে পারে, আর থাইল্যান্ড থেকে এই সোনা ঢাকায় এনে বিক্রি করলে প্রায় ১৪ হাজার টাকা লাভ হয় এতে বিমান ভাড়া ও হোটেল খরচও না কি উঠে যায়! এই সুযোগটা না কি কাজে লাগায় অনেকে! (খবর ১২ তারিখের ইত্তেফাক)
>তাই ভাবছিলাম আর কি... এই উপায়ে থাইল্যান্ড থেকে ঘুরে আসবো না কি? সোনা আইনা ঢাকায় বেচুম, বিমান ভাড়া, হোটেল ভাড়া উইঠাই তো আসবো, সাথে সাথে দেশটাও ঘুরা হইবো রে!
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আমাদের রাবিশ মন্ত্রী সেটা ধরে ফেলেছেন। তিনি তার আশেপাশের বড় বড় রুই কাতলাদের জন্য সুবিধাজনক আইন করেছেন। আপনি চেষ্টা করতে পারেন। পারবেন না।
পারলে - আয়শাকে খবর দিবেন।
খুব ভালো চিন্তা-
পর্যটনে আয় বাড়বে
বেকার সমস্যার সমাধান কিছুটা হলেও হবে
রাজস্ব আয়ও বাড়বে
সীমান্তবাণিজ্য বাড়বে
বিজিবি-বিএসএফ সদস্যদের আয় বাড়বে
আর সোনার বাংলাদেশে সোনা তো বাড়বেই
আর দেশের পথে-ঘাটে মোড়ে মোড়ে ডেস্কে ডেস্কে সোনা-রূপার বান ডাকবে
আহ্, ভাবতেই আনন্দ লাগছে
সর্বোপরি ওপারের দাদারাও ভীষণ খুশী হবে
তাঁকে কল দেন
উনি তাফসীর করতে পারবেন
মন্তব্য করতে লগইন করুন