ছেলেদের কত্ত আরাম আর মজা... (ঈদের দিন) ! !

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৪ অক্টোবর, ২০১৪, ০১:৫৭:০১ দুপুর

>> ঈদের দিন সাত সকালে (অন্যদিন বেলা ১২টার আগে কেউ ওঠে কি না সন্দেহ আছে) ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে, পাজামা/পাঞ্জাবি পড়ে ফ্যাশুন করে মসজিদে বা ঈদ্গাহে যায়... ! এরপর নামাজ শেষে বাসায় এসে হুজুর কোরবানী করে দিয়ে যায়, কসাই মাংস কেটে-কুটে দিয়ে যায় আর সেই মাংস এনে তারা অন্দর মহলে ফেলে দেয়, এরপর আরামসে বসে পেট উঁচু করে খেয়ে, গরুর মত ঘুম নয়তো আড্ডা, ঘোরাফেরা আর ফেবু/ স্কাইপে তো আছেই...।।

>>আর মেয়েদের সেই সাত সকাল থেকে ঘর গোছাও, রান্না কর, মাংস আসলে সেটা প্রসেস কর, ফ্রিজে ঢোকাও, আবার রান্না কর, জাল দাও এরপর তো লাট সাহেবদের আবদার আছেই- কাবাব বানাও, কোপ্তা বানাও, কিমা কর, রুটি বানাও... এইটা সেইটা তারপর আছে মেহমানদারী ... রাত ১২- ১ টার আগে নিস্তার নাই... শরীর চলুক আর না চলুক সব কাজ কর!

>> তা বাপজানেরা আপনারা একটু কাজ করলে কি হয় শুনি?

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271335
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৫
কাহাফ লিখেছেন :
তা মা জননীরা............!
এই সব কাবাব-কোপ্তা-কিমা-রুটি তো আর আসমান থেকে নাযিল হয় না, এগুলোর ব্যবস্হা করেই তো ক্লান্ত ওরা। আপনারা একটু তৈরী করে খাওয়াতেও পারবেন না!
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫২
215477
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বাবাজানরা , আপনারা বুঝি কিমার মাংস, কাবাবের মাংস, কোপ্তার মাংস সব তৈরি করে দেন? এগুলো ও তো আমাদের করতে হয়! আর যদি আপনি এসব করে থাকেন তাহলে ধইন্না পাতা! এবার আপনার বাসায় সকালে এসে হাজির হবো- দেখবো আপনি কি কি করেন?
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০১
215484
কাহাফ লিখেছেন :
মা জননীরা....,
শুধু মাংস তৈরী না রান্না-বান্নার অনেক কাজেই আমরা আমাদের সহযোগীতা থাকে।
যে কোন সময় আমাদের বাসায় এসে দেকতে পারেন মা-বোনদের জন্যে আমরা কত কিছু করি!Good Luck
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
215557
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : তাহলে তো বেশ ভালই ভাইয়া! হু আসবো এই ঈদ এ না হোক কন এক ঈদ এ!
271336
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : লেখার সাথে সহমত! ভাইদের হৃদয়কর্ণে প্রবেস করলেই হলো!
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৩
215478
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ! হু ভাইজানদের কানে ঢুকবে কি না জানি না!
271337
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৭
আবু জান্নাত লিখেছেন : ইস! আপু আপনি ছেলেদের এত বড় অপমান করলেন, গরুর মত ঘুমায়? ছি‍‍‍: আপু, হয়ত আপনার জানা মতো অথবা আপনার পরিচিতরাই এমন, তাই আপনার এই ধারণা। আলহামদু লিল্লাহ আমরা এমন নই, আমাদের আত্মীয়দের মধ্যেও এমন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমরা বাড়ির পুরুষরা মিলে গরু জবাই করি, কাটি, ভাগ করে ঘরে ঘরে পৌছাই, আমাদের মা, বোন ও গিন্নিদের যথা সম্ভব সাহায্য করি, আপনার কথাগুলো পড়ে আমি অনেক Time Out Time Out Time Out পেলাম।
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৩
215479
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হহাহা! হু এটা অনেকের কাছ থেকে শোনা, তবে আমার বাপ/চাচারা এত কিছু না করলেও কিছু কাজ করে, আর এক চাচা তো নিজেই কোপ্তা/ কাবাব বানায় এবং আরো অনেক কাজ করে! ভাল লাগলো আপনাদের কথা শুনে! আমরাও মাংস সবাই মিলে কাটি, এরপর ভাগ-বিলানো সব-ই নিজেরাই করি! কষ্ট দেয়ার জন্য দুঃখিত ! এবার হাসি প্লিয!
০৫ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৮
215725
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
271350
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩০
ফেরারী মন লিখেছেন : আসলেই মেয়েদের কষ্টটা আমরা বুঝি না। আমরা পুরুষ শুধু ডোমিনেট করতে পারি। Sad
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৪
215480
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ এটুকু উপলব্ধির জন্য ভাইয়া!
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৮
215491
ফেরারী মন লিখেছেন : সেই জন্যই ভাবছি বিয়ের পর জানপাখিকে শোকেসে তুলে রাখবো যাতে শুধু দেখতে পারি। কোনো কাজই করতে দিবো না। হাতে যদি ফসকা পড়ে যায়। Love Struck Love Struck
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
215558
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আহহাহ! এত্ত দরদ যে আপনি দেখাবেন না তা প্রমান পেয়ে গেলুম!
271365
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৯
আতিক খান লিখেছেন : একটু আগে হতে শুরু করি। গরুর টাকা জোগাড় কর, হাটে যাও, গোবর আর হিসুতে মাখামাখি হয়ে ক্ষেত্রবিশেষে গরুর লাথি গুতা খেয়ে রাত বিরাতে গরু কিনে ফিরো। পথে গরুর পাগলামি,দড়ি ফেলে দৌড় তারপর ধরে বেঁধে নিয়ে আসা। এরপর গরুর ঘাস, ভুষি, লবন দিয়ে ২/৩ দিন খাওয়ানো। ছুরি/ চাপাতি ধার দেয়া, কাঁচাবাজার আর মশলাপাতি কিনে দেয়া, চাটাই / মাদুর কেনা, কসাই, হুজুর ঠিক করা, মহিলাদের নির্দেশ অনুযায়ী গরুকে টুকরা করানো। গরুর জবাই, কাটাকুটি শেষ করে পরিষ্কার করানো। আত্মীয়স্বজন আর ফকিরদের মাংস পৌঁছে দেয়া, খাওয়ানো। এইসব পরিশ্রমের নাম হল গরুর মত ঘুম। মহিলারাও প্রচুর পরিশ্রম করেন, তবে আপু একটু একতরফা লাগলো কথাগুলো। I Don't Want To See Day Dreaming Cook Good Luck
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
215559
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু আপনি যা বলেছেন এইবার তা অস্বীকার করবো না... কিন্তু এরপরের বাকি কাজগুলো ও কিন্তু মা/ বোনদের / ভাবীদের-ই সামলাতে হয় কোন প্রকার রেস্ট ছাড়া! ভাল করে একটু খেয়াল করিয়েন তো!
271367
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৩
আতিক খান লিখেছেন : বলতে ভুলে গেছি, রান্নার পর মাংস রুটি মহিলাদের সাথে একসাথে খাই কিন্তু। শুধু আমাদের জন্য রান্না হয়না। Not Listening Day Dreaming Good Luck
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
215560
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা খাওয়াতেও টোকা দিলেন!

271407
০৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আবু জান্নাত ও আতিক খান যা যা বলেছেন আমাদেরও একই রকম, তবে জবাইটাও আমরা নিজেরাই করি- হুজুর ডাকা লাগেনা!

এগুলো আসলে পারিবারিক শিক্ষা ও সংস্কৃতি এবং দায়িত্ববোধ-সহমর্মিতার ব্যাপার!

এ কষ্টগুলো সবই আপনার (এবং অধিকাংশ পরিবারে মা-বোন-ভাবীদের) নসীব!

এখন আপনার(আপনাদের) কর্তব্য হবে এ কষ্টগুলো যেন পরবর্তী প্রজন্মে পূণরাবৃত্তি না হতে পারে তার ব্যবস্থা করা!

একটি গুরুত্বপূর্ণ সমস্যা ও কষ্টের বিষয় শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ


ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying

০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
215562
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই! নসীব বলবো না! কারন ছেলেরা যদি সহযোগিতা করে তাহলে মেয়েরাও একটু রেস্ট পায়! রাত ১২/১টা পর্যন্ত যখন আপনার মা/ বোন/ ভাবী বা বউ এইসব কাজ নিয়ে বিজি থাকে তখন কি খারাপ লাগার কথা নয়? ঈদের শুভেচ্ছা আপনার জন্য ও! ভাল থাকবেন!
০৪ অক্টোবর ২০১৪ রাত ১০:০৪
215595
আবু সাইফ লিখেছেন : নসীব বলেছি তার আগের বাক্যটির জের ধরে,
এগুলো আসলে পারিবারিক শিক্ষা ও সংস্কৃতি এবং দায়িত্ববোধ-সহমর্মিতার ব্যাপার!
আলাদাভাবে বিবেচনা করা ঠিক হবেনা!


মা/ বোন/ ভাবী বা বউ এইসব কাজ নিয়ে বিজি থাকে তখন শুধু খারাপ লাগা-ই নয়, বরং তাদেরকে রেস্টে পাঠিয়ে ছেলেরা দায়িত্ব হাতে নেয়াটাই উত্তম- আমরা সেভাবেই বড় হয়েছে, এখনো তাই!!

ছেলেদের শৈশব-কৈশোরে এসব শিক্ষা দিয়ে গড়ে তোলা না হলে বয়সকালে তার থেকে যথাযথ সহযোগিতা-সহমর্মিতা আশা করলেও সেটা দূরাশা মাত্র!

একজন "মা" একটি সমাজ বদলে দিতে পারেন!
তেমন মা-ই চাই ঘরে ঘরে!! Praying Praying
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
218294
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু বুঝলাম ভাই!
271415
০৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৯
বুড়া মিয়া লিখেছেন : সার্জিক্যাল-অপারেশনের মাধ্যমে আমাদের কাতারে চলে আসুন, কত্তো আরাম আর মজায় মেতে উঠুন আপনিও ...
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
215563
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হহাহা মিয়া ভাই! এভাবে না বলে বাসায় থাকা আপনার মা/ বোন/ ভাবী বা বউ এর কথা একটু ভাবুন তো! আপনাদের এইসব কাজ এর পর রেস্ট আছে কিন্তু ওরা কি সেই রেস্ট নেয়ার সময় টুকু পায়?
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
215566
বুড়া মিয়া লিখেছেন : হ্যা, দুপুরেও ঘুমায়, রাত্রেও ঘুমায় - সবাই; কিন্তু পুরুষরা সচরাচর দুপুরে ঘমাবার চান্সই পায় না! কালে-ভদ্রে ২/৪ টা অকেশনে ২/৪ দিন একটু বেশী পরিশরমেই এতো কথা মেয়েদের? ছেলেরা কালে ভদ্রে ২/৪ দিন এরকম রেষ্ট পায়, সেটা মেয়েরা দেখেও দেখে না!
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
218293
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা মিয়া ভাই! এভাবে না বললে কিভাবে জানতাম- আপনারাও কত্ত কাজ করেন!
271471
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : টাকা যোগাড়,গরু কিনা,কয়েকদিন গরু দেখাশোনা, জবাই করা,চামড়া ছিলা,গোস্ত কাটা, এই সব কাজের কি কোন মুল্য নাই!!
এই জন্যই কয় পুরুষ মানুষ মানে হইল কলুর বলদ!!!
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
218295
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহা! মেয়েদের ও কলুর বলদী বানানো হয়! আসলে দেখলাম- আপনারা আপনাদের কাজের ফিরিস্তি কিভাবে দেন!
১০
271498
০৪ অক্টোবর ২০১৪ রাত ১০:০৩
আমিতুমিসে লিখেছেন : একটা বাকি আছে গরুরে গোসল করানো @আতিক খান
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
218298
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহা!
১১
271519
০৪ অক্টোবর ২০১৪ রাত ১১:১৯
পবিত্র লিখেছেন : আসলে সব পরিবার এমন না। আমার ভাইয়া তো আমাদের সাথে বসে মাংস কাটাকাটি করে। Happy Angel
ঈদ মোবারক আপু!

১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
218296
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু জানি! অনেকেই কাজ করে! এটা তো একটু মজা করতে বলা- আর এভাবে না বললে- ভাইদের কাজের ফিরিস্তি কি দেখতে পেতাম? কেমন আছেন?
১২
271799
০৬ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বিদেশে সবাই কাজ করে আপু, আপনি বিদেশে চলে আসেন Happy
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ও ঈদ মুবারাক। আল্লাহ আমাদের ভাল কাজগুলো গ্রহন করুন এবং আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমীন Praying
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
218297
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : জানি ভাই! দেশেও করে, আমাদের ঘরেই করে! একটু মজা করেছি, শেষের লাইনেই কিন্তু তা বোঝা যায়! অনেক ধন্যবাদ ! কেমন আছেন?
১৩
274978
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৬
প্রেসিডেন্ট লিখেছেন : কাহাফ লিখেছেন :
তা মা জননীরা............!
এই সব কাবাব-কোপ্তা-কিমা-রুটি তো আর আসমান থেকে নাযিল হয় না, এগুলোর ব্যবস্হা করেই তো ক্লান্ত ওরা। আপনারা একটু তৈরী করে খাওয়াতেও পারবেন না! Big Grin Big Grin Big Grin Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File