আহ্! সব স্বামীরা যদি এমন হত?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৮ আগস্ট, ২০১৪, ০৩:১০:৩৩ দুপুর
আহ্! সব স্বামীরা যদি এমন হত?
>> স্ত্রীর প্রতি ভালবাসার এক অনন্য নজির স্থাপন করেছেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা ডাঃ সৈয়দ আব্দুর রশিদ বাবলু ! যা এখনকার যুগে কল্পনাতেও ভাবা যায় না! ডাঃ সাহেবের স্ত্রী আজ থেকে ৩০ বছর আগে থেকে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে চলাফেরা করতে পারেন না! সেই থেকে আজ অব্ধি রশিদ সাহেব তার স্ত্রীকে সেবা দিয়ে যাচ্ছেন! স্ত্রীকে হুইল চেয়ারে বসিয়ে সব জায়গায় নিয়ে যান, যাবতীয় কাজ করে দেন! স্বামীর এই মহানুভবতায় স্ত্রী নিজেকে পরম সৌভাগ্যবতী মনে করেন! (আজকের ইত্তেফাকে) (পিচ্চিরা নীচের প্যাড়াটা পড়বে না) !
>>আমার এক বান্ধবীর স্বামী তাকে বলেছিলো- সেক্সটাই বড় কথা নয়, এই যে আমি আমার বউকে বুকে নিয়ে আছি এটাই তো অনেক বড় পাওয়া ! আহ্ ! এমন স্বামী যদি হত যারা স্ত্রীর যোনিপথে নয় তার গালের টোলে আনন্দ খুঁজে পেতো... ( দয়া করে কেউ এটা পড়ে আউল-ফাউল মন্তব্য করবেন না)
>>>এভাবেই যদি সব স্বামীরা স্ত্রীকে শুধু ভোগের আর কাজের সামগ্রী মনে না করে, নিজের জীবনের একটা অংশ, বন্ধু, এবং তারা যে একে অপরের জন্যই তৈরি এটা মনে করতো তাহলে তো সমাজে এত নারী নির্যাতন/ হত্যা / পরকীয়ার মত ঘটনাগুলি ঘটতো না!
বিষয়: বিবিধ
১৩৪১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যি অসাধারণ উক্তি । আমিও এরাম কৈরেই স্ত্রীকে ভালোবাসবো।
সমাজের অসঙ্গতি নিয়ে লিখতে অনেক সাহসের প্রয়োজন হয়। পাঠকের নানা রকম আক্রমণাত্মক প্রতিক্রিয়ার কারনে অনেক কিছু সহজে বলা যায়না। নারী ব্লগাররা অনেক সময় বিরূপ মন্তব্যের কারনে লেখা বন্ধ করেন। কিন্তু নারীরা নারীদের সমস্যা নিয়ে না লিখলে লিখবে কে? জীবনের পথচলা সব ক্ষেত্রে মসৃণ নয় যে তা সবার মনের মত হবে। এসব মাথায় রেখে যারা এগিয়ে যেতে পারে তারাই আসলে স্মার্ট। আপনি অনেক স্মার্ট লেখিকা আপু। সাহস করে লেখার জন্য ধন্যবাদ আপনাকে
এগিয়ে যান। শুভকামনা রইল
মন্তব্য করতে লগইন করুন