আজ ইয়াসমিন দিবস......।। (নারী নির্যাতন প্রতিরোধ দিবস!)

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৪ আগস্ট, ২০১৪, ০২:৪৬:৩২ দুপুর

>>হু ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরের মেয়ে ইয়াসমিনের উপর নরপশুরা যে নির্যাতন করেছিল তা আজো ভুলিনি! ভুলিনি সেই ধর্ষণ আর হত্যাকাণ্ডের পর দিনাজপুরের মানুষের এক জোট হয়ে প্রতিবাদী হয়ে ওঠার কথা! বাংলাদেশের ইতিহাসে এটাই মনে হয় ধর্ষণ / হত্যাকাণ্ডের একমাত্র দৃষ্টান্ত - যে ঘটনার জন্য জেলার সমস্ত মানুষ প্রতিবাদী হয়ে ওঠে !

>>হু সেদিন এই ইয়াসমিনের জন্য জেলার সমস্ত মানুষ প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছিলো, থানা ঘেরাও করেছিলো, কারফিউ জারি হয়েছিলো, পুলিশের গুলিতে কয়েকজন মানুষ নিহত/আহত হয়েছিলো, অবশেষে অপরাধীদের বিচার হয়েছিলো!

>>>এভাবেই যদি প্রতিটি জেলার/ এলাকার মানুষ যেকোন নারী নির্যাতন / ধর্ষণ / হত্যাকাণ্ডের প্রতিবাদে এক জোট হয়ে রাস্তায় নামে, আন্দোলন করে, তবে নিশ্চয়ই প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে, আইনের ফাঁক - ফোঁকর দিয়ে কেউ বেড়িয়ে যেতে পারবেনা!

>>একজন মানুষ/ নারী/ দিনাজপুরবাসী হিসেবে, দিনাজপুরের মানুষের এরকম একটা পদক্ষেপের জন্য আমি গর্বিত ! এবং আমিও তাদের মত হতে চাই!

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257763
২৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৩
ফেরারী মন লিখেছেন : সময় হলেই বাংলার মানুষ জাগে এবং জাগবে।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১৭
201507
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : এখনো কি সময় হয়নি বাংলার মানুষের জেগে ওঠার ?
257790
২৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৪
হতভাগা লিখেছেন : মানিকের সেন্চুরির কথা মনে আছে ? সেটা ১৯৯৮ এ পালিত হয়েছিল তার ইউনিতে বেশ জমপেশ করে । কি করেছিল নারীরা সেই সময়ে যেখানে ইয়াসমিনের ঘটনা ছিল তারও ৩ বছর আগের ঘটনা ? ইয়াসমিনের ঘটনায় এতটা উত্তাল জনগন কেন মানিকের ব্যাপারে নমনীয় ছিল ? না হলে পরিমল , পান্না মাস্টাররা সেন্চুরি কেন , রানও করার সুযোগ পেত না ।

গত ২ যুগ ধরে নারীরাই তো পাওয়ারে । কি লাভ হয়েছে এতে নারীদের ? নারী নির্যাতন ভিন্ন মাত্রা পেয়েছে এই সময়ে ।

কেন এমন হচ্ছে ? নারীরা ক্ষমতায় থাকা সত্ত্বেও নারীদের লান্চনা আজও কেন বেড়েই চলেছে ?
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:১৮
201509
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমি শুধু দিনাজপুরের মানুষের দিনাজপুরে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার কথা এবং এর প্রেক্ষিতে এখানকার মানুষের এক জোট হয়ে প্রতিবাদের কথা বলেছি, আর এটাই বলতে চেয়েছি, এভাবে যদি প্রতিটি জায়গায় ঘটে যাওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে সেইসব জায়গার মানুষেরা আগে জেগে ওঠে... সাথে অন্যরাও জেগে ওঠে তবে হয়তো অনেক কিছুই সম্ভব হবে, যেটা দিনাজপুরের মানুষেরা করে দেখিয়েছে! সেদিন শুধু নারীরা না সমস্ত শহরের মানুষ জেগে ঊঠেছিলো!
হু... এটাই প্রশ্ন দেশের ৩- ৩ জন নারী মুখ্য পদে থাকা সত্ত্বেও কেন তারা নারীদের জন্য কিছু করতে পারছে না, কেন নারী নির্যাতন কমছে না?
257884
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:০৭
বুড়া মিয়া লিখেছেন : সামাজিকভাবে মানুষগুলো এতোটাই শৃঙ্খলিত যে, একটা ঘটনা ঘটে গেলে কেউ যে বেরিয়ে আসবে প্রতিবাদে – সে সুযোগটাও তাদের নেই! এছাড়াও এসব বিষয়ের জন্যও আমাদের সমাজব্যবস্থা দায়ী! পরিবর্তনের কোন লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না – তবে অবশ্যই আশাবাদী।

চিরির বন্দরে বিয়ে খাইতে গিয়ে ঐ পথে দিনাজপুরের অল্প একটু দেখেছিলাম, বেশ সুন্দর – দৃষ্টিসীমার পুরাটাই সবুজ ধানক্ষেত!
২৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৩০
202169
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু মিয়া ভাই পরিবর্তনের কোন লক্ষন নেই তবে আমরা আশাবাদী! কিন্তু সেই আশা কবে পূরণ হবে কেউ জানে না... ! আবার কখনো এদিকে আসলে দিনাজপুরে মার বাসায় বেড়িয়ে যাবেন! আমন্ত্রন রইল!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File