বিনোদনের জন্য মানুষ তাহলে যাবে কোথায়?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২১ আগস্ট, ২০১৪, ০৮:৩০:৪৭ রাত
>>মফঃস্বল শহরগুলোতে বিনোদনের জায়গা বলতে আছে- শিশু পার্ক/ মিনি চিড়িয়াখানা/ নদীর পাড়/ ব্রিজ এইসব...।! কিন্তু বেশিরভাগ জায়গার-ই পরিবেশ খারাপ! এ নিয়ে কতৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনির কোন উদ্যোগ চোখে পরে না! রংপুরে থাকাকালীন রংপুরের পার্ক/ চিড়িখানা নিয়ে বহু আগেই লিখেছিলাম ইত্তেফাকের পাতায়! দিনাজপুরেও এক-ই অবস্থা দেখি! এইসব পার্কে দিনে -দুপুরে অনৈতিক কর্মকাণ্ড চলে! বিনোদনের জন্য মানুষ সেসব জায়গায় যেতে ভয় পায় আবার গেলেও হয়রানির শিকার হয়!
>>৩/৪দিন আগে পেপারে (ইত্তেফাক) পড়েছি (জায়গাটার নাম মনে নেই) এক নব দম্পতি সেই জায়গার পার্কে বেড়াতে গেছে, এক জায়গায় বসে তারা গল্প করছে, এর-ই মধ্যে ৪/৫ জন বখাটে এসে তাদের মোবাইল ফোন/ টাকা কেড়ে নেয়, ছেলেটার সাথে মেয়েটাকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করছে এমন কিছু ভিডিও করে, ছবি তুলে, এবং মোবাইলের মাধ্যমে অনেককে তা দেয়, নেটে ছাড়ে, পরে ছেলেটার কাছ থেকে আরো টাকা নেয় এবং মেয়েটার বাসায় গিয়ে ভিডিও দিখিয়ে ব্লাকমেইল করতে থাকে, পরে মেয়েটি থানায় কমপ্লেইন করে কিন্তু মেয়েটির হবু বর সেই থেকে মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করে!
>> এইসব জায়গার নিরাপত্তা যদি নাই-ই থাকবে তাহলে সেসব জায়গা বন্ধ করে দেয়াই উচিৎ বলে মনে করি! কিন্তু কতৃপক্ষ উদাসীন!
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ের পর শ্বশুর বাড়িতে যেয়ে বিনোদন হবে।
“নব দম্পতির” আবার “হবু বর” থাকে কেমনে? ........ স্ববিরোধী হয়েগেলো না কথাটা?
আর এখানে “ছেলেটি” বলতে কাকে বুঝিয়েছেন?
২/ নতুন বরের জায়গায় হবু বর কথাটা ভুলক্রমে এসেছিল- সে জন্য দুঃখিত !
৩/ কারো লেখা পড়ে তা বানানো আপনি তখন-ই বলতে পারেন যখন সেটা বানানো বলে আপনার কাছে প্রমান থাকবে! আমি যেহেতু ইত্তফাকের রেফারেন্স দিয়েছিলাম, সেহেতু আপনার বোঝা উচিত ছিল- নিউজটা আমার বানানো নয়!
৪/ একটা ব্যাপার কি জানেন - এখানে এই ব্লগে আপনারা অনেকেই, একটু অন্যরকম ! এটা একটা নাগরিক ভাবনা ছিল- আপনার কমেন্টটা হতে হত- এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করা কিংবা কি করলে সমাধান হবে সে ব্যাপারে মতামত দেয়া কিন্তু তা না করে উল্টো আমাকেই বানানো নিউজের অধিকারী বানিয়েছেন! অথচ উপরে দেখেন- অন্যদের কমেন্ট- যারা নাগরিক ভাবনা থেকেই বিষয়টা উপলব্ধি করেছেন!
৫/ আশা রাখছি- এবার আপনি আপনার সুচিন্তিত মতামত দিয়ে যাবেন! ধন্যবাদ !
মন্তব্য করতে লগইন করুন