ঈদ রঙ্গ!

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৬ জুলাই, ২০১৪, ০৩:২১:৪০ দুপুর

ঈদ রঙ্গ!

## অ্যাই তুই কোন পাখি রে...?

>>পাড়ার সব ছুকড়িদের (মেয়ে) ডেকে জিজ্ঞেস করেছিলাম, অ্যাই কে কোন পাখি বল? সবাই মুখ বেকিয়ে বলেছিল - কোন পাখি মানে কি? বললাম- খালি পাখি পাখি কইরা সবাই নাচতেছো-- আর পাখির নাম জানো না...কে কোন পাখি এইটাও জানো না...কেমন কথা? সবার উত্তর জানি না!

>>এইবার এক একজন ছুকড়িকে বললাম- অই তুই ঈগল, তুই টিয়া, তুই ময়না, তুই চিল আর তুই কাউয়া পাখি! এইবার আর যায় কই- যাদের বলছি- চিল আর কাউয়া পাখি, সব গুলা তুমি কোন পাখি দেখা যাবে ঈদের দিন এই বইলা ভেংচি!

>>বললাম- আমি পাখির ওল্ড ভার্শন খুশি! আর জানোই তো- ওল্ড ইস গোল্ড ! সো...

## দাম বাড়ানোর গল্পে...কে কে আছেন হাত তুলেন...?

>> আমাদের কিছু স্বভাব আছে- মানে বাঙালির, ১ কে ১০ বানানো, ১০ কে ১০০ বানানো, ১০০ কে ১০০০ বানানো! এই যেমন ধরেন- ঈদের জামা/ পাঞ্জাবি কেউ কিনলো- ১২০০/ টাকায় এরপর শুরু হবে দাম বাড়ানোর গল্প-

- পাড়া-প্রতিবেশীর কাছে- সেই দাম ২৫০০/-

- কাজিনদের কাছে- ৩২০০/-

- বন্ধু-বান্ধবীর কাছে- ৩৯৯৫/-

- জিএফ/বিএফ এর কাছে- ৪৫০০/-

- এরপর এফবিতে- মাত্র ৫৯০০/- !

>>এইবার হাত তুলেন কে কে এই দাম বাড়ানোর গল্পে আছেন,

কে কেমন দামে এবারের ঈদের শপিং করেছেন?

##আপি জি পার্লারে চললা না কি... ? !

(ছেলেরাও পার্লারে যায় এন বাসায় ঘষা -মাজা করে!) !

>>বদমাশ বিচ্ছুগুলার চোখ মেরে ডায়লগ! একটু কাজে বাইরে যাচ্ছিলাম, বারান্দায় বসে সব কাজিনগুলা গ্যাজাচ্ছিল- তার মধ্যে থাকা ছোকরা কাজিনগুলি হৈ হৈ করে বলে উঠলো-

আপি জি পার্লারে চললা না কি- এখুনি চুনকাম আর প্লাস্টার করতে? না কি আর কি কি সব আছে - অই জন্য? !

>>বললাম- বান্দররেরা, তোরা যে কালকেই জেন্টস পার্লার থেকে ঢুঁ মেরে এসেছিস, সেটা বুঝি আমরা জানি না ...হু? আর আমাদের কাছ থেকে যে, ফেশওয়াশ, ফেসিয়াল ক্রিম নিয়ে গিয়ে গালে ঘষা - মাজা করছিস সেটা কে বলে রে শুনি? !

>>> ঈদের আগে পার্লারে কিংবা বাসায় ঘষা - মাজা শুধু মেয়েরাই করে না, ছেলেরাও পার্লারে যায় এন বাসায় ঘষা -মাজা করে! এইবার হাত তুলেন কে কে পার্লারে গিয়েছেন, কে কে বাসাতেই ঘষা -মাজা করছেন? !

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248381
২৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৪
দিশারি লিখেছেন : হুম, ছেলেরাও করে তবে আপুদের মত নাহ... Talk to the hand
আর যদি আপুদের মত করতোই তাহলে তো বাংলাদেশে ময়দার আকাল পড়তো।। Rolling on the Floor Unlucky Give Up
২৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৮
192854
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহাহহহাআ! যাক ভাই স্বীকার তাহলে করলেন!?! হু আমিও স্বীকার করছি- যদি ছেলেরা মেয়েদের মত ময়দা ব্যবহার করত, তাহলে দেশে ময়দার আকাল-ই পড়ে যেত!হাহহা! Applause
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:০৪
193922
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : দিশারী, বুঝলাম না যে ভাই...? মানে কি?
248383
২৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫০
নীল জোছনা লিখেছেন : ;Winking ;Winking Thumbs Up Thumbs Up
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
192946
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহহা! Love Struck
248463
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২১
বুড়া মিয়া লিখেছেন : আমাদের এক ব্লগার ভাইয়ের রেসিপিতে এখন মধু-লেবু-গরম-পানি দিয়ে উপরে বাদ দিয়ে এখন ভেতরে চর্বি ঘষা মাজা চলছে; দেখা যাক কি হয়!
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
192947
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : চর্বি ঘষা ভাইয়া? এইটা কেমন? phbbbbt
২৬ জুলাই ২০১৪ রাত ০৮:০৫
192948
বুড়া মিয়া লিখেছেন : মানে পেটের চর্বি কাটাতে নাকি ঐ ফর্মুলা কাজ করবে!

আগে আমার ছিল ৪০, অনেক কষ্ট করে সেটা এখন ৩৪; তাই এখন কষ্টমুক্ত ঐ ফর্মূলায় দেখি ৩৪ থেকে আরও কমে কি-না!

আপনারও চর্বি থাকলে এ্যাকশনে নেমে পড়তে পারেন!
তাতে করে সাম্পোল-সাইজ বেড়ে যুক্তিযুক্ত সিদ্ধান্তে উপনীত হতে পারবো আমরা ফর্মূলার ব্যাপারে।
২৬ জুলাই ২০১৪ রাত ১০:১৫
192978
বৃত্তের বাইরে লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
248516
২৬ জুলাই ২০১৪ রাত ১০:১৫
বৃত্তের বাইরে লিখেছেন : যাক কেউ একজন স্বীকার করলো ছেলেরাও ঘষা মাজা করে! আমার এক বান্ধবীর কাছে শুনেছি ছেলেরাও আজকাল ভ্রুপ্লাক, ফেসিয়াল করে। ছেলেদের ভ্রু প্লাক শুনে হাসতে হাসতে শেষ। দেখতে কেমন লাগবে! সত্যি কিনা জানিনা।
ঈদের শুভেচ্ছা রইলো Love Struck Rose
২৬ জুলাই ২০১৪ রাত ১১:১৫
192994
দিশারি লিখেছেন : হেতি তো দেইয়ের হুরাই গাল মারি দিলো...Talk to the hand Rolling on the Floor
২৭ জুলাই ২০১৪ সকাল ১১:৩৮
193118
ভোলার পোলা লিখেছেন : এতো খুশি হওয়ার কাম নাই আমাদের ঘসাঘসি আর আপনাদের ঘসাঘসি অনেক. ভিন্ন
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:০৩
193920
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা! আর আমি আমার বদমাশ কাজিনদের (ছেলে) দেখি আর হাসি ! কেমন কাটলো ঈদ?
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:০৪
193921
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা! আর আমি আমার বদমাশ কাজিনদের (ছেলে) দেখি আর হাসি ! কেমন কাটলো ঈদ?
248686
২৭ জুলাই ২০১৪ সকাল ১১:৩০
ভোলার পোলা লিখেছেন : আমি কালা পোলা ঘসাঘসি কিছুই লাগে না।
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:০৪
193923
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : তাই না কি?
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:০৫
193924
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : তাই না কি? হাহহা! বললেই হলো?
০২ আগস্ট ২০১৪ রাত ১০:০২
194494
ভোলার পোলা লিখেছেন : সত্যি তো তাহলে দেখো এখানে
248924
২৮ জুলাই ২০১৪ রাত ১২:৫৫
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : আপনার লেখা গুলো বেশ প্রাণবন্ত । ক্যারি অন ! Good Luck
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:০৫
193925
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই! আসলে আমি ফান ম্যাগ সহ অন্য পত্রিকায় লিখি তো তাই সব কিছু মিলিয়েই লিখি কিন্তু এখানে কিছু লিখতে গেলে এবং লেখা দিতে গেলে আমাকে ভাবতে হয়... দেয়া যাবে কি যাবে না কারন এই ব্লগে কিছু সমস্যা আছে এবং এখানে কেউ কেউ লেখার উল্টো মানে করে বসে!
০২ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৯
194369
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : সেটা ব্লগিং জগতের সাধারণ একটি নিয়ম। সময়ে সয়ে যাবে সব । আমার ব্লগ বাড়িতে বেড়ানোর দাওয়াত রইল । Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File