ঢংগী আর ন্যাকা মেয়েগুলা...।! বখাটে বদমাইশেরা...!
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৯ জুলাই, ২০১৪, ১১:৩৬:১৯ সকাল
>>ঢাকা শহরের অলিতে-গলিতে/ রাস্তায়/ রেস্তোরাঁয় / শপিং মল /ভার্সিটি গুলিতে গেলে
যেমন কিছু ঢংগী আর ন্যাকা মেয়েদের দেখতে পাওয়া যায়
তেমনি মফঃস্বল শহরগুলাও যেন এসব থেকে পিছিয়ে নেই...!
যারা হাঁটার আগেই বেঁকে যায় কথা বলার আগেই ঢলে পড়ে...!
আর এইগুলার কারনে মাঝে মাঝে সত্যি- ই লজ্জায় পড়তে হয়... !
>> আবার এর বিপরীতে আছে কিছু বখাটে বদমাইশেরা! যাদের সামনে আমি যতই শালীনভাবে চলি না কেনো, বোরখা/ হিজাব বা বস্তাবন্দী হয়ে বের হই না কেনো তারা আমাকে টিজ করবেই, অশালীন কিছু কথা ছুড়ে দিবেই ...! এই শয়তানদের জ্বালায় কত মেয়ে যে রাস্তা- ঘাটে চলতে গিয়ে এদের কুনজরে আর কু-কথার শিকার হয় তা আশা করি কেউ অস্বীকার করবেন না! এরপর তো আছে তাদের টিজ করতে গান--
>>আমার কাজিনের মেয়ে- দেখতে অদ্ভুদ সুন্দর! মাত্র সেভেনে পড়ে! বখাটে সম্রাটদের হাত থেকে বাঁচতে তাকে বোরখা দেয়া হয়েছে... সেই মেয়েকে রাস্তায় বের হলেই শুনতে হয়- “ বোরখা পড়া মেয়ে পাগল করেছে”! ভাতিজি আমার বাসায় এসে কান্না-কাটি করে! ওকে তো কোনরকমে বোঝানো হয়েছে কিন্তু কি বলবো - এ দেশে এমনিতেই বখাটেদের বখাটেপনা বেড়ে গেছে সেখানে এরকম একটা গান টিজ করতে তো তারা বেছে নিবেই!
>> আরো কয়েকজন বোরখা / হিজাব পড়েও টিজের শিকার হয়েছে- ! রাগে তারা বলেছে- তাহলে আর বোরখা বা পর্দা পরে লাভ কি? তাদের উদ্দেশে বলেছি- কুত্তারা রাস্তায় কুত্তার মত ভেউ ভেউ করবেই কিন্তু তাই বলে তোমরা পর্দা ছাড়বে কেন? এটা শান্তনার বানী! আবার কেউ কেউ অর্ধেক শরীর মানে বুক/পিঠ খোলা রেখে কিংবা এমন ভাবে বোরখা/ হিজাব পড়ছে তা দেখে মনে হয়- এই কি পর্দা ?!?
>> আসলে বর্তমান প্রজন্ম পারিবারিক শিক্ষাকে মূল্যায়ন করছে না কিংবা পারিবারিক ভাবে সেরকম শিক্ষা পাচ্ছে না যা তাদের এইসব কুকর্ম থেকে বিরত রাখতে পারে, আবার তো আছে পারিপার্শ্বিক পরিবেশ সাথে তথ্য - প্রযুক্তির অপব্যবহার! তবুও সচেতনার পথে কিংবা সচেতনতা সৃষ্টি করতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে...! পারিবারিক ভাবে ছেলে/ মেয়ে উভয়কেই এমন ভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা ভাল-মন্দ বিচার করতে শিখে! নইলে আরো কি কি দেখতে/ শুনতে হবে তা বলা মুশকিল!
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব বখাটেদের এভাবেই শাস্তি দিতে হবে নগদে , নিজে সামনে দাঁড়িয়ে নিজের হাতে ।
ঢঙ্গী ও ন্যাকা মেয়েদের এভাবে আঁটকে রাখতে হবে ।
এটা কিভাবে সম্ভব -- যদি একটু বুঝিয়ে বলতেন---
তোমাকে খুজছে বাংলাদেশ, লাক্স্র চ্যানেল আই, এসব লোকগুলো যুবকদের উলঙ্গ সভ্যতার দিকে ডাকলেও হিফজুল কোরআন প্রতিযোগীতায় আন্তর্জাতিকভাকে কয়েকবার প্রথম হওয়া বাংলাদেশী সন্তানদের জাতির কাছে পরিচয় করিয়ে দিতে এসব মিডিয়ার খুব লজ্জা করে। কাজেই যা হচ্ছে এসব আমাদের ও মিডিয়ার হাতের কামাই।
ধন্যবাদ।
বখাটেদের নগদে সাইজ করতে পারলে ভাল। এক্ষেত্রে ক্ষমতার চেয়ে সাহস জরুরী।
ধন্যবাদ আপু
মন্তব্য করতে লগইন করুন