প্রশ্ন ফাঁস ......! সমাধান কেন নাই দেখুন-

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৬ জুলাই, ২০১৪, ০২:৩৮:১৮ দুপুর

>>এস এস সি, এইচ এস সি, বি সি এস, সব পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস নিয়ে মাতামাতি চলে, চলছে কিন্তু সমাধান নাই!

>>এখন বলি সমাধান হবে কোথা থেকে?- গোঁড়াতেই তো গলদ! ছোট্ট ছোট্ট স্কুল থেকে শুরু করে বড় স্কুল /কলেজ গুলোতে যারা শিক্ষকতা করছে, এবং এক-ই সাথে প্রাইভেট পড়াচ্ছে , কোচিং করাচ্ছে, তারাই শুরু থেকে প্রশ্ন ফাঁস করে ছাত্র/ ছাত্রী পড়ায়! চিন্তা করা যায়- যখন প্লে/ নার্সারির বাচ্চাগুলা যারা স্কুলের শিক্ষকদের কাছে পড়ে , তারা সব পরীক্ষার প্রশ্ন আগেই পেয়ে যায়! বাস্তব অভিজ্ঞতায় যতগুলো স্কুলে জব করলাম, করছি সব জায়গায় এই দুর্নীতিটা হচ্ছে! এই নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বারবার সবার কুনজরে এসে যাই... সমস্যা সৃষ্টি করে দেয় সেই সব দুর্নীতিবাজরা চাকরীর ক্ষেত্রে!

>> আফসোস ! এক শ্রেনীর শিক্ষকরাই কোমলমতি শিশু থেকে শুরু করে ছাত্র/ ছাত্রীদের মেধা এভাবেই নষ্ট করে দিচ্ছে! তাই তো দেখা যায় পরবর্তীতে চাকরীর প্রতিযোগিতায় গিয়ে এই সব ছেলে/মেয়েরা ডাব্বা খেয়ে যায়, হয়তো কেউ কেউ টাকা/ মামার জোরে পার পেয়ে যায়!

>> ভাবতেই অবাক লাগে শিক্ষকরা শিক্ষকতার মত মহান পেশাকে কিভাবে কলুষিত করছে!

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File