বাচ্চুগুলা যতটা বোঝে আমরা...

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৫ জুলাই, ২০১৪, ১২:৩৭:১৫ দুপুর

>>ততটা বুঝি না! স্কুলে মডেল টেস্ট পরীক্ষা শেষে ২/৪টা বাচ্চু প্রাইভেট পড়ে, তাদের পড়াতে গিয়ে বললাম- শোন আমি কিন্তু অসুস্থ, রোজা আছি আজ বেশি দুষ্টামি করবা না, চিল্লা-চিল্লি করবা না কেমন? বাচ্চুগুলা পড়তে লাগলো , এর মধ্যে একজন রাবার নিয়ে ঝগড়া শুরু করলো, সাথে সাথেই অন্য একটা বাচ্চু বলল- অ্যাই চুপ কর- ম্যাডাম না রোজা আছে, চিল্লাচ্ছ কেন? ঝগ্রড়া করবা না! ওরা আবার চুপ হয়ে গেল!

>>ওদের টিফিন খাওয়ার টাইম হল- আমাকে বলল টিফিন খাবে, আমি বল্লাম-খাও! আবার আর একজন বলল- অ্যাই ম্যাডাম না রোজা আছে, চল আমরা বাইরে গিয়ে খাই! অবাক হয়ে গেলাম- ওদের এই বোধটুকু দেখে, যে রোজাদার এর সামনে খাওয়া যায় না!

>>>এইটুকু পিচ্চি পিচ্চি বাচ্চুগুলার এ ধরনের বোধ আছে কিন্তু আমাদের নাই! রোজা রেখেও আমরা ক্যাচালে জড়াই, রাস্তার পাশের দোকানগুলাতে দেখা যায় কেউ কেউ গপ গপ করে চা-পানি গিলছে, কেউ বা মজার সুখে বিড়ি টানছে ! (এই বাচ্চু বলা নিয়ে আবার কেউ ক্যাচাল করিয়েন না, আমি ওদের আদর করেই বাচ্চু, বাচ্চা-কাচ্চা বলি)

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241887
০৫ জুলাই ২০১৪ দুপুর ০১:১৮
প্রাইভেট ডিটেকটিভ লিখেছেন : হুম! ঠিকই বলেছেন বোন; এখনকার শিশুদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:২৮
187802
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু... অনেক কিছুই শেখার আছে ভাই!
241921
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৫
বদনা চোর লিখেছেন : পোলাপাইনগুলোরে আমার কাছে পাঠাইয়া দেন চুরি বিদ্যা শেখাই। জিন্দেগীতে বহুত কামে আইবো।

কি শেখানো যেতে পারে?
=> কিভাবে চুপি চুপি চুপিসারে শিক্ষকের আদর্শ চুরি করে নিজের স্বভাবে যুক্ত করা যায়।
=> বাচ্চাদের রোজা ভাঙতে মন চাইলে কিভাবে চুরি করে পানি ও খাদ্য পান করা যায়।
241927
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৭
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ফান হিসেবেই ধরে নিলাম! তবে সত্যি সত্যি এমন কাজ করতে যাবেন না কিন্তু!
241936
০৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৩
গ্যাঞ্জাম খান লিখেছেন : ধন্যবাদ
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৩৯
187893
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ !
241944
০৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:০১
আহমাদ আল সাবা লিখেছেন : পুলাপাইন এখনো ফিতরাতের উপর আছে। তবে উপযুক্ত শিক্ষা না পেলে এরাই একদিন পথভ্রষ্টতার দিকে যাবে। এদের উপযুক্ত ইসলামি শিক্ষা দেওয়া গেলে সম্পদ হবে ইন শাআ আল্লাহ।
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৩৯
187894
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : সেটা ঠিক, উপযুক্ত শিক্ষা না পেলে এরা পথভ্রষ্ট হবে! হু আমরা যতটুকু দেয়ার দিচ্ছি, বাকিটা তাদের পারিবারিক শিক্ষার উপর নির্ভর করছে!
241970
০৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আসলেই শিশুদের বোধ অনেক বেশি।
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৩৯
187895
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাই! ধন্যবাদ !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File