মন্তব্য করার আগে ভেবে দেখুন কি বলছেন-?

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৪ জুলাই, ২০১৪, ১১:৩৬:৩৪ সকাল

সাধারণত কারো লেখায় মন্তব্য করার আগে আমি সেই লেখাটা ভাল করে পড়ি, তারপর বোঝার চেষ্টা করি লেখক কি বোঝাতে চেয়েছেন? এরপর যদি যুতসই মন্তব্য করার মত কিছু থাকে তাহলে করি নয়তো নয় কিন্তু কখনোই একজনের লেখার উল্টো মানে করে তাকে হেয় প্রতিপন্ন করতে মেতে ঊঠি না। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে, এই ব্লগে- এমন কিছু মানুষ আছেন যারা একটা লেখাকে বিকৃত করে, লেখক যা বোঝাতে চেয়েছেন তা না বুঝে, নিজের মত করে ভেবে একটা মন্তব্য দিয়ে বসেন, শুধু তাই নয়, লেখককে হেয় প্রতিপন্ন করেন, তাকে খারাপ বানাতে ঊঠে পড়ে লাগেন!

আমার একটা লেখায়- আমি পাশের সিটে ছেলে বসা নিয়ে একজন অপরিচিত লোকের নিজের মামার মত হয়ে ঊঠার কথা , তার শাসনের কথা লিখেছিলাম কিন্তু সেই লেখার সুত্র ধরে একজন আমাকে খারাপ মেয়ে বানাতে ছাড়েন নি! আমি বারবার বলেও তাকে বোঝাতে পারিনি- লেখাটার মুল বক্তব্য কি ছিল! অথচ এইসব বোকা মানুষকে এটা বলে লাভ নেই যে- তিনি আমাকে খারাপ মেয়ে বললেই আমি খারাপ হয়ে যাবো না, আমি জানি আমি কি?

তুই- তোকারী তে আপত্তি! - আচ্ছা তুই- তোকারী যদি একদম নিম্ন লেভেলের কথাই হবে, তাহলে আমরা আমাদের বাল্য বন্ধু-বান্ধবীদের সাথে, স্কুল/ কলেজের বন্ধুদের সাথে তুই- তোকারীতে মেতে ঊঠি কেন? সেক্ষেত্রে কি এটা নিম্ন পর্যায়ে যায় না? আপনারা কি অস্বীকার করতে পারবেন, আপনারা আপনাদের বাল্য/ স্কুল/কলেজের বন্ধুদের সাথে তুই- তোকারী করেন না? আমাদের দেশে শালা কথাটা গালি অর্থে ব্যাবহার করা হয়, আবার এক বন্ধু অনেক সময় আর এক বন্ধুকে - ভাগ শালা বা শালা একটা বদমাশ, এভাবে ডেকে ঊঠে, সেক্ষেত্রে কিন্তু এই শালাকে গালি হিসেবে ধরে নেয়া হয় না, ধরা হয়, বন্ধুত্তের খুনসুটি হিসেবে! আবার ইদানিং এই খুনসুটিতে হারামী কথাটা ব্যাবহার করা হচ্ছে! যাক- এই হারামী প্রসঙ্গে পড়ে আসছি- ! এখন বলি- তুই/ তুমি/ আপনি এই ডাকগুলো দিয়ে একটা সম্পর্কের মাপকাঠি মাপা হয় না, সম্পর্কের গভীরতা দিয়েই একটা সম্পর্ককে দেখা হয়! সেক্ষেত্রে কাকে আমি তুই/ তুমি/ আপনি বলে ডাকছি এটা বড় কথা নয় তার সাথে আমার সম্পর্কটা কি এবং কতটা গভীর সেটাই বিষয় ।

সাধারনত একটা গল্প/ কবিতা/ কথোপকথন এ সেই গল্প/ কবিতা/ কথোপকথন এর মধ্যের চরিত্র অনুযায়ী ডায়লগ আসে। আপনি যদি একজন পাঠক হোন, আপনাকে সেই লেখার চরিত্রগুলো বুঝে ডায়লগ গুলো পড়তে হবে। এখন আমার একটা লেখাতে হারামী শব্দটা এসেছে, কথোপকথনের ছেলে চরিত্র এর অভ্যাস অনুযায়ী আদুরে বকাতে এটা ব্যাবহার করা হয়েছে, এই হারামী শব্দে অনেকেই আপত্তি করেছেন বলে আমি সেই লেখা সরিয়ে ফেলি- কিন্তু একজন বললেন- “ আমার কোন পোস্ট পড়ে বোঝার উপায় নেই, আমি ছেলে না মেয়ে! অথচ সেই বোকা মানুষটা নিজেই নিজের নামে ব্লগিং না করে যাচ্ছেতাই একটা নাম নিয়ে লিখছেন, সেই নাম দেখে বোঝার উপায় নেই তিনিও ছেলে না মেয়ে/ মানুষ না অন্য কিছু? আমি তো আমার নিজের নামেই লিখছি- আমি মেয়ে এটা প্রমান দিতে দুটো উপায় আছে- এক তার সামনে গিয়ে দাঁড়ানো দুই- আমার ফেবু আইডি লিঙ্ক তাকে দেয়া, কিন্তু লিঙ্ক দিলে তিনি আমার ছবি দেখে এসে আবার হয়ত বলবেন- এটা কি আপনার ছবি? না কি অন্য কারো? তিনি বলেছেন- “ব্লগে অনেক ভদ্র আপু আছে” ! হু ব্লগে অনেক ভদ্র আপু আছে, ভদ্র ভাইয়া আছে, শুধু বলেন নি- তাদের মত কিছু বেনামী লোকজন ও আছে, যারা যাচ্ছেতাই সব নাম দিয়ে লিখেন, তাদের নাম-ই যেন বলে দেয়- তারা কোন মানসিকতার!

আমার মুল কথা হল- একটা লেখাতে আলোচনা/ গঠনমূলক সমালোচনা / যুক্তিসঙ্গত মন্তব্য আসতে পারে - সেটাই নিয়ম কিন্তু সেই লেখাটাকে বিকৃত করে নিজের মত করে পড়ে নিয়ে, বুঝে নিয়ে লেখককে হেয় প্রতিপন্ন করা, তাকে খারাপ বানানোতে ঊঠে পড়ে লাগা কতটা যুক্তিসঙ্গত? আর একজন পাঠক যিনি গল্প/ কবিতা/ কথোপকথন এর চরিত্র বুঝে ডায়লগ পড়তে পারেন না, কিংবা এটা বুঝেন না যে- সেই চরিত্রটা কি ধরনের, তাহলে তাদের সেইসব গল্প/ কবিতা/ কথোপকথন না পড়াই তো উচিত! আর গল্প/ কবিতা/ কথোপকথন যিনি লিখেন সেটা তার নিজের কাহিনী ভেবে অনেক পাঠক একটা মারাত্মক ভুল করে বসেন, তারা এটা বোঝেন না যে- গল্প/ কবিতা/ কথোপকথন - এ সব কিছুতে বাস্তবের সাথে কল্পনার মিশ্রন থাকে !

বিষয়: বিবিধ

১৮৫০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241573
০৪ জুলাই ২০১৪ দুপুর ১২:২০
সবুজ সাথী লিখেছেন : একই লেখা দুই ব্লগে কপি করে দিলে লিখার উদ্দেশ্যের সাথে ব্লগের প্রক্ষাপটের সম্পর্ক ঠিক থাকেনা। Cheer Rolling on the Floor Give Up
তাই কপি পেস্ট করার আগে ভেবে নিন। হ্যাপি ব্লগিং। Big Grin Big Grin Big Grin
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:১১
187571
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনার কথাটা মনে রাখবো!
241580
০৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৪২
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:১১
187572
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ !
241584
০৪ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৯
হতভাগা লিখেছেন : আপনাকে নিয়ে শুধু আমি না , আরও দুই চার জনও আমার মতই সন্দেহ করা শুরু করেছে । কেউ কেউ আপনার লেখায় তসলিমার ফ্লেভারও পাচ্ছে । আবার আপনার '' হারামী '' শিরোনাম দিয়ে পোস্ট লেখার ব্যাপারেও কথা তুলেছে কেউ কেউ ।

আমাকে বলেছিলেন , শুধু আমিই নাকি আপনার সাথে পায়ে পা লাগিয়ে ক্যাচাল বাঁধতে এসেছি।

এখন তো আপনার পোস্টের ব্যাপারে আমার পরেও কেউ কেউ কথা তুলছে । যার ফলে আপনি এই পোস্ট দিলেন ।

আমি প্রথম কমেন্টেই বলেছিলাম যে , দয়া করে সামুর নোংরামী টুমরোতে এনেন না । এটা আপনার ইগোতে লেগেছিল । খুবসে চালিয়েছিলেন আমার উপর ।

আমার কথা ছিল সেটা যেটা আপনি বোঝেছেন ঠিকই কিন্তু সেটা স্বীকারই করেন নি - আপনি হয়ত সামুতে ক্লিন আছেন । তবে সমস্যা হল ওদের স্বভাব না আবার আপনি এখানে আমদানী করেন ।

আমার আশংকাটাই সত্য হচ্ছে - আফসোস!
০৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৩০
187556
মেঘ ভাঙা রোদ লিখেছেন : হতভাগার সাথে সহমত।
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:১২
187573
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : শোনেন , আপনি বা আপনারা যারা মনে করছেন তসলিমা ফ্লেভার আছে তারা কিন্তু কেউ দেখাতে পারবেন না, তসলিমার মত করে কিছু লিখেছি, পারবেন গায়ের জোরে একটা লেখাকে বিকৃত করতে! আর আপনি সামুর কথা বারবার আনেন কেন? আপনি সামুতে গিয়ে দেখে আসুন, সেখানে আমার ব্লগে কোন নোংরামি হয়েছে কি না? উহু ইগোতে লাগেনি! অবাক হয়েছি আপনার বিহেভে! কারন আমি কিন্তু বলেছি- লেখাতে সমালোচনা আর যুক্তিসঙ্গত কথা বলা ভিন্ন আর গায়ে পড়ে খোঁচানো এটা ভিন্ন! আমার সাথে সামু তে যেমন কোন নোংরামি হয়নি তেমন সেখানকার কোন নোংরামি আমার চোখে পড়েনি আর তাই নোংরামি আনার প্রশ্নই আসে না বাট সামুর ব্যাপারে কোথায় যেন আপনার কিছু একটা ব্যাপার আছে- যা আমি ধরতে পারছি না!
>হু আমি একটা ভুল করেছি, আর সেটা হল- এই ব্লগের পরিবেশ, এখানকার মানুষদের মানসিকতা বা লেখার ধরন কি সেটা না জেনেই এখানে রেজি করেছি! জানলে হয়ত এখানে কিছু লিখতাম না। কাউকে অহেতুক একটা উপাধি দিলেই হয় না,আর দিলেও সে সেটা হয়ে যায় না, সেটা আপনাদের মত মানুষদের বোঝার কথাও না!
241589
০৪ জুলাই ২০১৪ দুপুর ০২:১২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কথায় আছে যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন পোষ্ট করবেন মন্তব্য তো তেমনটাই আসবে। কলা গাছ লাগিয়ে তো আর আম জাম আশা করা যায় না। মেয়ে মানুষ মেয়েদের মত পোষ্ট করা উচিত। তসলিমার মত হলে সেটা ভিন্ন কথা।
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:১২
187574
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমি কিন্তু জানি আমার কর্মটা ঠিক ছিল কি না কিন্তু আপনি জানেন না, আপনি এই মন্তব্যটা ঠিক বললেন কি না! আর না জেনেই তস্লিমা তস্লিমা করে লাফাবেন না! জেনে এবং লেখা পড়ে দেখান- ! আপনারা মনে করেন একটা মন্তব্য করে দিলেই হল-! বুঝতেই পারছি আপনারা একটা লেখার কতটুকু বুঝে মন্তব্য করেন আর কতটুকু না বুঝেই শুধু ক্যাচাল করতে করেন!
241605
০৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৩২
আল সাঈদ লিখেছেন : এমন লেখা লিখেন কেন মানুষ না বুঝে আপনাকে উল্টা পাল্টা মন্তব্য করে। মনে করে আপনি গনিত বইয়ের সমাধান বের করেছেন কেহ যদি গনিত না বুঝে আপনার বই কেহ কিনবে।
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৩
187575
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমি তো মনে করতাম, যারা পড়ে/ লিখে এবং মন্তব্য করে তারা ভাল করে সেটা পড়েই, বুঝেই মন্তব্য করে! এটা তো জানতাম না, আপনারা লেখাকে বিকৃত করে মন্তব্য করে এক ধরনের আনন্দ উপভোগ করেন!
241652
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:১০
প্রবাসী মজুমদার লিখেছেন : From mobile: salam dear sister. It is regretful and makde me upset to see ur situation. I dont know what to do. Can u pls avoid any unwanted comments not in favour of u. Pls be pation and lets like well wisher to each other. Have a nice ramadan.
০৪ জুলাই ২০১৪ রাত ০৮:০৭
187629
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : WS vaia! ধন্যবাদ বুঝতে পারার জন্য! অস্বীকার করবো না কিছু অবুঝদার মানুষের পাশাপাশি আপনার মত এবং আরো কয়েক জনের মত বুঝদার মানুষ ও এখানে আছে ! যারা অন্তত প্রতিটি লেখার অর্থ বুঝে মন্তব্য করে! অহেতুক কাউকে বিনা কারনে খোঁচাতে যায় না! কিংবা মেয়ে মেয়ে বলে যারা ঝড় তুলেছে, ভদ্র- অভদ্র নিয়ে যারা প্রশ্ন তুলেছে, তস্লিমা তস্লিমা করে যারা গলা ফাটাচ্ছে তাদের দলে গিয়ে আপনি পড়েননি ! না ভাইয়া কিছু করতে হবে না। আমি চেষ্টা করবো আপনি যেটা বলেছেন সেটা মনে রাখতে।
খুব-ই অবাক হলাম এই কয়েকদিনে এখানকার কিছু মানুষের আচরনে!
241675
০৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০০
নূর আল আমিন লিখেছেন : মন্তব্য নিঃষ্প্রয়োজন
০৪ জুলাই ২০১৪ রাত ০৮:০৭
187630
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু!
241762
০৪ জুলাই ২০১৪ রাত ১১:৫২
সবুজ সাথী লিখেছেন : হতভাগার কাজকর্ম দেখে ছুপা মনে হচ্ছে। জাস্ট ইগ্নোর ইট।
০৫ জুলাই ২০১৪ দুপুর ১২:৩৬
187777
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু আমারো তাই মনে হচ্ছে! মনে হচ্ছে ঊনি সপ্তাহের কমেন্ট হিট লিস্টে থাকতে চান! সমালোচনা বা যুক্তিসঙ্গত বক্তব্য অবশ্যই আসতে পারে কিন্তু তাই বলে একেবারে পিছুলাগা! সত্যি -ই অবাক করার মত বিহেভ তার!
241771
০৫ জুলাই ২০১৪ রাত ১২:২৭
মাটিরলাঠি লিখেছেন : বিডিটুডে এমনিই কমেন্ট খরা ব্লগ (তবে সামুতে এখন আরো খরা চলছে), তাই কেউ কেউ দায়িত্ব নিয়েছে নেগেটিভ কমেন্ট করার, যাতে কমেন্ট বাড়ে, আমার কাছে এরকমই মনে হয়। এসব নেগেটিভ কমেন্ট যে সবসময় লাগসই হয় তা কিন্তু নয়, অনেক সময় ফ্লপ হয়ে যায়। ব্লগে এরকম নেগেটিভ কমেন্ট থাকবেই। জাস্ট ইগনোর ইট। এটা নিয়ে এতো প্রতিক্রিয়া ঠিক নয়। নেগেটিভ কমেন্টের প্রয়োজন আছে, এটা দিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গী জানতে পারা যাচ্ছে। তবে কোন কোন ব্লগারের নেগেটিভ কমেন্ট একবারেই আজাইরা তাই বলে কেউ আপনাকে রাগাতে চাচ্ছে, তাই বলে আপনি রেগে যাবেন।

০৫ জুলাই ২০১৪ দুপুর ১২:৩৬
187778
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : প্রতিক্রিয়া না দেখিয়ে উপায় ছিল না ভাইয়া! নেগেটিভ কমেন্ট আস্তেই পারে, এটা নিয়ে মাথা ঘামাই না কিন্তু একটা লেখাকে বারবার বিকৃত করা, অহেতুক খোঁচানো, একদম পিছে লেগে থাকা খারাপ বানাতে, তসলিমা উপাধি? হাউ কুড? আমি রেগে যাইনি, শুধু প্রতিবাদ করেছি এবং আপনারা যে কিছুটা হলেও আমাকে বুঝতে পেরেছেন সেজন্য ধন্যবাদ!
১০
242927
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৯
প্রেসিডেন্ট লিখেছেন : সবকিছুতে প্রতিক্রিয়া জানানোরও প্রয়োজন নেই। দুই একজন বাঁকা কথা বলবেই। জাস্ট ইগনোর। হ্যাপী ব্লগিং। Rose Rose Rose
১১
244080
১২ জুলাই ২০১৪ দুপুর ০২:২৪
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : উহু! সব কিছুতে না ভাইয়া! কেউ একজন কিংবা আরো দু-একজন বিনা কারনেই ঊঠে- পড়ে লেগেছিল- আমাকে খারাপ বানাতে! লেখাতে আলোচনা / সমালোচনা / বাঁকা কথা বলে কেউ মন্তব্য করতেই পারে কিন্তু যা লিখেছি তার বিকৃত করা, অযথা হেয় করার চেষ্টা মেনে নেয়া যায় না! ধন্যবাদ আপনাকে সহযোগিতার জন্য !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File