মন্তব্য করার আগে ভেবে দেখুন কি বলছেন-?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৪ জুলাই, ২০১৪, ১১:৩৬:৩৪ সকাল
সাধারণত কারো লেখায় মন্তব্য করার আগে আমি সেই লেখাটা ভাল করে পড়ি, তারপর বোঝার চেষ্টা করি লেখক কি বোঝাতে চেয়েছেন? এরপর যদি যুতসই মন্তব্য করার মত কিছু থাকে তাহলে করি নয়তো নয় কিন্তু কখনোই একজনের লেখার উল্টো মানে করে তাকে হেয় প্রতিপন্ন করতে মেতে ঊঠি না। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে, এই ব্লগে- এমন কিছু মানুষ আছেন যারা একটা লেখাকে বিকৃত করে, লেখক যা বোঝাতে চেয়েছেন তা না বুঝে, নিজের মত করে ভেবে একটা মন্তব্য দিয়ে বসেন, শুধু তাই নয়, লেখককে হেয় প্রতিপন্ন করেন, তাকে খারাপ বানাতে ঊঠে পড়ে লাগেন!
আমার একটা লেখায়- আমি পাশের সিটে ছেলে বসা নিয়ে একজন অপরিচিত লোকের নিজের মামার মত হয়ে ঊঠার কথা , তার শাসনের কথা লিখেছিলাম কিন্তু সেই লেখার সুত্র ধরে একজন আমাকে খারাপ মেয়ে বানাতে ছাড়েন নি! আমি বারবার বলেও তাকে বোঝাতে পারিনি- লেখাটার মুল বক্তব্য কি ছিল! অথচ এইসব বোকা মানুষকে এটা বলে লাভ নেই যে- তিনি আমাকে খারাপ মেয়ে বললেই আমি খারাপ হয়ে যাবো না, আমি জানি আমি কি?
তুই- তোকারী তে আপত্তি! - আচ্ছা তুই- তোকারী যদি একদম নিম্ন লেভেলের কথাই হবে, তাহলে আমরা আমাদের বাল্য বন্ধু-বান্ধবীদের সাথে, স্কুল/ কলেজের বন্ধুদের সাথে তুই- তোকারীতে মেতে ঊঠি কেন? সেক্ষেত্রে কি এটা নিম্ন পর্যায়ে যায় না? আপনারা কি অস্বীকার করতে পারবেন, আপনারা আপনাদের বাল্য/ স্কুল/কলেজের বন্ধুদের সাথে তুই- তোকারী করেন না? আমাদের দেশে শালা কথাটা গালি অর্থে ব্যাবহার করা হয়, আবার এক বন্ধু অনেক সময় আর এক বন্ধুকে - ভাগ শালা বা শালা একটা বদমাশ, এভাবে ডেকে ঊঠে, সেক্ষেত্রে কিন্তু এই শালাকে গালি হিসেবে ধরে নেয়া হয় না, ধরা হয়, বন্ধুত্তের খুনসুটি হিসেবে! আবার ইদানিং এই খুনসুটিতে হারামী কথাটা ব্যাবহার করা হচ্ছে! যাক- এই হারামী প্রসঙ্গে পড়ে আসছি- ! এখন বলি- তুই/ তুমি/ আপনি এই ডাকগুলো দিয়ে একটা সম্পর্কের মাপকাঠি মাপা হয় না, সম্পর্কের গভীরতা দিয়েই একটা সম্পর্ককে দেখা হয়! সেক্ষেত্রে কাকে আমি তুই/ তুমি/ আপনি বলে ডাকছি এটা বড় কথা নয় তার সাথে আমার সম্পর্কটা কি এবং কতটা গভীর সেটাই বিষয় ।
সাধারনত একটা গল্প/ কবিতা/ কথোপকথন এ সেই গল্প/ কবিতা/ কথোপকথন এর মধ্যের চরিত্র অনুযায়ী ডায়লগ আসে। আপনি যদি একজন পাঠক হোন, আপনাকে সেই লেখার চরিত্রগুলো বুঝে ডায়লগ গুলো পড়তে হবে। এখন আমার একটা লেখাতে হারামী শব্দটা এসেছে, কথোপকথনের ছেলে চরিত্র এর অভ্যাস অনুযায়ী আদুরে বকাতে এটা ব্যাবহার করা হয়েছে, এই হারামী শব্দে অনেকেই আপত্তি করেছেন বলে আমি সেই লেখা সরিয়ে ফেলি- কিন্তু একজন বললেন- “ আমার কোন পোস্ট পড়ে বোঝার উপায় নেই, আমি ছেলে না মেয়ে! অথচ সেই বোকা মানুষটা নিজেই নিজের নামে ব্লগিং না করে যাচ্ছেতাই একটা নাম নিয়ে লিখছেন, সেই নাম দেখে বোঝার উপায় নেই তিনিও ছেলে না মেয়ে/ মানুষ না অন্য কিছু? আমি তো আমার নিজের নামেই লিখছি- আমি মেয়ে এটা প্রমান দিতে দুটো উপায় আছে- এক তার সামনে গিয়ে দাঁড়ানো দুই- আমার ফেবু আইডি লিঙ্ক তাকে দেয়া, কিন্তু লিঙ্ক দিলে তিনি আমার ছবি দেখে এসে আবার হয়ত বলবেন- এটা কি আপনার ছবি? না কি অন্য কারো? তিনি বলেছেন- “ব্লগে অনেক ভদ্র আপু আছে” ! হু ব্লগে অনেক ভদ্র আপু আছে, ভদ্র ভাইয়া আছে, শুধু বলেন নি- তাদের মত কিছু বেনামী লোকজন ও আছে, যারা যাচ্ছেতাই সব নাম দিয়ে লিখেন, তাদের নাম-ই যেন বলে দেয়- তারা কোন মানসিকতার!
আমার মুল কথা হল- একটা লেখাতে আলোচনা/ গঠনমূলক সমালোচনা / যুক্তিসঙ্গত মন্তব্য আসতে পারে - সেটাই নিয়ম কিন্তু সেই লেখাটাকে বিকৃত করে নিজের মত করে পড়ে নিয়ে, বুঝে নিয়ে লেখককে হেয় প্রতিপন্ন করা, তাকে খারাপ বানানোতে ঊঠে পড়ে লাগা কতটা যুক্তিসঙ্গত? আর একজন পাঠক যিনি গল্প/ কবিতা/ কথোপকথন এর চরিত্র বুঝে ডায়লগ পড়তে পারেন না, কিংবা এটা বুঝেন না যে- সেই চরিত্রটা কি ধরনের, তাহলে তাদের সেইসব গল্প/ কবিতা/ কথোপকথন না পড়াই তো উচিত! আর গল্প/ কবিতা/ কথোপকথন যিনি লিখেন সেটা তার নিজের কাহিনী ভেবে অনেক পাঠক একটা মারাত্মক ভুল করে বসেন, তারা এটা বোঝেন না যে- গল্প/ কবিতা/ কথোপকথন - এ সব কিছুতে বাস্তবের সাথে কল্পনার মিশ্রন থাকে !
বিষয়: বিবিধ
১৮৫০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই কপি পেস্ট করার আগে ভেবে নিন। হ্যাপি ব্লগিং।
আমাকে বলেছিলেন , শুধু আমিই নাকি আপনার সাথে পায়ে পা লাগিয়ে ক্যাচাল বাঁধতে এসেছি।
এখন তো আপনার পোস্টের ব্যাপারে আমার পরেও কেউ কেউ কথা তুলছে । যার ফলে আপনি এই পোস্ট দিলেন ।
আমি প্রথম কমেন্টেই বলেছিলাম যে , দয়া করে সামুর নোংরামী টুমরোতে এনেন না । এটা আপনার ইগোতে লেগেছিল । খুবসে চালিয়েছিলেন আমার উপর ।
আমার কথা ছিল সেটা যেটা আপনি বোঝেছেন ঠিকই কিন্তু সেটা স্বীকারই করেন নি - আপনি হয়ত সামুতে ক্লিন আছেন । তবে সমস্যা হল ওদের স্বভাব না আবার আপনি এখানে আমদানী করেন ।
আমার আশংকাটাই সত্য হচ্ছে - আফসোস!
>হু আমি একটা ভুল করেছি, আর সেটা হল- এই ব্লগের পরিবেশ, এখানকার মানুষদের মানসিকতা বা লেখার ধরন কি সেটা না জেনেই এখানে রেজি করেছি! জানলে হয়ত এখানে কিছু লিখতাম না। কাউকে অহেতুক একটা উপাধি দিলেই হয় না,আর দিলেও সে সেটা হয়ে যায় না, সেটা আপনাদের মত মানুষদের বোঝার কথাও না!
খুব-ই অবাক হলাম এই কয়েকদিনে এখানকার কিছু মানুষের আচরনে!
মন্তব্য করতে লগইন করুন