ছেলেরা রাস্তায় কেন পোস্ট অফিস খুলে...? (চলতি পথে)

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৩ জুলাই, ২০১৪, ০২:২৯:৫৫ দুপুর

>> কয়েকদিন আগে লেখাটা পোস্ট করতে গিয়েও করতে পারিনি কেউ একজন লিখেছিল সম্ভবত এই নিয়ে! আজ আমিও না লিখে পারলাম না- -

>>মেয়েদের পোশাক আর নগ্নতা নিয়ে বহু লেখা-লেখি হয়, অস্বীকার করবো না কিছু মেয়েদের পোশাকের কারনে আমাদেরকে চরম বিব্রত হতে হয় এবং লজ্জায় পড়তে হয়! কিন্তু পর্দা কি শুধু মেয়েদের জন্য? তাহলে একটা ছেলে রাস্তায় যেখানে সেখানে কেন দাঁড়িয়ে গিয়ে পানির ট্যাপ খুলে দেয়? সেটা দেখে কি আমরা বিব্রত হই না?

>> রাস্তা দিয়ে হাটতে গেলেই দেখা যায় কেউ না কেউ রাস্তায় দাঁড়িয়ে পানির ট্যাপ ছেড়ে দিয়েছে, বাসে করে লং রুটে কোথাও যাবো, দেখা যায়- বাস থামিয়ে তিনারা ঠিক পাশেই বসে বা দাঁড়িয়ে পানির ট্যাপ ছেড়ে দিল, ভেবে দেখার প্রয়োজন বোধ করে না, এতে মেয়েরা বিব্রত হতে পারে!

>>আসলে চোখের ও মনের পর্দা ছেলে/মেয়ে উভয়কে করতে হবে, সংযত হয়ে ছেলে/মেয়ে উভয়কেই চলতে হবে কিন্তু আমরা তা করি না! মনে রাখতে হবে একটা মেয়ের পোশাকের কারনে যদি কোন ছেলে উত্তেজিত হয় বা নিজেকে কন্ট্রোল করতে না পারে তাহলে একটা ছেলেকে খালি গায়ে দেখলে একটা মেয়েরও সেরকম বোধ আসতে পারে!

>>কাজেই পোশাক বা চাল-চলনে ছেলে/মেয়ে উভয়কেই শালীনতা বজায় রেখে চলতে হবে আর বাকিটা নিজের মানসিকতা, রুচি আর ঈমানের উপর নির্ভর করে!

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241274
০৩ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৮
ছিঁচকে চোর লিখেছেন : আমি বাচ্চা ছেলে পোষ্ট অফিস, পানির ট্যাপ বলতে কি বুঝিয়েছেন বুঝলাম না। একটু খুলে বলবেন? Sad Sad
০৩ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৯
187302
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে হিসু করা ! আশা করি বোঝাতে পেরেছি!
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৫
187322
চক্রবাক লিখেছেন : চোর মামু আরো বুঝানো লাগবো নাকি ? Tongue
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৮
187325
ছিঁচকে চোর লিখেছেন : বুঝেছি অর্ধেক আরো একটু খোলাসা করলে বুঝতে সুবিধে হইতো। যাক যা বুঝছি ঐতেই চলবে। Crying Crying Crying
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:২৪
187422
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু বুঝলেই ভাল!
241277
০৩ জুলাই ২০১৪ দুপুর ০২:৫১
ফেরারী মন লিখেছেন : সবার সতর্ক হওয়া দরকার। ছেলে বলে মাফ নাই। তবে সেদিকে মেয়েদের না তাকানোই ভালো। Winking Love Struck
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:২৪
187423
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : সব কিছু তাকিয়ে দেখতে হয় না... যখন চোখের সামনে এসে যায় তখন করার কিছু না থাকলেও লজ্জায় মুখ নত করতে হয়!
241304
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৬
চক্রবাক লিখেছেন : এগুলারে হাতুড়ি দিয়া, মারা দরকার Time Out Time Out
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:২৫
187425
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : মারলেই কি সচেতন হবে? যতক্ষন না নিজের মানসিকতার পরিবর্তন হচ্ছে ততক্ষন তারা এমন-ই করবে!
241316
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩১
সাগরের ঢেউ লিখেছেন : লেখা ভাল হলেও তসলিমা তসলিমা মনে হচ্ছে ।
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:২৪
187424
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : কেন? আমি কি তস্লিমার মত বলেছি- মেয়েদের ও রাস্তায় হিসু করার অধিকার চাই? ভাল করে না পড়েই একটা মন্তব্য করে দিলেন!?!
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:২৯
187426
ছিঁচকে চোর লিখেছেন : ঈপ্সিতা আপা আপনি কি আসলেই মেয়ে না ছেলে? ব্লগে আজকাল অনেক ছেলে মেয়েদের নিক নিয়া আমাদের মত সহজ সরল ব্লগারদের ধোকায় ফেলে। Love Struck Love Struck
০৪ জুলাই ২০১৪ সকাল ১১:৪৩
187543
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমি তো বুঝতে পারছি না- আপনি নিজে ছেলে/ মেয়ে, মানুষ না কি চোর? কারন আপনি নিজেও নিজের নামে লিখছেন না, লিখছেন চোর হিসেবে! আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে মেয়ে না ছেলে সেই প্রমান দেয়ার তো উপায় নেই, বাকি থাকলো - আমার ফেবু আইডি লিঙ্ক, লিঙ্ক দিলে হয়ত ছবি দেখে এসে বলবেন- এটা কি আপনার ছবি না কি অন্য কারো?
241604
০৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৩১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : নারী পুরুষের সমান অধিকার হলে আপনারাও রাস্তার পাশে ইয়ে করতে সমস্যা কোথায়?
০৪ জুলাই ২০১৪ রাত ০৮:১১
187631
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বোকার মত কথা বললেন ভাই! কেউ যেচে এইসব দেখতে যায় না, পথ চলতে গিয়ে এসব চোখে পরে যায়! আর তখন যারা ওসব করে তারা লজ্জা পায় না আমরাই পাই, বিব্রত হই!
241624
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৪
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমি কোথাও বলিনি সেই অধিকার চাই! কিন্তু আপনি আসছেন ক্যাচাল করতে, তাই একটু উস্কে দিলেন আর কি!
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫১
187583
মেঘ ভাঙা রোদ লিখেছেন : তাহলে ইয়ে করতে সমস্যা হলে ছেলেরা করলে ঐদিকে চোখ যায় কেনো? চখকে সংযত রাখতে পারেন না?
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৩
187584
মহিলা কর্ণার লিখেছেন : ছেলেদের তো লজ্জা শরম কম তাই যেখানে সেখানে প্রাকৃতিক কর্ম সারে।
০৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৩
187585
মহিলা কর্ণার লিখেছেন : ছেলেদের তো লজ্জা শরম কম তাই যেখানে সেখানে প্রাকৃতিক কর্ম সারে।
০৪ জুলাই ২০১৪ রাত ০৮:১২
187632
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বোকার মত কথা বললেন ভাই! কেউ যেচে এইসব দেখতে যায় না, পথ চলতে গিয়ে এসব চোখে পরে যায়! আর তখন যারা ওসব করে তারা লজ্জা পায় না আমরাই পাই, বিব্রত হই!
০৪ জুলাই ২০১৪ রাত ০৮:১২
187633
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বোকার মত কথা বললেন ভাই! কেউ যেচে এইসব দেখতে যায় না, পথ চলতে গিয়ে এসব চোখে পরে যায়! আর তখন যারা ওসব করে তারা লজ্জা পায় না আমরাই পাই, বিব্রত হই!
241655
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:২০
প্রবাসী মজুমদার লিখেছেন : Water tape, funny and polite word, nice to see. U r right. Bad is bad wheather man or woman. We need to raise our voice to make peace in society. Thanks
০৪ জুলাই ২০১৪ রাত ০৮:১৩
187634
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাইয়া, যেটা খারাপ সেটা মেয়ে/ছেলে উভয়ের জন্যই খারাপ! শালীনতা মেনে চলা ছেলে/ মেয়ে উভয়ের-ই উচিত!
242929
০৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:০২
প্রেসিডেন্ট লিখেছেন : নরমূত্রের গন্ধে ঢাকা শহরে হাঁটতে গেলে বমির উদ্রেক হয়। অবিবেচক নির্লজ্জ্ব পুরুষকুল এ হীন কাজটা করে। এদের পিডানি দরকার। Time Out Time Out Time Out Time Out
০৯ জুলাই ২০১৪ দুপুর ১২:২১
188846
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : শুধু গন্ধ নয়, এটা আমাদেরকে বিব্রত ও করে! কিন্তু এরা সেটা বোঝে না কিংবা লজ্জিত হয় না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File