ছেলেরা রাস্তায় কেন পোস্ট অফিস খুলে...? (চলতি পথে)
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৩ জুলাই, ২০১৪, ০২:২৯:৫৫ দুপুর
>> কয়েকদিন আগে লেখাটা পোস্ট করতে গিয়েও করতে পারিনি কেউ একজন লিখেছিল সম্ভবত এই নিয়ে! আজ আমিও না লিখে পারলাম না- -
>>মেয়েদের পোশাক আর নগ্নতা নিয়ে বহু লেখা-লেখি হয়, অস্বীকার করবো না কিছু মেয়েদের পোশাকের কারনে আমাদেরকে চরম বিব্রত হতে হয় এবং লজ্জায় পড়তে হয়! কিন্তু পর্দা কি শুধু মেয়েদের জন্য? তাহলে একটা ছেলে রাস্তায় যেখানে সেখানে কেন দাঁড়িয়ে গিয়ে পানির ট্যাপ খুলে দেয়? সেটা দেখে কি আমরা বিব্রত হই না?
>> রাস্তা দিয়ে হাটতে গেলেই দেখা যায় কেউ না কেউ রাস্তায় দাঁড়িয়ে পানির ট্যাপ ছেড়ে দিয়েছে, বাসে করে লং রুটে কোথাও যাবো, দেখা যায়- বাস থামিয়ে তিনারা ঠিক পাশেই বসে বা দাঁড়িয়ে পানির ট্যাপ ছেড়ে দিল, ভেবে দেখার প্রয়োজন বোধ করে না, এতে মেয়েরা বিব্রত হতে পারে!
>>আসলে চোখের ও মনের পর্দা ছেলে/মেয়ে উভয়কে করতে হবে, সংযত হয়ে ছেলে/মেয়ে উভয়কেই চলতে হবে কিন্তু আমরা তা করি না! মনে রাখতে হবে একটা মেয়ের পোশাকের কারনে যদি কোন ছেলে উত্তেজিত হয় বা নিজেকে কন্ট্রোল করতে না পারে তাহলে একটা ছেলেকে খালি গায়ে দেখলে একটা মেয়েরও সেরকম বোধ আসতে পারে!
>>কাজেই পোশাক বা চাল-চলনে ছেলে/মেয়ে উভয়কেই শালীনতা বজায় রেখে চলতে হবে আর বাকিটা নিজের মানসিকতা, রুচি আর ঈমানের উপর নির্ভর করে!
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন