গাও ছুঁইয়া ছুঁইয়া যায়...।

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৯ জুন, ২০১৪, ১২:৩৯:২৬ দুপুর

>গাউসিয়া মার্কেট মানেই ঠেলা-ঠেলি...আর মেয়েদের স্রোত সাথে ছেলেরা তো আছেই! এখানে গেলে নিজে হাঁটতে হয় না।। স্রোতের আর মানুষের ধাক্কায় এ পাশ থেকে ওপাশ চলে যাওয়া যায়।। বসুন্ধরা/ মৌচাক বা অন্য কোথাও যাই না কেন, গাউসিয়ায় না গেলে কেন যেন শপিং করাটা ঠিক ঠাক মত হয় না! অনেকে হয়তো বলবে- ঠেলা খাইতে যান? না কি কম দামে জিনিস কিনতে যান? বলবো না- হ্যাঁ ! তবে এখানে শপিং করে ইচ্ছেমত পছন্দসই অনেক কিছুই পাই বলেই যাই!

>যাক- প্রসঙ্গ - গাও ছুঁয়ে যাওয়া ...! এখানে শত শত মানুষের ভিড়ে এক শ্রেনীর ছেলে/ পুরুষ নামক অমানুষও যায়... যারা সুযোগের স্বদব্যবহার করতে ছাড়ে না! এরা ইচ্ছে কৃত ভাবে গুতা বা ঠেলা দিবেই ! কখনো একা যাই না, সব সময় খালা/ মা থাকেই! খালা গেলেই পেছনে থাকে আর সামনে চিপায়-চুপায় মেয়েদের পাশ দিয়ে আমি চলার চেষ্টা করি! এবার গিয়েও তাই করছিলাম- কিন্তু শপিং করতে করতে এ দোকান সে দোকান এর মধ্য দিয়ে যেতে যেতেই এক বদমাশ পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করেই মারলো ধাক্কা, পড়ে যাওয়ার আগেই (বুঝতে পেরে) ঘুরে বদমাশের পিঠে দিলাম জোরসে খামচি! (সুয়ারেজের মত কামড়াতে পারি নাই) ! বদমাশ শুধু ঘুরে পিঠে হাত দিয়ে ঠেলা-ঠেলি করে ভেগে গেল, বুঝেছিল ঘুরে দাঁড়িয়ে কিছু বললেই আরো কিছু হতে পারে।

>>আফসোস ডান হাতের নখ বড় ছিল না নইলে খামচি দিয়ে ওর পিঠের চামড়া অন্তত ছিল্লা দিতে পারতাম... ! কিছু মানুষ থাকে যাদের সামনে গায়ে বস্তা পড়ে গেলেও তারা মেয়েদের দিকে কুদৃষ্টি দিতে কিংবা এ ধরনের অপকর্ম করতে পিছ-পা হয় না!

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239943
২৯ জুন ২০১৪ দুপুর ১২:৫৯
আওণ রাহ'বার লিখেছেন : অনেক সময় অনিচ্ছাকৃত এমন হয়ে যায়।
একদম অনিচ্ছাকৃত।
আমি একবার এরকম হাটছিলাম তো হুট করে একজনের পাঞ্জাবীর পকেটে সম্ভবত সোয়েটারো হতে পারে হাত ঢুকে গেছিলো তখন লোকটা রেগে ফায়ার কিন্তু আমার চেহারার বরকতে সে যাত্রায় রক্ষা পাই।
কারন সে বুঝতে পেরেছিলো এটা অনিচ্ছাকৃত এবং অ্যাক্সিডেন্ট।
চলার পথে অনেক রকম ভুল হয় তবে মাঝে মাঝে মিসটেকও হয়ে যায়।
তবে সেটা বুঝারো ভুল হয় অনেক সময়।
২৯ জুন ২০১৪ দুপুর ০২:১২
186209
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাইয়া হতে পারে, অস্বীকার করবো না ! এন আপনার ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু আমার ক্ষেত্রে ইচ্ছেকৃত ছিল যে ব্যাপারটা তা লোকটার ধাক্কা দেয়ার ভঙ্গিতেই বোঝা গেছে!
239948
২৯ জুন ২০১৪ দুপুর ০১:৩০
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথমত উলঙ্গ সভ্যতার মিছে দাবীদার মানুষদের বাস্তব স্বরূপ তুলে ধরে হৃদয় ছোড়া পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে। সবচেয়ে উপেক্ষিত এ বিরক্তিকর বিষয়টি যেন আমরা সয়ে গেছি। চারিদিকে অন্যায় হাহাকার, রাহাজানি, জীবন্ত মানুষ খুন, কোরবানীর গরুর মত মানুষ জবাই, এসবের তুলনায় আপনার বিষয়টি খুবই তুচ্ছ হলেও সম্মানি লোকের কাছে এটি অনেক বড় বিষয়।

লেখালেখির মাধ্যমে যদি কারো মনে সামান্যতম পরিবর্তন আনা যায়, এতে্ই বা কম কিসে? ধন্যবাদ।
২৯ জুন ২০১৪ দুপুর ০২:১৩
186210
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া, আসলে অন্যায় দেখতে দেখতে কেমন যেন সব গা সওয়া হয়ে যাচ্ছে মানে আমরা সয়ে নিচ্ছি প্রতিবাদ করছি না কিংবা করলেও অনেক ক্ষেত্রে ফল পাওয়া যাচ্ছে না! হু ব্যাপারটা তুচ্ছ হলেও চলতি পথে এরকম অনেক ঘটনার শিকার মেয়েরা হয় কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই প্রতিবাদ করে না ভয়ে বা লজ্জায়।। আপনাকেও অনেক ধন্যবাদ বিষয়টা মন থেকে উপলব্ধি করার জন্য! আমি পোস্টটা ডিলেট করতে এসেছিলাম, ভেবেছিলাম- হয়ত এটা পড়ে অনেকেই আমাকেই খারাপ বলবে!
239960
২৯ জুন ২০১৪ দুপুর ০২:৪৪
হাকালুকি লিখেছেন : খামছি নয়, ঐ বদমাইসটাকে একটা থাপ্পর দেওয়া দরকার ছিল, যাতে ভবিষ্যতে কোন মেয়ের দিকে তাকানোর আগে এই থাপ্পরের কথা মনে পরে ।
২৯ জুন ২০১৪ রাত ০৮:৫১
186306
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : পেছন থেকে থাপ্পর দেয়ার সুযোগ পাই নাই ভাই!
239965
২৯ জুন ২০১৪ দুপুর ০৩:২৬
আহমদ মুসা লিখেছেন : এসব স্থানগুলোতে কিছু কিছু খারাপ পুরুষ যেমন যায় আবার কিছু কিছু খারাপ মেয়েও যে যায় না তাও কিন্তু নয়। এখানে বিষয়টি নারী এবং পুরুষকে আলাদা চোখে না দেখে একজন অপরাধীর কু প্রবৃত্তি হিসেবেই দেখা উচিত। সাধারণত কোন নারী শালীন পোষাক পড়ে, তার শরীরের লোভনীয় অংশ (যা বিপরীত মেরু হওয়ার কারণে পুরুষকে স্বাভাবিক কারণেই আকৃষ্ট করে) গুলোকে পর পুরুষের কু-দৃষ্টি যাতে না পরে সে ধরণের আত্মরক্ষামূলক ব্যবস্থা প্রথমে নারীকেই গ্রহণ করা উচিত।
কোন মেয়ে বদমাইশ ছেলেদের লুইচ্চামীর জবাব যদি খামচি মেরে অথবা অন্য কোন শারিরিক ক্রিয়াকলাপের মাধ্যমে দেয়ার চেষ্টা করে তা কোন বাহবা পাওয়ার মত বীরাঙ্গনা নয়। একজন নারী তার কথাবার্তা, আচার আচারণ স্বাভাবজাত রুচিবোধের মধ্যেই তার নারীত্ব প্রকাশ করার যোগ্যতা বা পারদর্শিতা দেখানোই আসল বীরাঙ্গনা।
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
186265
আফরা লিখেছেন : ১০০% একমত পোষন করছি আপনার সাথে আহমদ মুসা ভাইয়া ।
২৯ জুন ২০১৪ রাত ০৮:৫১
186307
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমার সাথে যেটা ঘটেছে আমি কিন্তু সেটাকে অপরাধ হিসেবেই দেখেছি এন চুপ চাপ সয়ে না গিয়ে একটু হলেও প্রতিবাদ করেছি, মনে হয় না ভুল করেছি ভাইয়া! আর আমি অশালীন ভাবে যাইনি, আমি বোরখা পড়ি না কিন্তু ওড়না দিয়ে শালীনভাবে কিভাবে চলা যায় সেটা জানি। মোটেও বাহবা পাওয়ার জন্য বলিনি ঘটনাটা তুলে ধরেছি, অনেক মেয়েই এ ধরনের ঘটনায় পড়ে, আমি শুধু সেটা প্রকাশ করেছি । আর আপনি কিন্তু অপরাধটাকে গুরুত্ব না দিয়ে পোশাকের কথাতে এসেছেন- যেমন কেউ ধর্ষিত হলে এমনকি ৩/৪ বছরের বাচ্চা ধর্ষিত হলেও আগে পোশাকের কথা তুলে!
২৯ জুন ২০১৪ রাত ০৮:৫১
186308
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমার সাথে যেটা ঘটেছে আমি কিন্তু সেটাকে অপরাধ হিসেবেই দেখেছি এন চুপ চাপ সয়ে না গিয়ে একটু হলেও প্রতিবাদ করেছি, মনে হয় না ভুল করেছি ভাইয়া! আর আমি অশালীন ভাবে যাইনি, আমি বোরখা পড়ি না কিন্তু ওড়না দিয়ে শালীনভাবে কিভাবে চলা যায় সেটা জানি। মোটেও বাহবা পাওয়ার জন্য বলিনি ঘটনাটা তুলে ধরেছি, অনেক মেয়েই এ ধরনের ঘটনায় পড়ে, আমি শুধু সেটা প্রকাশ করেছি । আর আপনি কিন্তু অপরাধটাকে গুরুত্ব না দিয়ে পোশাকের কথাতে এসেছেন- যেমন কেউ ধর্ষিত হলে এমনকি ৩/৪ বছরের বাচ্চা ধর্ষিত হলেও আগে পোশাকের কথা তুলে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File