হু... মাঝে মাঝে এই মনের মেঘও…
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৯ জুন, ২০১৪, ০৮:০৩:৪৫ রাত
দক্ষিন মুখো বাড়ান্দায় সেই ভোর থেকে
এলোমেলো বাতাসে তোকে দেয়া ……..
সেই সাদা পাঞ্জাবীটার সাথে লাল টুকটুকে ওড়নাটা উড়ছে... !
ভাললাগার পরশে যতবার-ই হাত বাড়িয়ে আলতো করে
সেই ওড়নাটাকে ছুঁতে যাই জানি না কেন ততবার-ই তা
প্রখর রোদ হয়ে আমায় জ্বালিয়ে দেই...!
ড্রেসিং টেবিলের ড্রয়ারে চুড়ির ডালাটাতে
ডজন খানেক নীল চুড়ি তুলে রাখা আছে...
লেপ্টে আছে সেখানে কিছু ভালোবাসার স্পর্শ ...
গাধা, সেই যে ভ্যালেন্টাইনে লাল চুড়ি না দিয়ে
নীল চুড়ি দিয়েছিলি...
পড়তে গেলাম সেই গোছা খানেক চুড়ি...
একটা চুড়ি ভেঙ্গে গিয়ে হাত কেটে গেলো আমার... !
বুকের ভেতরে দ্রিম দ্রিম শব্দে কে যেন বলে চলেছে--
আজ বৃষ্টি নামবে তোর আকাশে...
যদিও আষাঢ়ের বৃষ্টির কোন নাম নেই এখানে...
ইচ্ছে করেই আজ শাড়ী পড়লাম...
সেদিনের মত যেদিন বৃষ্টিতে ভিজে
আমার চোখে ডুব দেয়ার আগে তুই বলেছিলি-
শাড়ী পড়বি কিন্তু... !
হু... মাঝে মাঝে এই মনের মেঘও…
ঘন কালো আঁধারে ঢেকে যায়...
শুরু হয় সেখানে তুমুল বর্ষণ ...
তুই কি জানিস সেটা...?
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ। ভাল লাগা একটা কবিতা। কবিতাকেই আমি বেশী পছন্দ করি। কারণ স্বল্প লাইনে মহাকাব্যর অবতারণা।
ভাল লাগা রেখে গেলাম কবির জন্য। তবে থামবেনা।
মন্তব্য করতে লগইন করুন