ঈদ মোবারক!!! আসুন জানি-হাদিসের আলোকে ঈদ এবং ঈদের পালনীয় বিধান গুলি৷

লিখেছেন লিখেছেন শরিফুল ইসলাম শরীফ ২৮ জুলাই, ২০১৪, ১১:৩৪:০৫ রাত

ঈদের চাঁদ দেখা গেছে৷ আগামী কাল ঈদ! ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে এটি,দীর্ঘ এক মাস সিয়াম সাধনার ফসল হলো-এ ঈদুল ফিতর!প্রতি বছরে মুসলিমদের জন্য দুটি ধর্মীয় উৎসব পালিত হয়!তার মধ্যে একটি হলো-এই ঈদুল ফিতর৷ আসুন আমরা এখন হাদিসের আলোকে ঈদ এবং ঈদের পালনীয় বিধানাবলী গুলি জানি:

"আনাস বিন মালিক (রাHappy থেকে বর্ণিত,

রাসূল যখন মদীনায় আসলেন-দেখলেন,

মদিনাবাসীরা দুটি দিনে আনন্দ ফূর্তি করে!

তিনি জিজ্ঞেস করলেন-এ দিন দুটি কি?

তারা বলল-আমরা জাহিলিয়া যুগে এ দুদিন আনন্দ-ফূর্তি করতাম!

রাসূল বলেন- আল্লাহ এ দুদিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটো দিন তোমাদের দিয়েছেন৷

তা হলো- ঈদুল আযহা ও ঈদুল ফিতর৷ (আবুদাউদ-৯৫৯)

বিধনাবলী:

(১) ঈদের দিন রোযা রাখা নিষেধ৷ (বুখারী-১৮৫৫)

(২) ঈদ উপলক্ষে পরস্পর শুভেচ্ছা বিনিময় করা৷(বায়হাকী-২/৩১৯)

(৩) পায়ে হেঁটে ঈদগাহে গমন করা৷(বুখারী-৯৩৩)

(৪) ইহা ছাড়া আরও কিছু:

তাকবীর পাঠ করা,গোসল করা,ভাল কিছু পরিধান করা এবং খাওয়া,ঈদের নামাযের প্রতি যত্নশীল হওয়া৷

(৫) ঈদের নামায:

ক*ঈদের নামাযে আজান ও ইকামত নেই৷(মুসলিম-১৪৭০)

খ*প্রথমে ঈদের নামায তারপরে খুতবা,নামায দুরাকাত!(বুখারী-৯০৩)

গ*খুতবা শোনা৷(নাসাঈ-১৫৫৩)

___ঈদ মোবারক!!!

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249206
২৯ জুলাই ২০১৪ রাত ০১:৫৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
258055
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৭
শরিফুল ইসলাম শরীফ লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File