জীবন পণ

লিখেছেন লিখেছেন শরিফুল ইসলাম শরীফ ২২ জুন, ২০১৪, ০১:০২:২৬ দুপুর

প্রথমে করিতেছি আমি জীবন পণ,

স্বদেশের তরে রাখিবো বাজি জীবন!

দেশমাতার মুক্তিকামী মোদের গর্ব,

দেশের জন্য জীবন করবো উৎসর্গ!

দেশের জন্য দিয়ে গেছে যারা জীবন,

তাদের কথা রাখিবো সর্বদা স্বরণ!

সকল মানুষকে ভালোবাসিবো ভবে,

ঘৃণা করিবোনা কখনও তাদেরকে!

পরের উপকার করবোও সর্বদা,

অপকার তাঁরে কখনও করবো না!

মোদের স্বাধীনতা,সাম্য ও মৈত্রী বলে,

থাকবো মোরা মিলেমিশে পৃথিবী 'পরে!

সৃষ্টিকর্তায় বিশ্বাস করবো সর্বদা,

করবো না মোরা তার সাথে শীরকতা৷

(নতুন যোগদান করেছি,এই জন্য সকলকে রইল লাল গোলাপের শুভেচ্ছা৷)

বিষয়: সাহিত্য

১০৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237493
২২ জুন ২০১৪ দুপুর ০১:২৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
237494
২২ জুন ২০১৪ দুপুর ০১:২৯
দুষ্টু পোলা লিখেছেন : লাল গোলাপের শুভেচ্ছা Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose
237501
২২ জুন ২০১৪ দুপুর ০১:৪০
আব্দুল গাফফার লিখেছেন : এক কথায় চমৎকার Roseআপনাকে স্বাগতম Good Luck
237515
২২ জুন ২০১৪ দুপুর ০২:২৮
শরিফুল ইসলাম শরীফ লিখেছেন : @ দুষ্টু পোলা এবং গফ্ফার ভাই,
___কবিতাটি পড়া এবং মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ৷ ভাইজানেরা পাশে থাইকেন কিন্তু৷
237520
২২ জুন ২০১৪ দুপুর ০২:৪৯
শরিফুল ইসলাম শরীফ লিখেছেন : @ দুষ্টু পোলা এবং গাফফার ভাই,
কবিতা টি পড়া এবং সুন্দর মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ! ভাই জানেরা পাশে থাইকেন কিন্তু৷
237546
২২ জুন ২০১৪ দুপুর ০৩:৪২
ফেরারী মন লিখেছেন : সৃষ্টিকর্তায় বিশ্বাস করবো সর্বদা,
করবো না মোরা তার সাথে শীরকতা৷


অসাধারণ সুন্দর লাগলো পড়ে। Rose
237591
২২ জুন ২০১৪ বিকাল ০৫:৪৫
শরিফুল ইসলাম শরীফ লিখেছেন : @ ফেরারী মন,
ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ!
237657
২২ জুন ২০১৪ রাত ০৮:৪২
পুস্পিতা লিখেছেন : খুবই ভাল ভাল পণ করেছেন। পুরণ করার সুযোগ যেন হয় সে কামনা করছি...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File