জীবন পণ
লিখেছেন লিখেছেন শরিফুল ইসলাম শরীফ ২২ জুন, ২০১৪, ০১:০২:২৬ দুপুর
প্রথমে করিতেছি আমি জীবন পণ,
স্বদেশের তরে রাখিবো বাজি জীবন!
দেশমাতার মুক্তিকামী মোদের গর্ব,
দেশের জন্য জীবন করবো উৎসর্গ!
দেশের জন্য দিয়ে গেছে যারা জীবন,
তাদের কথা রাখিবো সর্বদা স্বরণ!
সকল মানুষকে ভালোবাসিবো ভবে,
ঘৃণা করিবোনা কখনও তাদেরকে!
পরের উপকার করবোও সর্বদা,
অপকার তাঁরে কখনও করবো না!
মোদের স্বাধীনতা,সাম্য ও মৈত্রী বলে,
থাকবো মোরা মিলেমিশে পৃথিবী 'পরে!
সৃষ্টিকর্তায় বিশ্বাস করবো সর্বদা,
করবো না মোরা তার সাথে শীরকতা৷
(নতুন যোগদান করেছি,এই জন্য সকলকে রইল লাল গোলাপের শুভেচ্ছা৷)
বিষয়: সাহিত্য
১১৬৮ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
___কবিতাটি পড়া এবং মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ৷ ভাইজানেরা পাশে থাইকেন কিন্তু৷
কবিতা টি পড়া এবং সুন্দর মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ! ভাই জানেরা পাশে থাইকেন কিন্তু৷
করবো না মোরা তার সাথে শীরকতা৷
অসাধারণ সুন্দর লাগলো পড়ে।
ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ!
মন্তব্য করতে লগইন করুন