অল্প পুঁজিতে অধিক লাভ।
লিখেছেন লিখেছেন নুসরাত জাহান ১৭ জুন, ২০১৪, ০৩:১৭:৩৭ রাত
কিছুদিন পূর্বে রবিবারে সাপ্তাহিক প্রোগ্রামে আমাদের এক বোন সদকায়ে জারিয়া সম্পর্কে speech দিয়েছিলেন যা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং মনে হয়েছে অল্প খরচে অধিক লাভবান হওয়ার একটা সুন্দর পদ্ধতি,যাতে লাভের অংশ মৃতুর পরেও আমরা পেতে থকবো
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত।রাসূল (দঃ) ইরশাদ করেছেন- যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়।তবে তিনটি আমল বন্ধ হবেনা:-
১. সদকায়ে জারিয়া
২. এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায়।
৩. নেক সন্তান যে তার জন্য দুয়া করে।
-সুনানে আবু দাউদ হাদিসনং-২৮৮২; মুসলিম
শরীফ হাদিস নং-৪৩১০;
আল্লাহ আমাদের তওফিক দান করুন যাতে আমরা আজ থেকেই এই কাজে অংশগ্রহন করতে পারি। আমিন।
বিষয়: বিবিধ
১০৪৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আ-মী-ন।
মন্তব্য করতে লগইন করুন