মানব মস্তিস্ক সম্পর্কে অল্প কিছু কথা
লিখেছেন লিখেছেন স্পর্শের বাইরে জাহিদ ১৩ জুন, ২০১৪, ১০:৪৭:৪৩ সকাল
● মানুষের মস্তিষ্কে যদি ৫
থেকে ১০ মিনিট অক্সিজেনের
সরবরাহ
না থাকে তাহলে তা চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ
হতে পারে।
● গড়পরতা ৪০ বছর বয়স
পর্যন্ত মানুষের মস্তিষ্ক
পক্বতর হতে পারে।
● আমাদের শরীরে প্রবাহিত মোট
অক্সিজেন ওরক্তের শতকরা বিশ
ভাগই মস্তিষ্ক ব্যবহার করে।
● জেগে থাকা অবস্থায় আমাদের
মস্তিষ্ক যে পরিমাণ
শক্তি উত্পন্ন করে তা ছোট
একটি বৈদ্যুতিক বাতি জ্বালানোর
জন্য প্রয়োজনীয় বিদ্যুতের
সমতূল্য।
● গঠন বিবেচনায় আমাদের
মস্তিষ্কের ৬০ শতাংশই
হলো চর্বি।
● একজন মানুষের মস্তিষ্কের
ওজন সাধারণত তার দেহের
ওজনের শতকরা ২ ভাগের
মতো হয়।
● গবেষকদের মতে মানব
মস্তিষ্ক যে পরিমাণ তথ্য ধারণ
করতে পারে সেটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার
মোট তথ্যের প্রায় পাঁচ গুণ।
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই হাইপোগ্লাইসেমিয়াতে (রক্তে গ্লুকোজের পরিমান কমে গেলে) নিউরোলোজিকাল (স্নায়ুবিধ) সাইনই (লক্ষণই) বেশী প্রকট হয়ে ওঠে ।
তাই এরকম হলে যতদ্রুত সম্ভব ভিকটিমকে গ্লুকোজ বা চিনির সরবত বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ানো হয় ।
মন্তব্য করতে লগইন করুন