আমার সোনার বাংলাটা কেমনজানি হয়ে যাচ্ছে। দেশটা দিনেদিনে অধপতনের দিকে যাচ্ছে,
লিখেছেন লিখেছেন মোহাম্মদ খোরশেদ আলম ১৮ আগস্ট, ২০১৪, ১১:০৩:৫৩ রাত
আমার সোনার
বাংলাটা কেমনজানি হয়ে যাচ্ছে।
দেশটা দিনেদিনে অধপতনের
দিকে যাচ্ছে,
আমি এখানে আইনশৃংখলা বাহীনি ,
জনপ্রতিনিধি ও
সরকারকে দায়ী করবো কারণ তারাই
পারে একটা সুখি সমৃদ্ধ সমাজ গড়তে।
মানবাধিকার একপ্রকার নেই বল্লেই
চলে। কারণ যারা মানবাধিকার
রক্ষার দায়িত্ব আছেন
তারা নিজেরাই অপকর্ম করছে।
কিছুদিন আগে কক্সবাজার
মানবাধিকার কর্মি ইয়াবা সহ
গ্রেফতার হয়েছে। আর
পার্বত্যঞ্চলে প্রতিনিয়ত
ঝরছে প্রান। এখানে আগে শুনতাম
শিকারিরা বন্যপ্রাণী শিকারে আসতো এখন
শুনি দেখি পাখির মত নিরিহ মানুষ
মারছে সন্ত্রাসীরা এখানকার
নিরিহ উপজাতিরা ও
বাঙ্গালীরা কয়েকটি সন্ত্রাসী সংগঠনের
হাতে জিম্মি । এর থেকে উত্তরণের
কোন পথ কি নেই?
বিষয়: বিবিধ
৮৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব থেকে জাতী মুক্তি চায়।
মন্তব্য করতে লগইন করুন