Thumbs Up ব্লগে দু'বছর ও শততম পোষ্ট Thumbs Up

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২১ মে, ২০১৬, ০৩:৪৮:৪৩ দুপুর



আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শ্রদ্ধেয়/শ্রদ্ধেয়া ব্লগার/ব্লাগারানী বৃন্দ।

২০১৪ সালের এই দিনে আপনাদের মেলায় যোগ হতে পেরে অনেক আনন্দিত হয়েছিলাম, নিজের কাছে লিখার মত কোন যোগ্যতা ছিলনা, তবুও আপনাদের পোষ্টে কমেন্ট করতে পারবো ভেবে।

দেখতে দেখতে হায়াতে জিন্দেগী থেকে দুটি বছর খসে গেল। এ দুটি বছরে, জানিনা আখিরাতের জন্য কতটুকু জোগাড় করতে পেরেছি।

ব্লগে আসার পর থেকে এতটুকু উপলব্ধি করেছি যে, জ্ঞানীদের এই রাজ্যে আমি অযোগ্য, তবুও (খেতে খেতে গলা আসে, হাঁটতে হাঁটতে নালা আসে) এই আঞ্চলিক প্রবাদের মত টুকিটাকি লিখতে থাকি।

এখন খুব কাবেল হয়ে উঠেছি এমন নয়, তবে এতটুকু বলতে পারি যে, টুকিটুকি লিখার চেষ্টা করলে সামান্য হলেও লিখতে পারি, এটি ব্লগের অনস্বীকার্য্য অবদান।

ছোট কালে বিভিন্ন মাসিক ম্যগাজিনে লিখক তৈরী করার জন্য লিখা আহবান করা হতো, দ'টাকার খামে ভরে চিঠি পাঠাতে হতো, উনাদের মত হলে ছাপতো, না হলে রিজেক্ট। একটি লিখা পাঠিয়ে ৩ থেকে ৪ মাস অপেক্ষা করতে হতো, হতাশ হয়ে কেউ হয়তো পুণঃরায় আর লিখতো না, লিখক হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যেত।

কিন্তু বর্তমানে ফেবু/ব্লগের কল্যানে লিখক হওয়া অনেকটা সহজ, তবে লিখার মান যাচাই করতে ব্লগই সর্বশ্রেষ্ঠ প্লাটফরম মনে হয় আমার কাছে।

আমার এ ব্লগীয় জীবনে অনিয়মিত কখনো হয়নি, দেশে গেলে হয়তো ব্যস্ততায় দু'এক মাস নিয়মিত হওয়া কষ্টকর হয়ে যায়, তবুও অন্তত দিনে একবার করে হলেও হেড লাইনগুলো দেখে যেতাম।

এ'দুবছরে প্রায় অনেক সম্মানিত ব্লগার ভাই/বোনকে আপন করে পেয়েছি, দু'তিন জন ব্লগারের সাথে মতভিন্নতার কারণে তর্কাতর্কিও হয়েছে, তবুও কারো দীর্ঘ অনুপস্থিতিতে মনটা কেমন যেন আহত হয়। আমায় কথায় প্রিয় ভাই/বোন বিদায় হয়ে যায়নি তো! ফিরে এলেই শুকরিয়া জানাই, নিয়মিত হওয়ার আহবান জানাই।

হারিয়ে যাওয়া ব্লগার যার সাথে আমার তর্ক হয়েছিল: "ইমরান ভাই" এর সাথে ইমামের পিছনে সূরায়ে ফাতিহা পড়া নিয়ে। ইসলামীক স্কলারদের মাঝে সবচেয়ে বড় মতভিন্নতা হল এই মাসআলাটি। কেউ বলছে ছাড়লে নামায হবে না, আবার কেউ বলছে পড়লে নামায হবে না। অর্থাৎ হারাম হালালের পর্যায়ে মতানৈক্য শুধু এই মাসআলাটি নিয়ে। বাকি সব মত ভিন্নতা উত্তম অনুত্তম, সুন্নাহ মুস্তাহাব নিয়ে।

সেই ইমরান ভাইকে আজো খুজি, আল্লাহ ওনার মঙ্গল করুক।

দু'বছরের চলার পথে যাদের অাপন করে পেয়েছি, তাদের ফিরিস্তিও অনেক লম্বা, কারো সাথে ইতি মধ্যে দেখা হয়েছে, কারো সাথে দুনিয়াতে না হলেও আখিরাতে সাক্ষাতের অপেক্ষা করবো ইন শা আল্লাহ।

এক আন্তরীক মায়ার টানে কথাগুলো বলা, এই টান ও অনুভূতি একমাত্র মুসলিম ও ইসলামকে ভালোবেসেই তৈরী হয়।

আসলে ব্লগের কল্যাণে এমন এক বন্ধনে জড়িয়েছি যে, কয়েকদিন ব্লগে না এলে মনে হয় কিছু যেন হারিয়ে যাচ্ছে, পরে এসে পিছনের পোষ্টগুলো একটু ঘুরে দেখি। না সব ঠিকই আছে। মনের যে এক আবেগী টান এখানের ব্লগারদের প্রতি, তা লিখে বুঝানো যাবে না।

দু'বছর ফুর্তি ও শততম পোষ্টে সবার জন্য ভার্চুয়াল মিষ্টি ও সুগারীদের জন্য ভার্চয়াল বিরিয়ানীর আয়োজন।



সবার জন্য শুভ কামনা ও শুভেচ্ছা রইল। আল্লাহ সকলের মঙ্গল করুক।

বিষয়: বিবিধ

১৩৪৬ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369731
২১ মে ২০১৬ দুপুর ০৩:৫৫
বাকপ্রবাস লিখেছেন : Rose Rose Rose Rose আপনার মিষ্টি খাইতে আসার আগে আমার ওয়ালে ঢু মারলাম, ১২৪৫ টি পোষ্ট হয়েছে আমার
২১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
306817
আবু জান্নাত লিখেছেন : ভাই আপনাদের হাতের জোশ ভালো, আপনারা একাধারে কবি, লিখক, গল্পকার, কিশ্চেন ডিরেক্টর। আমি তো বেহুদা নগন্য।

শুকরিয়া।

২২ মে ২০১৬ রাত ০৩:১৬
306853
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Tongue Tongue Tongue Tongue Surprised Surprised Surprised Crying Crying Crying
369733
২১ মে ২০১৬ বিকাল ০৪:৫৯
কুয়েত থেকে লিখেছেন : খেতে খেতে গলা আসে হাঁটতে হাঁটতে নালা আসে বলতে বলতে বক্তা, না বলতে নাবলতে তকতা। মোবারকবাদ সহ অনেক অনেক ধন্যবাদ আরো অনেক দূর এগিয়ে যান দোয়া রইলো
২১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
306814
বিবর্ন সন্ধা লিখেছেন : না বলতে, না বলতে তকতা Surprised Surprised Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
306818
আবু জান্নাত লিখেছেন : আপনার দোয়া আমার চলার সাথী হোক। আপনার জন্য অসংখ্য শুকরিয়া।

বিবর্ণাপু, এভাবে হাসির মানেটা কি?

369735
২১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
বিবর্ন সন্ধা লিখেছেন : السلام عليكم ورحمة الله وبركاته


নাহ, আজ বিরিয়ানি নয়,
মিষ্টি ই হয়ে যাক।
( যদি ও আজ বৃষ্টির দিন,
বিরিয়ানিতে ই জমতো বেশ Tongue)


" কারো সাথে ইতি মধ্যে দেখা হয়েছে, কারো সাথে দুনিয়াতে না হলেও আখিরাতে সাক্ষাতের অপেক্ষা করবো ইন শা আল্লাহ। "" মহান আল্লাহ, আপনার ইচ্ছা পূরণ করুন, আমিন Good Luck
২১ মে ২০১৬ রাত ০৮:৩৭
306822
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! বিরানি খাবো একটু এসে রান্না করে দিয়ে যাননা আপু।
২১ মে ২০১৬ রাত ০৮:৪৭
306825
আবু জান্নাত লিখেছেন : তাহলে বিরিয়ানিই খেয়ে যান।
সত্যিই কথাগুলো মন থেকে বলেছি, কেমন যেন সবার সাথে একটা আন্তরীকা গড়ে উঠেছে, অথচ মানুষগুলো চিনিনা জানি না, শুধু ব্লগেই পরিচয়, তবুও কেমন যেন যুগযুগান্তরের আপন। শুকরিয়া আপু।

২১ মে ২০১৬ রাত ১০:৫২
306837
বিবর্ন সন্ধা লিখেছেন : আরেএ
বিরানি রান্না কোন ব্যাপার নাকি??Surprised
শুধু বিরানির এক প্যাকেট মসলা হলে ই হলো।Tongue Tongue
আমাদের কথা ভেবে, রান্না বান্নার বিষয় গুলো এখন অনেক সহজ লভ্য করা হচ্ছে, আমাদের কে শুধু পেটের ক্ষিদাটা কে খিলি মেরে, রান্না সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ মে ২০১৬ রাত ১১:১৭
306839
আবু জান্নাত লিখেছেন : শুধু মসলা দিয়েই কি বিরিয়ানী হয়ে যায়?
হায়দ্রাবাদী বিরিয়ানী প্রবাসে খুবই প্রসিদ্ধ, আবুধাবীতে এসব দোকানে সমসময় ভিড় লেগেই থাকে।

আপনার জানা থাকলে বিস্তারীত রিসিপি দেন, আমিও দেশে গেলে ট্রাই করে দেখবো।

২২ মে ২০১৬ সকাল ০৭:০৯
306861
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেদিন আর কাউকে না চিনলেও ভেটকি ওয়ালীকে ঠিকই চিনে ফেলবেন। কারণ চিরায়ত ভেটকি।
369739
২১ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
হতভাগা লিখেছেন : আল'হামদুলিল্লাহ ! আপনাকে মোবারকবাদ ।

আপনার টুডে ব্লগ জীবন আরও দীর্ঘায়ু লাভ করুক - আমিন ।
২১ মে ২০১৬ রাত ০৮:৫৮
306826
আবু জান্নাত লিখেছেন :
জাযাকাল্লাহ, অনেক অনেক শুকরিয়া।
আমীন ছুম্মা আমীন।
369746
২১ মে ২০১৬ রাত ০৮:৩৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এগুলো ভার্চুয়াল না হয়ে রিয়েল হলেই বেশি ভাল হতো। ক্ষিদা লেগেছে ভালোই। বাসায় কেই নেইতো তাই এখন আবার রান্না করতে হবে। Crying
২১ মে ২০১৬ রাত ০৯:০০
306828
আবু জান্নাত লিখেছেন : কান্নাকাটির কিছু নেই, পার্সেল পাঠিয়ে দিবো, সমস্যা হল আকাশের ঠিকানায় পাঠাতে হবে যে! :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking

শুকরিয়া আপু।

২১ মে ২০১৬ রাত ১১:০১
306838
বিবর্ন সন্ধা লিখেছেন : বাই দা
রান্না বান্না
কান্না কাটি, Tongue

খানা পিনা কি হলো কিছু??
নাকি রান্নার লোকের অভাবে,
পেটের ক্ষিদা, পেটে ই মরচ্ছে??Crying Crying

ঠিকানা তো দেও না যে খুজ খবর নিবো Broken Heart Broken Heart
২১ মে ২০১৬ রাত ১১:২২
306841
আবু জান্নাত লিখেছেন : ঠিকানা পেলে তো বাড়িতে ঝেঁকে বসবেন, তখন বিদায়ের পথ গুনতে হবে, তাই হয়তো ঠিকানা দিবে না। Rolling on the Floor Rolling on the Floor
২১ মে ২০১৬ রাত ১১:২৭
306842
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খেয়েছি আপু। ছোটকাল থেকে রান্না বান্না করছি তাই লোকের অভাবে না খেয়ে থাকব কেন? সব রকম রান্না বান্না ই পারি কারন করতে হয় তো মাঝে মধ্যেই। হুম আপনি দেখছি দয়ার সাগর। প্রোপিকে কি আপনার ছেলে? সাবধানে রাখবেন বাপু আমার আবার কিউট কিউট বেবি দেখলে চুরি করে নিয়ে যেতে ইচ্ছে হয়।
২১ মে ২০১৬ রাত ১১:৩৭
306843
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার ঠিকানা হল: ব্লগার ঘুম ভাঙ্গাতে চাই, টুডে ব্লগ, ঢাকা, বাংলাদেশ। হেহে!
২২ মে ২০১৬ সকাল ০৭:১৪
306862
গাজী সালাউদ্দিন লিখেছেন : এতো বড় পেটে বিরানি কিংবা মিষ্টি পুঁটির আধার মনে হবে। ঘুমকে খোদার খাসি খাওয়ান, একেবারে পুরোটাই। আর মিস্টি খাওয়াতে ভুলবেননা কিন্তু। গাল এখনো কিছুটা স্ফীত হয়ে আছে।
আচ্ছা, আখেরাতে ঘুম কর্মীকে চিনবেন কেমন করে? সেখানেও কি ঘুম কর্মী হিসেবেই দায়িত্ব পালন করবে?
২২ মে ২০১৬ সকাল ০৮:৪৭
306867
বিবর্ন সন্ধা লিখেছেন : খোদার খাসি আবার কি Frustrated Waiting Waiting Waiting
২২ মে ২০১৬ সন্ধ্যা ০৭:০১
306899
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি মোটেও পেটুক নই। খাসির গোস্ত আমার ভালো লাগেনা বাজে একটা গন্ধ থাকে ওটা সহ্য করতে পারিনা, মুরগীর গোস্তেও একটা বাজে গন্ধ থাকে তবে দেশী মুরগী রোস্ট করলে খাই। চর্বি ছাড়া গরুর গোস্ত অল্প ভাল লাগে। ওজন কখনো বাড়াইনা এটা কোন ফ্যাশনের জন্যও না আমার শারিরিক অসুস্হতার জন্য ওজন নিয়ন্ত্রণ করতে হয়। আর কুরআনের কথা অনুযায়ী, কিয়ামতের দিন আপন মাও তার সন্তানকে অস্বীকার করবে, বাবা, ভাইবোন, বন্ধু কেউ কাউকে চিনবেনা সবাই নিজের ব্যাপারে শংকিত থাকবে। যেখানে সবচেয়ে আপন- মা-বাবাই সন্তানকে অস্বীকার করবে, সেখানে আমি কোথাকার কে? আর আপনাকে চিনতে পারলে পিঠের উপর আগে দমাদম কয়েকটা কিল বসাবো তাহলে বুঝে যাবেন, আমি কে? হত তো?? Frustrated Frustrated Frustrated ই ই.... এই লোকটার নাম হওয়া উচিত ছিল পাজি সালাহউদ্দিন ভুল করে গাজি রেখেছে!!
২২ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
306905
আবু জান্নাত লিখেছেন : আখিরাতের কথা বলেছি, কিয়ামতের কথা বলিনি। আমিও কিন্তু ছাড়বো না, ডাবল কিলে পুশিয়ে দেওয়া হবে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor শুকরিয়া।
369761
২১ মে ২০১৬ রাত ১১:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন। একটু চিকেন বিরানি!!!
২১ মে ২০১৬ রাত ১১:২০
306840
আবু জান্নাত লিখেছেন : শুকরিয়া, রামাদানের ঈদের পরে সাপ্তাহখানিকের মধ্যে ফেনীতে কোন প্রােগ্রাম করে আসুন, চিকেন বিরানী বানিয়ে খাওয়াবো ইন শা আল্লাহ, সাকা ভাই আসবে কথা দিয়েছে, আপনিও আসুন ভাই। খুব করে জমবে।

২২ মে ২০১৬ রাত ১২:৪৪
306846
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার যে ভাই জার্নি করা ডাক্তার এর নিষেধ!!!
369773
২২ মে ২০১৬ রাত ০১:২২
আফরা লিখেছেন : দুই বছর ও ১০০তম পোষ্টের জন্য অনেক অনেক অভিনন্দন ভাইয়া ।
২২ মে ২০১৬ সকাল ১১:২৩
306871
আবু জান্নাত লিখেছেন : আপনার অভিনন্দন নাকি ৯ মাত্রার ভূমিকম্প? ভয় করছে কিন্তু। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

অনেক অনেক শুকরিয়া ছোট। Good Luck Good Luck

369780
২২ মে ২০১৬ রাত ০৩:৫৮
তবুওআশাবা্দী লিখেছেন : আমার এক ইনিংস আগেই সেঞ্চুরি করেছেন|ধন্যবাদ অনেক অনেক|
২২ মে ২০১৬ সকাল ১১:২৪
306872
আবু জান্নাত লিখেছেন : দু বছর মাত্র ১০০ পোষ্ট, একেবারেই কম মনে হচ্ছে, আসলে অলসতা অনেক, ধন্যবাদ ভাই।

369788
২২ মে ২০১৬ সকাল ০৭:২২
গাজী সালাউদ্দিন লিখেছেন : হে হার্ড হিটার বেরগদা ব্লগার, আজকের এই আনন্দ ঘন মুহুর্তে শুকনো শুভেচ্ছা!
ব্লগে তো আপনার মাথা নষ্ট করা জনপ্রিয়তা। খালামুনি সন্ধা তারা, আদরের বোন আফরা, আপুনি ঘুম, আপি মাহবুবা, শোকাহত বন্ধু দিল, প্রতিবেশী রহিম, চাচা শেখ, আত্মীয় স্বজনের অভাব নাই, তাই আপনার ব্লগ ছেড়ে যাওয়ারও উপায় নাই।
লিখতে থাকেন, আর সাথে চালাইতে থাকেন বড় ছোট হাতুড়ি, ঠুক ঠুক মেরামত করতে থাকেন ব্লগ বাড়ি। অনেক অনেক শুভকামনা
২২ মে ২০১৬ সকাল ১১:৩৪
306874
আবু জান্নাত লিখেছেন : বাহ! আপনার কমেন্ট সত্য মিথ্যা যাই, অনেক আনন্দ লেগেছে, আসলে এভাবে যদি সবাইকে আপন করে পেতাম!

দুষ্ট লোকদের জন্য হাতুড়ির বিকল্প নেই।
মায়া মমতা শ্রদ্ধা স্নেহের সাথে সাথে হাতুড়িও কাজে আসে।

অন্নেক অন্নেক শুকরিয়া।

১০
369799
২২ মে ২০১৬ সকাল ১১:২৯
সন্ধাতারা লিখেছেন : Salam. Congratulations for your two years blogging and 100 post. Going a head with full spirit inshallah. Cheer :baby Thumbs Up :-be Rose Rose
২২ মে ২০১৬ দুপুর ০১:০৬
306877
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আন্টি। আপনার দোয়া নিয়ে এগিয়ে যাওয়ারই প্রত্যাশা।

এবার রামাদানে গত রামাদানের মত হারিয়ে যাবেন নাতো!

২২ মে ২০১৬ দুপুর ০১:০৯
306878
গাজী সালাউদ্দিন লিখেছেন : :baby :-be
এইতা কিতা কল্লেন আপা, দুইটার বাপকে আম্নে বেবি বানায়ে দিলেন!!!!!
২২ মে ২০১৬ দুপুর ০১:৪৫
306880
আবু জান্নাত লিখেছেন : এই পাজি ভাই, এগুলো ইমুর সাংকেতিক চিহ্ন, ক্রু বের করবেন না কইলাম, আন্টি বলে কথা।
১১
369806
২২ মে ২০১৬ দুপুর ০২:১২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি এমন একজন ব্লগার যে,এই দু'বছরে ব্লগ পাড়াটাকে মাতিয়ে রেখেছেন। আল্লাহ আপনার মনো বাসনা পুরণ এবং লেখনির হাত আরো শক্তিশালী করুন। আমিন।
২২ মে ২০১৬ দুপুর ০৩:০৬
306889
আবু জান্নাত লিখেছেন : এই যে ভাইয়া, একটু বেশি বলেছেন, আপনাদের সাথে মাঝে মাঝে দুষ্টোমী না করে জমে কি করে।
দোয়া চাই, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File