সাময়িক পোষ্টঃ সম্মানিত মড়ারেশন প্যানেলের দৃষ্টি আকর্ষন করছি

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৩২:৪৪ রাত



সম্মানীত ব্লগ পরিচালকবৃন্দ, আপনাদের প্রতি অনেক অনেক শুকরিয়া যে, হাজারো প্রতিকূলতার মাঝেও ব্লগটাকে সচল রেখেছেন।

ব্লগে আসার পর থেকে আমার মতো অনেকেই টুকিটাকি লিখতে শুরু করেছেন, যাদের ইতি পূর্বে লেখালেখির কোন অভিজ্ঞতা ছিল না। ফেসবুকে শুধু লাইক, কমেন্ট আর পছন্দের জিনিসগুলো শেয়ার করেই ক্ষ্যান্ত হতাম, কোন স্ট্যটাস কিংবা কিছু লিখার মতো সাহস ছিল না।

ব্লগে পদচারনার ফলে মাঝে টুকিটাকি লিখার সৌভাগ্য হয়। আর এই সুযোগটা আপনারাই তৈরী করে দিয়েছেন, তাই কৃতিত্বটা আপনাদেরই।

মাঝে মাঝে এই প্রিয় অঙ্গনের অসঙ্গতি অনেকটাই ব্যথিত করে। বিশেষ করে পুরাতন ব্লগগুলো থেকে পিকচারগুলো হারিয়ে যাওয়া

পিকচারগুলো তুলতে যে অনেক সময় অনেক বিপদেও পড়তে হয়, তবুও প্রিয় ব্লগারদের সাথে শেয়ার করার ইচ্ছেটাই সাহস যোগায়। কিন্তু যখন দেখি যে কিছুদিন পর ছবিগুলো হারিয়ে যায়, তখন খুব খারাপ লাগে।

আসা করি এ বিষয়ে একটু নজর দিবেন। আপনাদের সুদৃষ্টির প্রত্যায় সাময়িক পোষ্ট।

সর্বোচ্চ মন্তব্যকারীর অপশনটি কি চিরদিনের জন্য অকেজো হয়ে গিয়েছে? যদি কোন সম্ভাবনা থাকে তবে এটি ঠিক করার জন্য বিশেষ ভাবে স্ববিনয়ে অনুরোধ করছি।

ব্লগের পথচলা সুগম হোক এই প্রত্যাশায়.........



বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360834
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪১
আফরা লিখেছেন : কানে দিয়েছি তুলো , চোখেছে লেগেছে ধুলো ,পিঠে বেধেছি কুলো যতই পাম-পট্টি মারেন কোন কাজ হবে না -------শুধু বলেন আলহামদুল্লিলাহ !

ধন্যবাদ ভাইয়া ।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৫৩
299049
আবু জান্নাত লিখেছেন : তার মানে মুডু বাহিনীতে যোগ দিয়েছেন!! তা কবে থেকে জানালেন না একবারও Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out

আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।

শুকরিয়া।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৫৮
299050
আফরা লিখেছেন : জী না ভাইয়া আমি শুধু উনাদের অবস্থানটা বর্ননা করেছি ।
360840
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার নয়, অনেকের পুরনো লেখা ঘুরে দেখলাম, অনেকের আগের লেখাগুলোতে কমেন্ট শো করলেও ভেতরে গিয়ে দেখি নাই!!!!

আপনার সাথে আমিও প্রত্যাশা করছি।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৫৮
299051
আবু জান্নাত লিখেছেন : ২০১৩ সালসহ পূর্বের লিখাগুলোর সব মন্তব্য অনেক আগেই মুছে গেছে। কিন্তু বর্তমানে দেখতেছি পোষ্ট করার ১৫-২০ দিন পর থেকে পিকচারগুলো উদাও হয়ে যাচ্ছে।

আফরা বললঃ আপনি নাকি মডুদের দলে যোগ দিয়েছেন, তো প্রত্যাশা না করে আপনার থেকে সমাধান চাই।

ধন্যবাদ
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১৫
299057
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায়রে খোদা, আমি নিজেওতো জানিনা!!!!!
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৪
299059
আবু জান্নাত লিখেছেন : প্রপিক দেখে মনে হচ্ছে বিয়ে ও সন্তানের প্রতি অনেক আগ্রহী হয়ে উঠেছেন। কিন্তু অপেক্ষা কিসের! সেরে ফেলুন না প্রিয় কাজটা।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১৫
299062
গাজী সালাউদ্দিন লিখেছেন : সার তে পার লে কি বসে থাকি বাপু !
360843
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৭
সন্ধাতারা লিখেছেন : Chalam uncleji. I do expect n request the same. Jajakallah
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০২
299052
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আন্টিজী। সহমত প্রকাশ জন্য অনেক অনেক শুকরিয়া। জাযাকিল্লাহ

360848
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সাইট শুরু থেকে এ যাবৎ প্রায় ১০/১২ বার বন্ধ হয়েছে । তারপরও তারা টিকে আছে সেটাই হাজার শুকরিয়া। হয়তো তাদের চেষ্টা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছে না। । অনেক ব্লগই তো এলো গেলো কিন্তু এটা এখনো টিকে আছে।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩২
299058
আবু জান্নাত লিখেছেন : অনেক চেষ্টাতো তারা করছেন, কিন্তু সামান্য লবনের জন্য যে পুরোটাই স্বাদহীন হয়ে যাচ্ছে, তাই প্রত্যাশা করা আর কি..

ধন্যবাদ ভাই।

360868
০১ মার্চ ২০১৬ রাত ০১:৫৮
শেখের পোলা লিখেছেন : অনেক ঝড়ঝাপটা এটার উপর দিয়ে যাচ্ছে তাই হয়ত ও গুলো উড়ে গিয়ে থাকবে৷ যা আছে তাই নিয়ে আসুন সকলে সহযোগিতা করে একে প্রাণবন্ত করে তুলি৷ যারা সোনার বাংলায় লিখতেন, তারাকি কিছু ফেরত পেয়েছেন? এটাকে টিকিয়ে রাখতেই হয়ত মডুদের সব দৃষ্টি একত্রিত হয়েছে৷ ধন্যবাদ সকলকে৷
০১ মার্চ ২০১৬ সকাল ১১:২৮
299091
আবু জান্নাত লিখেছেন : আমিও তাই মনে করি। জানি ওনাদের অনেক কষ্টের ফসল এই ব্লগ টিকিয়ে রাখা, তবুও আর একটু প্রচেষ্টা ইন শা আল্লাহ এনে দেবে সফলতা, এ প্রত্যাশায় একটু তাগিদ দেওয়া আর কি....

জাযাকাল্লাহ

360871
০১ মার্চ ২০১৬ রাত ০৪:০৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম
খেয়াল করেছেন কি না জানিনা এই মাত্র লগ ইন করে দেখলাম অনলাইনে আছেন ৯ জন ভিজিটর। আর এরাই রিয়েল মানে ভূতুড়ে না Smug Don't Tell Anyone
০১ মার্চ ২০১৬ রাত ০৪:০৮
299074
সাদিয়া মুকিম লিখেছেন : দুঃখিত ব্লগার লিখত এগিয়ে ভিজিটর লিখেছিPraying
০১ মার্চ ২০১৬ সকাল ১১:৩১
299092
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আপু।
এখন ব্লগারদের সংখ্যা রিয়েলই মনে হয়, আগে কিন্তু রবার্ট জুলিয়েট ...... সহ অগনিত আনলিমিটেড অনলাইন ব্লগার ছিলেন।

শুকরিয়া।
360887
০১ মার্চ ২০১৬ সকাল ১১:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।

রহম কর হে আমার রব...

যুদ্ধে যাবো যাবো করে
যাওয়া হয়নি সে পথে,
মনটা ভেঙেছে নিরালায়
অদৃশ্য কারো আঘাতে!

চলতে হয় বলেই চলি
স্রোত বিহীন অস্রোতে,
মাঝেমধ্যে থেমে যায়
শূন্যতার বিরহী আঘাতে।

যদিও থেমে যাবার
কথা ছিলনা বঙ্গপুরুষ!
উগ্রতার শিকার হয়ে
যেন সত্য গুলো দোষ।

আত্ম চিৎকারের ভাষা গুলো
ব্লগে করা হয় শব্দে রুপান্তর,
আত্ম চিৎকার শুনে কারো-
কালো মন হয় আরো আঁধার।

আঁধার মন নিয়ে
আলো গ্রহণ প্রায় অসম্ভব,
আলোর পথের যাত্রীদের
রহম করো হে আমার রব।
০১ মার্চ ২০১৬ দুপুর ০১:১৭
299097
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

দারুন কবিতা, কোন বইতে প্রকাশ হয়েছে?

একটি পোষ্ট দিতে পারেন। ধন্যবাদ
০১ মার্চ ২০১৬ দুপুর ০২:৩০
299101
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটেনশন আপনার পোষ্টটি পড়ে অনুভূতি প্রকাশ করলাম।
০১ মার্চ ২০১৬ দুপুর ০২:৩২
299102
আবু জান্নাত লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছ। Good Luck Good Luck
360966
০১ মার্চ ২০১৬ রাত ০৯:১৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম।ওনারা গুহাবাসী হয়ে গিয়েছেন মনে হয়!
০১ মার্চ ২০১৬ রাত ০৯:২৪
299148
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যাক, অন্তত ৩শ বছর পরে হলেও একদিন জাগবেন নিশ্চয়ই। ধন্যবাদ বড় ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File