Good Luck Good Luck নতুন সাজে বাঙ্গালী বাজার Good Luck Good Luck

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:৩৪:২৯ রাত



বরাবরের মতো গত শুক্রবারও গেলাম মুসাফফাহ বাঙ্গালী বাজারের পুরাতন আস্তানায়, যেখান থেকে মাস খানেক আগে আমিরাত পুলিশ বাহিনী আচ্ছা করে পিটিয়ে সব অবৈধ ব্যবসায়ীকে তড়িয়ে দিয়েছিল। কিন্তু বাঙ্গালী বলে কথা, মান-সম্মান জাত-বংশ সহঝে যেতে চায় না। সব যেন সুপার-গ্লু দিয়ে লাগানো।

যাই হোক, ড্রাইভিং ট্রায়াল শেষ করে সেদিকে গেলাম, শুধু দেখার জন্য পুরাতন বাজারের অবস্থা কি!

ও আল্লাহ! দেখে তো অবাক, আগের চেয়ে অনেক বড় পরিসরে ধুমধাক্কার মাঝে বাজার চলছে, প্রথমেই কিছুক্ষন হাটাহাটি করে কিছু ছবি নিলাম।



বাহারী সব সব্জির বাজার।



ফল ফ্রুট যেন আড়ৎ সাজিয়ে আছে।



তাজা শাকসব্জি যেন বাংলার কোন এলাকা ভিত্তিক বাজার, এই মাত্র ক্ষেত থেকে তুলো এনেছে বোধহয়।



ট্রাক টেঙ্কার লরীর ফাঁকেই যেন এ বাজারের প্রাণ।



সামনে দেখা যাচ্ছে জীবিত মুরগীর বাজার, পাশে আবার কেটে পরিস্কার করার মানুষও রেডি আছে।



আর একটু সামনে গিয়ে দেখি মাছের কি বাহারী বাজার, হরেক রকমের মাছের ঝুড়ি, বরফ গলে পানি হয়ে যাচ্ছে, কিন্তু মাছ বিক্রি এখনো শেষ হয় নাই, যে কোন পদের মাছ কিলো মাত্র ৫দিরহাম, ২কিলো ৯দিরহাম।





দাম জিজ্ঞেস করতেই চার কেজি ইলিশ প্যাকেট করা শুরু করল। অনেক কষ্টে রেহাই পেলাম।



মাছ পরিস্কার করার ৭/৮ জন লোক দেখলাম, দা বটি নিয়ে কাজ করে যাচ্ছে।

আরেকটু সামলে গেলাম, দেখলাম যেন হাইপার মার্কেট মাঠে বসেছে।



বাচ্চাদের খেলনা, বাহারী সব কসমেটিক, মেকআপ বক্স এর রংবেরঙ্গের পসরা।



নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, দেখে না কিনে পারা যায় না। আতর ও মেসওয়াক কিনলাম, যাইতুন গাছের তাজা শিকড়। আমাদের দেশের মিসওয়াকগুলো কত বছরের যে পুরাতন হয়, কামড় দিলেই মুড়মুড় করে ভেঙ্গে যায়। এখানে তাজা পাওয়া যায়।







ইলেকট্রিক আইটেমের দারুন সমাহার।



হাকার্স মার্কেট আইটেমও পাওয়া যায়। গার্মেন্টস আইটেমের অল্প মূল্যে দারুন আয়োজন, কম বেতনের শ্রমিকরা এখানের সামানপত্র দেশেও নিয়ে যায়।



ব্লাঙ্কেট বা কম্বল।



হরেক রকমের বিছানা চাদর।



জুতোর পসরা।



বাচ্চাদের জামা কাপড় সহ নানার আইটেমের সামগ্রী।



যেন কোন নামী দামী সুপার মার্কেটের সাজ পেন্টের বেল্ট সমূহের সাজ।



চশমা ষ্টোর



মোবাইল সামগ্রী, দাম জিজ্ঞেস করতে বললেন ভাই আপনি নিবেন না, হুজুর মানুষ বদদোয়া দিবেন।

দাম শুনে অবাক হলাম। মার্কেটে ৪০০দিরহামের মোবাইল মাত্র ৪০দিরহাম। চায়না বলে কথা।

টেইলারী মেশিনও প্রস্তুত, থান কাপড় কিনে সঙ্গে সঙ্গে চলছে সেলাইও, তবে পুরাতন কাপড়ই বেশি সেলাই করা হয়।

সামনে দেখলাম জুয়ার আসর। আমাকে দেখে প্রায় ছয়টি চক্ষু আনিলিমিটেড স্থীর হয়ে আছে। দূরে গিয়ে তাদের চক্ষুর আড়াল হয়ে ছবি নিলাম। অনেক প্রকার জুয়ার আসর থেকে মাত্র দুটির ছবি নিতে পারলাম, বাকিগুলোতে ব্যর্থ হলাম। মনে হচ্ছিল আমাকে আক্রমন করে বসবে।





দেশে মহেশখালির মিষ্টি পানের কথা মনে হলে পান খেতে ইচ্ছে হয়।





পানের দোকানের অবস্থা দেখুন, কত প্রকারের মসলা সাজিয়েছে। দোকানিকে বললাম চুন ছাড়া সব প্রকার মিষ্টি জর্দা ও মসলা দিলে একটি পান দেন, বেশ দারুন লাগলো। দামও বেশি নয়, মাত্র ১দিরহাম।

পান দোকানি বললেনঃ ভাই আপনাকে দেখছি ছবি তুলছেন, সাবধান পাঠানরা দেখলে কিন্তু আপনার সমস্যা হবে, যদি সিআইডি কার্ড দেখাতে পারেন তো ভালো কথা, যদি না দেখাতে পারেন, তবে আপনার বারোটা বাজিয়ে ছাড়বে। ব্যস মোবাইলটি পকেটে ঢুকিয়ে নিলাম, কে এত মাইর খাবে বিনে পয়সায়।

অতঃপর কিছু শাকসব্জি কিনলাম। আসার সময় দেখি ক্ষৌরকর্মের লোকও আছে।

যেখানে দোকানে ১৫দিরহাম নেয়, এখানে মাত্র ৫দিরহাম।

এক কথায় মুসাফফাহ বাঙ্গালীবাজার দেখতে একেবারে পাড়া গাঁয়ের বড় কোন হাট বাজারের প্রতিচ্ছবি।

পান দোকানির কথা শুনে সেখানে আর বেশিক্ষণ থাকার ইচ্ছা উবে গেল, তাড়াতাড়ি ফেরার পথ অনুস্বরণ করলাম।

বিষয়: বিবিধ

২৯৪৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360743
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৮
আফরা লিখেছেন : ইনশা আল্লাহ ! আমি ফাষ্ট । এবার পড়ে আসি ।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৬
298954
আবু জান্নাত লিখেছেন :
এত তাড়াতাড়ি মন্তব্য!!!
আমি শুভেচ্ছা নিয়ে আসছি। Good Luck Good Luck
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩২
298963
আবু জান্নাত লিখেছেন : ফাস্টু হওয়ার শুভেচ্ছা নিন।

২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১১
298969
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ভাইয়া ।
360747
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৫০
আফরা লিখেছেন : এই সবজী মাছ গুলো কি সত্যি বাংলাদেশ থেকে আসে ভাইয়া ? বাজারে ঘুরতে আমার তেমন ভাল লাগে না তবে ছবি গুলো দেখতে ভালই লেগেছে ।

জান্নাতের বাবা আমার ভাইয়া অনেক ধন্যবাদ ।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩৪
298964
আবু জান্নাত লিখেছেন : শাক শব্জি বেশির ভাগই আঞ্চলিক, স্থানীয় ক্ষেতখামারের। তবে কিছু জিনিস ইরান ও ইন্ডিয়া থেকে আমদানী করা। বাংলাদেশী পন্য খুবই কম।

অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ ছোট্ট বোন।


360748
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৫৭
কুয়েত থেকে লিখেছেন : একই অবস্থা বাংলাদেশী এরিয়া গুলোর এখানেও প্রচুর ক্রয়-বিক্রয় হয় এবং পুলিশ এবং বলদিয়ার লোকজন তাদের তাড়া করে প্রচুর ক্ষতিও করে কিন্তু বাংলাদেশী বলে কথা। ধন্যবাদ আপনাকে
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩৬
298965
আবু জান্নাত লিখেছেন : আমার মনে হয় বাঙ্গালী যেখানেই যায়, অভ্যাস ছাড়তে পারে না। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন না প্লীজ। আমরা জানার অপেক্ষায়। অনেক অনেক ধন্যবাদ।
360749
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০৭
যুমার৫৩ লিখেছেন : প্রবাসীদের উচিত স্থানীয় আইন মেনে চলা। প্রবাস জীবন নিয়ে আরো লিখবেন। ধন্যবাদ।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩৭
298966
আবু জান্নাত লিখেছেন : আইন মানা অবশ্যই কর্তব্য, এসব কারণে বাঙ্গালীদের বদনাম হচ্ছে, "কুল্লু ব্যাঙ্গালী কাসরাহ" প্রত্যেক বাঙ্গালীই ছোট লোক নামে পরিচিত।
ধন্যবাদ আপনাকেও।
360750
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন :


জান্নাতের জন্য এই জামাগুলো কিনছেননি? নাকি হেঁটে হেঁটে খালি ওসবের চেদারাই দেখেছেন। খালি দেইখলে অইতন, কিন্তেও অইব। দেশী ভাইদের জন্য কিছু করতে পারলেন।

যাই হোক, ছবিগুলান খুব বাক্কা অইছে
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৩
299005
আবু জান্নাত লিখেছেন : নারে ভাই, দেখতে যত চকচক মনে হয়, আসলে এত নয়। টাচ করে দেখেছি, পুরোটাই পলিষ্টার। অবশ্যই মিষ্টি কালারটা একটু ভালো ছিল, কিন্তু এত জোড়াতালি দেখে কেনার আগ্রহ উবে গেছে।

বহুদিন পর মোর বাড়িতে আসায় আপনাকে অন্নেক শুভেচ্ছা।

360751
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেহেতু চাহিদা আছে এমন বাজার বসবেই। বরং কয়দিন পর দেখবেন আমিরাতের মানুষরাও এমন বাজারে আসছে। যেটা উচিত ছিল দেশের দরিদ্র মানুষদের স্বার্থে এই বাজার যেন বৈধতা পায় সে চেষ্টা করা। শুধু এই জুয়ার আসর এর জন্য এই বাজার নষ্ট হয়ে যেতে পারে।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৮
299006
আবু জান্নাত লিখেছেন : আসলে উন্নত দেশগুলো ব্যবসামুখি, জনকল্যান মুখি নয়। এসব বাজার থেকে সরকারের ইনকাম মোটেও নেই, কিন্তু বড় বড় মার্কেট থেকে লক্ষ লক্ষ দিরহাম নিচ্ছে আমিরাত সরকার।

এসব বাজারের কারণে ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতি হচ্ছে, আগ্রহ হারাচ্ছে, মুলত সরকারই ক্ষতিগ্রস্থ হচ্ছে, তাই তো উচ্ছেদ অভিযান।

জুয়া একটি নেশা, যেটার জন্য জীবন দিবে, তবুও ছাড় দিবে না। এমন পরিস্থিতিতে দৌড়ায়ে পিটানোই আসল চিকিৎসা।

অনেক অনেক ধন্যবাদ।
360760
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ওয়াও অসাধারণ পোষ্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০০
299011
আবু জান্নাত লিখেছেন : মাশা আল্লাহ বলুন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
360766
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আমার একটি মন্তব্য ছিলো......। মনের ভিতরে জমা রাখলাম!
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০২
299012
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জমা রাখলে ইদুরে খেয়ে ফেলতে পারে, তাড়াতাড়ি লিখে ফেলুন ভাই। ধন্যবাদ
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৪
299025
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হহহহহহহহহহ। ইদুর খাবে খাক! তবুও জমা থাক।
360768
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০১
আব্দুল গাফফার লিখেছেন : সব দেখি ইলাহি কান্ড !বুঝায় যাচ্ছেনা এইটা অন্য দেশ? হাহাহা । শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৩
299013
আবু জান্নাত লিখেছেন : ঐ মিয়া, গতকাল পোষ্ট করে মুছে দিয়েছেন কেনু Crying Crying Crying
আমি মন্তব্য করতে গিয়ে দেখি পোষ্ট উদাও :Thinking :Thinking
১০
360769
২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০৪
দ্য স্লেভ লিখেছেন : উলিশের ওই দাম তো দেশের চেয়ে কম। ৫ দিরহাম মানে ১০০ টাকার কিছু বেশী। দেশে ইলিশের কেজী ১০০০ টাকা। ...কিন্তু একটা বিষয় বুঝে কষ্ট লাগল। এরা দেশে যেভাবে ছিলো তার চাইতেও করুন আছে। সম্ভবত দালালের খপ্পরে পড়েছ। এখন কিছুই করার নেই তাই মানবেতর জীবন চালাচ্ছে। তাজা মাছ আর সব্জী আমার দারুন লাগে Happy
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৮
299017
আবু জান্নাত লিখেছেন : এগুলো আসল ইলিশ নয়, ঝাটকা বা খলিশা বলা যেতে পারে। আমাদের দেশের বড় স্বরপুটির সাইজের। তাই দাম কম। অর্জিনাল ইলিশের দাম ৮০ থেকে ১০০ দিরহাম।

এরা অল্প বেতনের শ্রমিক, মাস শেষে ১৫ থেকে ২০ হাজার বাচে হয়তো, কিন্তু পরিবারের চাহিদা মেটাতে কি আর করা, মাইর খাওয়ার ঝুকি নিয়ে এগুলো করছে।

অনেকে আছেন অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু ভিসা ট্রান্সফার না থাকায় এরা অসহায়।

ধন্যবাদ।

১১
360776
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৩৪
সন্ধাতারা লিখেছেন : Chalam uncleji. Lovely photographs with beautiful description mashallah. Jajakallahu khair.
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৯
299018
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আন্টিমনি। আপনার মূল্যায়ন অনেক অনেক ভালো লেগেছে, অনেক অনেক শুকরিয়া। জাযাকিল্লাহ খাইরান।
১২
360872
০১ মার্চ ২০১৬ রাত ০৪:১১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

আসলেই একেবারে দেশের বাজারের অবস্থা। আমাদের এখানে এরকম বে আইনী খোলা বাজারের সুযোগ নেই! পুলিশ সারাক্ষণ টহল দেয়।

শুকরিয়া ।
০১ মার্চ ২০১৬ দুপুর ১২:০৫
299094
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদের ওখানে তো অশিক্ষিত ও সাধারণ গরীব মানুষ পৌছানো অনেকটা কঠিন।

এখানেও পুলিশ টহলের কমতি নেই। কিন্তু আর কত পেটাবে, ভিসা বন্ধ করেছে, সামান্য অপরাধে দেশে চালান করছে। তবুও থেকে নেই।

শুকরিয়া।

০২ মার্চ ২০১৬ রাত ০২:০৬
299193
সাদিয়া মুকিম লিখেছেন : এখানে সবধরণের মানুষ আছে, আইন অমান্য ও করে তবে অন্য ভাবে।
১৩
360876
০১ মার্চ ২০১৬ সকাল ০৮:৩৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম,যখন অফিসের কাজে অন্যান্য কোম্পানির অফিসে যাই তখন কথা প্রসংঙ্গে জিজ্ঞেস করে আমার ন্যাশনালিটি কি!বাংলাদেশি বলার সাথে সাথে দেখি শুধুমাত্র অফিসিয়াল কাজের কথা ছাড়া অন্য কোন কথা যেন হঠাৎ উদাও! যদি বলি ইন্ডিয়ান তাহলে আরবী জবানের লোকেরা নানান রকমের গল্পে মেতে উঠতে চায়!!
আসলে আমরা জাতিগতভাবেই অপরাধ প্রবণ, আর আপনি যাদের চিত্র তুলে ধরেছেন ওরা হচ্ছে আমাদের জাতীর শো-রুম। ধন্যবাদ আপনাকে
০১ মার্চ ২০১৬ দুপুর ০১:২৩
299098
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
একদম সত্যি বলেছেন, মাঝে মাঝে মনে হয়, কেন যে বাংলাদেশ নামক এত নিম্ন দেশে জন্ম হলো!

আরবীরা বাংলা শব্দটিকে গালি হিসেবেও ব্যবহার করে।
আসলেই সব বাঙ্গালীদের কর্মের ফলাফল।

দেশে যাদের সৃংখ্যলা নেই, বিদেশে এসে কিভাবে ভদ্র হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File