বাঙ্গালী বাজার, মুসাফফাহ, আবুধাবী।

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৩০:৩৮ রাত

ড্রাইভিং ফাইল ওপেন করেছি আগস্ট ২০১৫, সময় ও সুযোগের অভাবে ঠিক মত যাওয়া হয় নাই। শুধু মৌখিক ক্লাস ও ওরাল এক্সাম দিয়ে তিন মাস অবহেলায় কেটে গেল। ডিসেম্বরে আবারো গেলাম, ফার্মিশন রিনিউ করে পূণঃরায় ট্রেনিং শুরু করলাম।



সড়কে ট্রেনিং নেওয়া প্রতি ঘন্টা সরকারের নির্ধারিত পেমেন্ট ৭৫ দিরহাম। কিন্তু দরদাম করে ট্রেইনারদের সাথে কিছুটা কমে পাওয়া যায়। আমার চুক্তি হয়েছে এক পাঠান এর সাথে ঘন্টা প্রতি ৫৫ দিরহাম। প্রতিদিন সময় পাওয়া যায়না বিধায় প্রতি শুক্রবার ২/৩ ঘন্টা করে গাড়ি চালাচ্ছি।

গতকাল শুক্রবারও ট্রেনিং শেষে মুসাফফাহ বাংলা বাজার ঘুরতে গেলাম, দেখি পুরাতন চেনা রূপ সম্পূর্ণ পাল্টে গেছে, এখানে বাজার বসত বলে কোন চিহ্ন নেই, শুনলাম আমিরাত পুলিশ নাকি রেট এলার্ট জারি করেছেঃ যাকে পাওয়া যাবে আচ্ছা করে পিটিয়ে সোজা দেশে চালান। ব্যাস বন্ধ হয়ে গেল।

কিন্তু তাতে কি! এক বাজার বন্ধ হলেও নতুন করে খোলা হয়েছে শত বাজার, প্রতিটি বড় মসজিদকে ঘিরে খোলা মাঠে গাড়ির ফাঁকে ফাঁকে বসছে চিরচেনা সেই বাজার।

মোবাইলটি হাতে নিলাম, কয়েকটি ছবি নিলাম, ওমা! একি! সবার চোখ আমার দিকে, কেউবা নিজেকে আড়াল করে নিচ্ছে গাড়ির পেছনে, কেউ কেউ বার বার দেখছে, সিআইডি নই তো!

কয়েকজন ভয়ে ভয়ে কিছু জিজ্ঞেস করার জন্য আশপাশে ঘুরোঘুরি করলেও প্রশ্ন করার সাহস পায়নি, কারণ অপরাধীর মন সবসময়ই ছোট থাকে।

আর আমিও নিজেকে সিআইডি স্টাইলে বাকা চোখে এদিক সেদিক দেখছি আর ছবি তুলছি। পরক্ষনেই তাড়াতাড়ি কেটে পড়লাম। কারণ কেউ বুঝতে পারলেই গোমর ফাঁক।

এবার দেখুন বাংলাবাজারের আদলে গড়ে উঠা মসজিদ ভিত্তিক কিছু অসাধু বাঙ্গালীদের বাজার।



কেটে কেটে আনারস বিক্রি হচ্ছে, পিস ১ দিরহাম। মানে একটি আনারস বিক্রি হচ্ছে ৫/৬ দিরহামে।

১।

২।

৩।

৪।

৫।

সবজি ও মোবাইল আইটেম বিক্রি হচ্ছে একই স্টাইলে।

৬।

এগুলো রিজেক্ট মুরগী, বিক্রয় নিষিদ্ধ। তবুও বাঙ্গালী বলে কথা।

৭।

৮।

গার্মেন্টস আইটেমও একই স্থানে, একই নিয়মে।

৯।

জিবিত মুরগী আবুধাবী শহলে এলাউড নেই, কিন্তু এখানে পাওয়া যায়, ১০দিরহাম প্রতি কিলো।

১০।

১১।

সাধারণত এই মাছগুলো মার্কেটে ২০-২৫ দিরহামে বিক্রি হয়, কিন্তু এখানে মাত্র ৫ দিরহাম।

১২।

গরম জিলাপি দেলে লোভ সামলানো বড়ই কঠিন, মোবাইল পকেটে নিয়ে আমিও ১ দিরহামের কিনে পেট পুরে খেলাম।

বিষয়: বিবিধ

১৯০৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359979
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:০৮
সন্ধাতারা লিখেছেন : Chalam uncleji... .....
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৬
298382
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম আন্টিজ্বী।
359980
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:১২
সন্ধাতারা লিখেছেন : CID uncle.... Hi hi hi
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৭
298383
আবু জান্নাত লিখেছেন : লজ্জা দিলেন বুঝি!Good Luck Good Luck Good Luck
২০ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২০
298397
সন্ধাতারা লিখেছেন : না না আংকেলজ্বি......। ডিউটি শেষে খুবিই ক্লান্ত ছিলাম। তাই একটু ফান করেছি মাত্র।
359986
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৩:০৩
শেখের পোলা লিখেছেন : সরকার এদের জন্য একটা বৈধ বাজারের ব্যবস্থা করলেই পারে৷ কিংবা এরা একটা টেম্পরারী বাজার যা মাত্র ২/৩ ঘণ্টা চলবে এমন পারমিশন নিয়ে করতে কি পারেনা? ছবিগুলো সুন্দর হয়েছে৷ধন্যবাদ৷
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১০
298384
আবু জান্নাত লিখেছেন : সরকার তো হাজার হাজার সুপার মার্কেটকে লাইসেন্স দিয়েছে, চেম্বার অফ কমার্স থেকে শুরু করে অগনিত সেক্টরে কর পরিশোধ করে বিশাল পুঁজি নিয়ে তারা ব্যবসা শুরু করেছে, কিন্তু এদের কারণে তাদের ব্যবসায় অন্তত শুক্রবার দিনের জন্য হলেও ধস নেমে আসে।

তাছাড়া এদেশে কোন ফুটপাতের ব্যবসার এলাউড নেই।
অনেক ধন্যবাদ।
359987
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৩:৩৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

বাংগালী বাজারের স্বজি আর মাছের ছবি দেখে খুব ভালো লাগলো! সব পাওয়া যায় দেখছি!

শুভকামণা রইলো!
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০০
298389
আবু জান্নাত লিখেছেন : সব পাওয়া যায়, কিন্তু পুলিশের হাতে ধরা খেলে বিনে পয়সায় লাঠির মাইরও খাওয়া যায়।

এখানে জিনিসপত্র মার্কেটের তুলনায় অনেকটা সস্ত। লাইসেন্স আর দোকার বাড়া নেই তো। কিন্তু রিক্স অনেকটা।

শুকরিয়া।

359990
২০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত কম দামে পাওয়া যাবে আর এই বাজার চলবে না!! আমার মনে হয় আপনাদের উচিত এই বাজার কে আমিরাত এর নাগরিকদের মধ্যে জনপ্রিয় করে তুলার চেষ্টা করা। তাহলে আর অবৈধ থাকবেনা। মুখে কালি কেন???
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৪৯
298391
আবু জান্নাত লিখেছেন : দাম কর আর বেশি নিয়ে প্রব্লেম নয়, প্রবলেন হল এরা বিনা লাইসেন্স এ এসব করে যাচ্ছে, এতে যেমন অন্যসব বৈধ বাবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, তেমনি গভমেন্টসও হারাচ্ছে ট্যাক্স।

আমিরাতের জনগণ এসব খোলা মাঠের দোকানে সম্পূর্ণ ফ্রি দিলেও কখনো আসবে না। আরব বলে কথা। মার্কেটের যেমব সুপার মার্কেট ও হাইপার মার্কেট এ ৩টাকার জিনিস ১০টাকা বিক্রি হয়, সেখানেই আরবদের যাতায়াত।

দাম বেশি হোক কিন্তু মার্কেট হতে হবে সোনায় মোডানো, ঝকঝকে তকতকে।

বিশেষ করে আরবা বাজার করে লূলূ হাইপার মার্কেট, ক্যারিফোর, আবুধাবী কো-অপারেটিভসহ নামি দামি মার্কেট থেকে।

আমার ড্রাইভিং প্রশিক্ষক পাঠানের সাথে তোলা ছবি, সূর্যের আলোর কারণে মুখ সুন্দর আসে নাই, তাই কালি লাগিয়ে দিলাম।Crying Crying
359992
২০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৫২
আকবার১ লিখেছেন :

আমাদের মার্কেটের ছবি দেখেন। প্রতি সামারে অর্গানিক সবজি পাওয়া যায়। লোকাল খামারীরা বিক্রীর জন্য নিয়ে আসে।
এ ক্ষেএে সরকারে অনুমতি নিতে হয়।
২০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:০৫
298370
হতভাগা লিখেছেন : ইন-অর্গানিক শবজি কি কি পাওয়া যায় ?
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫২
298392
আবু জান্নাত লিখেছেন : আপনি কোথায়, কোন দেশে থাকেন?
এখানে খামারীরা সরাসরি মার্কেটে বিক্রয় করতে পারেনা। আড়ৎদারের নিকট বিক্রয় করতে হয়, সেখান থেকে বিভিন্ন মার্কেট ও খুচরা ব্যবসায়ীরা কিনে নেয়।

359994
২০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:০৪
হতভাগা লিখেছেন : অন্যের ছবি দিলেও নিজের ছবিতে কাভার লাগাইছেন ।

এসব সবজি, ফল কি আমিরাতে হয় নাকি ইমপোর্টেট ?
২০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৪৪
298371
আকবার১ লিখেছেন : @হতভাগা,বাংলাদেশের সবই ইন-অর্গানিক শবজি । যা খাইলে মরার জন্য রেডি হতে
হবে। অর্গানিক অর্থ হলো, ন্যাচারাল গ্রোর্থ,এ ক্ষেত্রে কোন সার এবং ঔষধ ব্যবহার করা হয় না। আমি যেখানে থাকি,
সেখানের ছবি
২০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:০১
298372
হতভাগা লিখেছেন : অর্গানিক বা ইন-অর্গানিক না বলে ''চাষের'' ('চ' টাতে একটু জোরে চাপ দিয়ে বলবেন ) বললে বুঝে ফেলতাম আসলে কি বোঝাতে চেয়েছেন
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৫
298393
আবু জান্নাত লিখেছেন : আমার ড্রাইভিং প্রশিক্ষক পাঠানের সাথে তোলা ছবি, সূর্যের আলোর কারণে মুখ সুন্দর আসে নাই, তাই কালি লাগিয়ে দিলাম।Crying Crying

বেশির ভাগ আঞ্চলিক ফার্ম থেকে তোলা, আরবীর অজান্তে কৃষকরা অল্প দামে এইসব ব্যপারিদের কাছে বিক্রয় করে দেয়। তবে কিছু জিনিস ইরান, ইন্ডিয়া থেকে আমদানী করা।

360009
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৬
বাকপ্রবাস লিখেছেন : ব্যাপারটা যদিও অবৈধ তবে বাংলাদেশীরা এই সুবাদে কিছু কামায় করে নিচ্ছে, তবে দেশেরও বনদাম হচ্ছে, আমাদের যে মিসকিন ডাকে তার জন্য এসব আচরণ অনেকাংশে দায়ী
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৭
298394
আবু জান্নাত লিখেছেন : ঠিকই বলেছেন, তবে কামাইয়ের ফাঁকে ফাঁকে পুলিশের ভয়ে আতঙ্কে অস্থির থাকতে হয়।

এরদ্বারা অবশ্যই বাঙ্গালীদের ইমেজ ক্ষুন্ন হয়, ভিসা চালু না হওয়ার জন্য এগুলো অনেকটা দায়ী।

ধন্যবাদ।

360032
২০ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫২
আকবার১ লিখেছেন : আবু জান্নাত ভাই, আমি থাকি আমেরিকায়।
২০ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
298410
আবু জান্নাত লিখেছেন : অনেক ধন্যবাদ ভ্রাতা।
১০
360074
২১ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:৪৯
রাইয়ান লিখেছেন : ছবি আর লেখা দুটোই খুবই ভালো লেগেছে
২১ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৪
298457
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু, কেমন আছেন? বহুদিন পর ব্লগে আপনার দেখা। আপনাদের ওখানে এখন কি শীতের মৌসুম নাকি গরম? আমিরাতে কিন্তু এখন মোটামুটি শীত পড়ছে।

অনেক শুভেচ্ছা রইল।

২২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:২১
298499
রাইয়ান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম , আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো ! আমাদের এখানে সামার চলছে এখন , তাও প্রায় শেষের পথে। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা রইলো।
১১
360123
২১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৯
আফরা লিখেছেন : আমি বুঝলাম না আমি কেন এত পিছনে -------আমার ১ নাম্বারে নাই কেন ??????????????????????????????????????
ছবিগুলো অনেক সুন্দর হয়েছে । আমার ভাবিজান কি আপনার মুখে থাবরা দিয়েছে নাকি যে লজ্জায় মুখ ডেকে রাখছেন ভাইয়া ?

ধন্যবাদ আমার ভাইয়া জান্নাতের বাবা ।
২১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৫০
298481
আবু জান্নাত লিখেছেন : আগে হোক পরে হোক, এসেছেন এটাই সৌভাগ্য আমার।

সুন্দর লাগার জন্য ধন্যবাদ।

এমন কথাই বললেন, ছবি না দেখিয়ে আর পারলাম না।



২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১৪
298482
আফরা লিখেছেন : এই না হলে আমার ভাইয়া । অনেক ধন্যবাদ ভাইয়া ।
১২
360127
২১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৫১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, হুজুর আপনি প্রথমে পাঠানকে ঠকাইছেন! তারপর সি.আই.ডি ভাবনিয়ে অনেক গুলো নিন্ম আয়ের মানুষকে মানসিক হয়রানি করেছেন!
আপনার এতবড় পেট মাত্র ১টাকার জিলাপি দিয়ে পুরে কিভাবে?
যাইহোক সাক্ষাতে সব কিছুর হিসাব নেওয়া যাবে, তয় ভাইছা আম্নের লেখা ভালা লাইগছে। ধইন্যবাদ আম্নেরে।
২২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২৭
298506
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, হুজুরের বেশ ধরেছি, হুজুর নই।

পাঠানকে ঠকাই নাই। দরদাম করেই ঠিক করেছি। নিম্ন আয়ের মানুষদের সকর্ত করেছি, অবৈধ পথ থেকে বেছে থাকার জন্য সতর্ক করেছি।

চিন্তা করুন কত বড় পেট কিন্তু এক টাকার জিলাপিও শেষ করতে পারিনি, আরেক সাথীসহ মিলে সাবাড় করেছি।

আন্তরীক ছোঁয়ার জন্য অনেক অনেক শুকরিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File