আচরনে সুশীল হই
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৩:১৫ রাত
১। অপরের সামনে নাক খুটবেন না, নাক ঝাড়বেন না, কান খোচাবেন না, থুথু ফেলবেন না এবং দাঁত খোচাবেন না।
২। অপরের মুখের সামনে হাঁচি দিবেন না।
৩। হাই তুলে মুখ হা করতে হলে হাত দিয়ে মুখ চেপে হা করুন।
৪। অন্যের মুখের সামনে দাঁত ব্রাশ বা মাজবেন না।
৫। কারো মুখের সামনে বাসি মুখে কথা বলবেন না।
৬। ঘুমন্ত ব্যক্তিকে চিৎকার করে বা ধাক্কা দিয়ে ঘুম ভাঙ্গাবেন না।
৭। অপরের ব্যবহৃত তোয়ালে বা গামছা ব্যবহার করবেন না।
৮। মুখে একত্রে বেশী খাবার পুড়ে বা মুখ ফুলিয়ে খাবেন না।
৯। খাবারের পরে লুঙ্গি, শাড়ি বা পরিহিত পোষাক দিয়ে হাত, মুখ মুছবেন না।
১০। বিনা অনুমতিতে বা বিনা নোটিশে কারো ঘরে ঢুকবেন না।
১১। বিনা অনুমতি বা বিনা সম্মতিতে কারো জিনিষ ব্যবহার করবেন না (যদিও সামান্য কিছু হয়)।
১২। কারো ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে অযথা নাক গলাবেন না।
১৩। বিনা প্রয়োজনে অধিক কথা বলবেন না।
১৪। অপরের বক্তব্য ধৈর্য্য সহকারে শুনুন।
১৫। একে অপরের সাহায্যে এগিয়ে আসুন।
১৬। ক্ষেত্র বিশেষ শুকরান, মা শা আল্লাহ, ইন শা আল্লাহ, আলহামদু লিল্লাহ, সুবহানাল্লাহ, ভূলের ক্ষেত্রে ইস্তেগফার ও স্যরি বলার চর্চা করুন।
১৭। বেশি বেশি সালাম দেওয়া চেষ্টা করুন।
১৮। সালাম ও যে কোন শুভ কামনার জবাব দিন।
১৯। ক্ষমা ও সহনশীলতার চর্চা করুন।
২০। নামায, মিটিং, মাহফিল, কনফারেন্স ও বিশেষ ডিউটি ইত্যাদিতে মোবাইল ফোন বন্ধ অথবা ভাইব্রেশন দিয়ে রাখুন।
২১। কোন জিনিস যেখান থেকে নিয়েছেন ঠিক সেখানেই রাখুন।
২২। মানুষকে সু-পরামর্শ দিন। না পারলে চুপ থাকুন। অযথা জানার অধিক বলার চেষ্টা না করাই শ্রেয়।
২৩। ব্যক্তিগতভাবে দৈনন্দিন জীবনে নিজ নিজ ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করুন। বিশেষ করে পরিবারের সদস্যদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করুন।
সংগৃহীত ও ইষৎ পরিমার্জিত।
বিষয়: বিবিধ
১৬৭১ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
সাইফের আব্বু ভা্ইয়া। অনেক অনেক শুভেচ্ছা নিবেন। জাযাকাল্লাহ
আফ্রাম্নি ভাইয়? মানে কি
কবে যে মানুষের হুশ হবে!
ধন্যবাদ।
ধন্যবাদ
ঠিকানা পেলে চলে আসার চেষ্টা অব্যাহত থাকবে।
চমৎকার, মার্জিত, সুশীল পোস্টের জন্য লম্বা শুকরিয়া আপনাকে!
আরো যোগ করা যেতে পারে-
১)বাসে উঠে জোরে জোরে কথা বলবেন না।
২) এমন কাপড় চোপড় পড়ে বের হবেন না যেনো আপনাকে জীবন্ত রান্নাঘর মনে হয়ম আশে পাশের মানুষ নাক চেপে ধরে!
আশাকরি ভালো আছেন। শুভকামনা ও দোআ রইলো!
ভেবেছিলাম সন্ধাতারার মতো না জানি হারিয়ে গেছেন। ফিরে আসায় অনেক আনন্দ লাগছে, এবার নিয়মিত হবেন তো!
আপনার অভিজ্ঞতাও দারুন। আরো কিছু জোগাড় করে একটি পোষ্ট দিলে সবাই উপকৃত হবে।
আলহামদু লিল্লাহ অনেক ভালো আছি। পতিপত্নি ও ছোটদের প্রতি সালাম ও দোয়া রইল।
আপনার অন্যের কিছু ভাল না লাগলে এড়িয়ে যাওয়া টা কি ভাল না ভাইজান নিরবে ???
কেউ যদি নেতিবাচক ধরে নেয়, তার জন্য তো জবরদস্তি নেই। স্বাধীণতা সবারই আছে।
এগুলো ফ্রি উপদেশ বুঝলেন ভাইয়া! ফ্রি পাইলে তো সবাই নিতে চায়, তাই লিখা আর কি। ভালো খাকুন।
আমার লিখায় আপনার নতুন আগমনে শুভেচ্ছা রইল।
ভালো-মন্দ সুন্দর-অসুন্দরের আদর্শ(STANDARD) মান চিরন্তন!
কারো যদি অসুন্দরকে অসুন্দর মনে না হয় তবে তাঁর রুচিবোধের মান কাঙ্খিত পর্যায়ে উন্নত নয়- এমনটাই প্রকাশ পায়!
ভালো-মন্দ সুন্দর-অসুন্দরের আদর্শ(STANDARD) মান চিরন্তন!
কারো যদি অসুন্দরকে অসুন্দর মনে না হয় তবে তাঁর রুচিবোধের মান কাঙ্খিত পর্যায়ে উন্নত নয়- এমনটাই প্রকাশ পায়!
দারুন একটি কথা বলেছেন। মানুষের আচরণে তার রুচিবোধ প্রকাশ পায়। অনেক ধন্যবাদ
জান্নাতম্নিসহ আপনারা সকলেই ভালো তো?
শ্রদ্ধেয়া খালাম্মুনি। বহুদিন পর আপনার উপস্থিতিতে অনেক আনন্দিত হলাম। বহু দিন পর্যন্ত ব্লগে নিয়মিত ভিজিটর হিসেবেই আসি। লগইন করতেও ইচ্ছে হয় না। প্রিয়জনদের কাউকে আসতে দেখি না।
আলহামদু লিল্লাহ, জান্নাতমনি সহ আমরা সবাই আল্লাহর রাহমাতে অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন?
দোয়ার আবেদন রইল।
সুন্দর ও শিক্ষনীয় লিখার জন্য ধন্যবাদ।
প্রবাসীরা বাংলাদেশের বিমানবন্দরে যে হয়রানির শিকার হচ্ছে তা নিয়ে একটু লিখার অনুরোধ রহিলো।
ভাইয়া/আপু, কেমন আছেন? কি বলে আপনাকে সম্ভোধন করবো জানি না। আমি আবুধাবীতে আছি, মদিনাত যায়েদ এরিয়ায়। আপনার পরিচয় জানালে ভালো লাগতো।
এখনো পর্যন্ত আমি বিমানবন্দরে তেমন ঝামেলায় পড়ি নাই, তাই অভিজ্ঞতাও তেমন নেই। তবুও আপনার অনুরোধ রাখার চেষ্টা অব্যহত থাকবে ইন শা আল্লাহ।
আমি ওপেরা মিনি থেকে ব্রাউজ করি তাই প্রতি মন্তব্য করতে পারি না।
আপনি আবুধাবী আছেন জেনে খুশি হলাম।
আমার পরিচয় জানাতে না পারার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
আমার অনুরোধ রাখার চেষ্টার কথা শুনে আনন্দিত হলাম।
আর হ্যাঁ
আমি
একজন পুরুষ মানুষ
ভাই বলে ডাকলে চলবে।
প্রতিমন্তব্য করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে
আল্লাহ তায়ালা আপনাকে কল্যাণ দান করুক। আমীন।
মন্তব্য করতে লগইন করুন