Tongue Tongue এলোমেলো (ছবি ব্লগ) Tongue Tongue

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ০৪ নভেম্বর, ২০১৫, ১১:৩২:১৬ রাত



আগস্টের ৯ তারিখ ২০১৫ ড্রাইভিং ফাইল ওপেন করার জন্য মুসাফফাহ ড্রাইভিং স্কুলে গেলাম।





এখানে সিরিয়াল নিয়ে অনেক্ষণ সময় কাটাতে হলো।



অতপর স্কুলে ক্লাসের জন্য চার দিনে আট ঘন্টা মৌখিক ক্লাস করলাম। আলহামদুলিল্লাহ পঞ্চম দিন পরীক্ষায় রেজাল্ট ভালই হল।

অতঃপর প্রাক্ট্রিক্যাল ক্লাসের অনুমতি মিলল। কিন্তু সময় সল্পতায় আর যাওয়া হয়নি। নভেম্বরের ৮ তারিখ আমার পার্মিশন শেষ, পুণরায় আবার সিরিয়াল ও ১৩০ দেরহাম দিয়ে ৩মাসের জন্য কার্ড বানাতে হবে।



ডিউটির ফাঁকে একটু ব্রেকে যাই, কিন্তু সময় সল্পতার কারণে কাটাকুটা করে পাক করার মত সময় নাই, তাই সকালেই কাটার কাজ শেষ করে ফ্রিজে রেখে যাই।





ইতিমধ্যে ডিউটি বেড়ে গেছে, দুপুরের ব্রেক টাইমে লেবার অফিসে যেতে হয় বিভিন্ন কাজে। একদিন লেবার অফিস খালি পেয়ে ছবি দুটো নিলাম।



এক শুক্রবার বিকেলে হাটতে হাটতে মাদিনাতে যায়েদ শপিং সেন্টারের লুলু হাইপার মার্কেটে গেলাম। দারুন দারুন দুটি গেট দেখে লোভ সামলাতে পারলাম না, মোবাইলের ফ্রেমে বন্দি করে নিলাম। উম্মে জান্নাতের আফসোস ছিল, তাকে নিয়ে এক সাথে কখনো ছবি উঠাইনি, তাই এই গেটটির মাঝে দম্পত্তিকে ফটোসপের কারুকার্য্যে দাড় করালাম। অতঃপর হোয়াটসএ্যাপ এর মাধ্যেমে পৌছে দিলাম।



আমার স্পন্সর দুদিন আগে মিসর থেকে আসার সময় আমার জন্য মিসর থেকে কিছু কাচা খেজুর নিয়ে আসলেন। যেমন বড় তেমন কালার, তেমনই মিষ্টি। দুটি খেলেই ভাতের কায্য সমাপ্ত।



মরুম মাঝেও মানুষরা গাছের ছায়াকে খুব ভালোসাবে। তাই একটু ছায়াতে বসার চেষ্টা। সকাল বিকাল অন্তত কিছুটা সময় এখানে কয়েকজন বনিআদম এখানে আড্ডায় মেতে উঠেন।



মুসাফফাহ ৩৭ নাম্বারে এক ক্যফেটেরিয়ায় নাস্তা করে বের হয়ে দেখলাম দেশি স্টাইলের পান দোকান। বেচারার সাহসের প্রশংসা করতেই হয়। এমন জটিল মুহুর্তে আমিরাতের আইনকে তোয়াক্কা না করে পান বিক্রি!

বেচারার সাহসের বাহার দেখে আমিও এক খিলি পান খেলাম।

বিষয়: বিবিধ

২০৬৫ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348505
০৪ নভেম্বর ২০১৫ রাত ১১:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ড্রাইভিং লাইসেন্স এত কষট!!!!
আমার খুব ইচ্ছা কোনদিন যদি আমিরাতে কুটণৈতিক ভিসা নিয়া যাইতে পারি তবে পান খাব সবার সামনেই!!
০৫ নভেম্বর ২০১৫ রাত ১২:৫৯
289269
আবু জান্নাত লিখেছেন : অনেক কষ্ট, অনেক সময়, অনেক টাকা ব্যয় হল। আনুমানিক বাংলা টাকা ৭৫ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়।

আমিরাতে এসে সবার সামনে পান খেতে পারবেন পুলিশ ছাড়া। পুলিশ বা সিআইডি দেখলে ৫০০ দিহাম জরিমানা গুনতে হবে। হা হা হা......

348512
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৪:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : ফ্রান্সেও অনেক কঠিন।
০৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
289304
আবু জান্নাত লিখেছেন : কি কঠিন? তাতো বললেন না।

০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২০
289321
প্যারিস থেকে আমি লিখেছেন : ড্রাইভিং লাইসেন্স।
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৪
289325
আবু জান্নাত লিখেছেন : হুম :Thinking :Thinking :Thinking
348516
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৪:৩৭
কাহাফ লিখেছেন : ধন্যবাদ এলোমেলো বললেও দৃষ্টি নন্দন কিছু ছবি উপহার দেয়ায়!
পান দোকানের ছবি পান খাওয়ার লোভ জাগিয়ে দিল.......!!
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩৭
289307
আবু জান্নাত লিখেছেন : এত কষ্ট করে পান খাইতে আমার মোটেও মন চায় না। তবু বছরে দু'এক খিলি খাই, তাও আবার মিষ্টি জর্দা দিয়ে। ধন্যবাদ কাহাফ ভাই।
০৬ নভেম্বর ২০১৫ রাত ০৩:৪১
289397
কাহাফ লিখেছেন :
অনেক ছোট থেকেই পান খাওয়ার বদ অভ্যাস আমার!
প্রবাসে আসার পর এই সুযোগ আর নাই!
এখনও দেশে গেলে প্রচুর খাওয়া হয়!
348523
০৫ নভেম্বর ২০১৫ সকাল ০৬:২৯
নাবিক লিখেছেন : ভালো লাগলো আপনার ছবি ব্লগ Rose
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২০
289309
আবু জান্নাত লিখেছেন : আর কত কাল এভাবে ঝুলে থাকবেন ভাই! Good Luck Good Luck শুকরিয়া।
348528
০৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৯
ছালসাবিল লিখেছেন : এই যে জান্নাতের আব্বু ভাইয়া Smug বাংলাদেশে কিচচু করতে হয় না Day Dreaming শুধু টাকা দিলেই লাইসেন্স হয়ে যায় Day Dreaming Big Grin Big Grin
আমার দেশ কততততত ভালললললো Love Struck Big Grin Day Dreaming
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২২
289310
আবু জান্নাত লিখেছেন : আমিও জানি আপনার দেশে গাড়ি এক্সিডেন্ট হলে ড্রাইভারের কোন দোষ নেই। সব দোষ পথচারীর। কারণ সব ড্রাইভারতো ডিজিটাল মার্কা লাইসেন্সধারী, তাই না! ছোট ভাই। Good Luck Good Luck Good Luck

০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৯
289320
ছালসাবিল লিখেছেন : ওভার ব্রিজ Smug এর পরেও রাস্তা পার হচ্চে নিচ দিয়ে Smug কার দোষ Broken Heart
আমার দেশ অনেনননননেক সুন্দর Love Struck Smug আরব আমিরাত পচাঁ Tongue
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২০
289322
আবু জান্নাত লিখেছেন : দেশ হিসেবে আল্লাহর দান বাংলাদেশ অনেক সুন্দর, এই হিসেবে আমিরাত একেবারে নিম্ন তাও ঠিক। কিন্তু সরকার ও জনগন হিসেবে বা রাষ্ট্রের নিয়ম কানুন ও পরিচালার ক্ষেত্রে আমিরাত হাজারগুণে শ্রেষ্ঠ। Good Luck Good Luck
348529
০৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৯
ছালসাবিল লিখেছেন : এই যে জান্নাতের আব্বু ভাইয়া Smug বাংলাদেশে কিচচু করতে হয় না Day Dreaming শুধু টাকা দিলেই লাইসেন্স হয়ে যায় Day Dreaming Big Grin Big Grin
আমার দেশ কততততত ভালললললো Love Struck Big Grin Day Dreaming
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৩
289311
আবু জান্নাত লিখেছেন : Praying Praying Praying Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
348532
০৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৫৬
হতভাগা লিখেছেন : পানের দোকানে দেখি POWER Energy drinkও পাওয়া যায় !
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৬
289313
আবু জান্নাত লিখেছেন : ঐগুলোতে পাতি জর্দা, চিতা জাতীয় এক প্রকারের পানি, যা পানের সাথে মিশিয়ে জর্দার মত খায়।

348543
০৫ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর পোষ্ট অনেক ভাল লেগেছে, ভাল লেগেছে আপনার কথাগুলো, দৃষ্টপট সুন্দর ভাবে সাজিয়েছেন। তবে লোভ সামলাতে পারছিনা আপনার খেজুর দেখে। এই খেজুর গুলোর স্বাদ কেমন তা, আমাদের দেশ কিংবা পৃথিবীর অন্য দেশের মানুষ কোনদিনই বুঝবে না। অনেক মানুষ আবার খেজুর পছন্দ করেনা।

খেজুর আমার খুবই পছন্দ, তাই গিন্নী টি-টেবিলে সর্বদা নানা রকম খেজুর সাজিয়ে রাখেন। আমি প্রতিদিন অফিস থেকে বাসায় গিয়ে সেখান থেকে বেছে বেছে দুটি খেজুর খাই।

গিন্নী তির্যক ভাবে বলেন, সেখানে বাছাই করার কি আছে! আজকে যে খেজুর গুলো আমার পছন্দ হয়নি, দুদিন পরে সে গুলোও আমি খেয়ে ফেলব! যাক, ধন্যবাদ। ভাল থাকুন।
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৯
289317
আবু জান্নাত লিখেছেন : ২০১১ সালের জুলাই মাসে যখন দেশ থেকে প্রথম আসলাম, গরমে চোখ মুখ পুড়ে যাওয়ার অবস্থা। এদিকে খেজুর পাকা মৌসুম। আমি তখন মরুর প্লাস পাসপোর্ট রোড ক্রসিংয়ে অবস্থিত খাদিজাতুল কুবরা স্কুলের পাশের বিল্ডিং (জাকির বিল্ডিং নামে প্রসিদ্ধ) এ ছিলাম। ওখানের রাস্তার খেজুর গাছ থেকে পাকা খেজুর প্রায় সময় খেতাম, আর কি যে আনন্দ।
অন্তত নতুন আসার পরও দেশের কষ্টটা কিছুটা হলেও লাঘব হতো।

খেজুর খোর টিপু ভাইকে অনেক অনেক অভিনন্দন। Good Luck Good Luck

348552
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০১
ঘাড় তেড়া লিখেছেন : ২০০৭ এ শুরু লাইসেন্স এর প্রক্রিয়া...
২০১৫ এপ্রিল ৩০ হাতে পেলাম সেই লাইসেন্স...

কত রোদ / শীত এর মদ্ধেই স্কুলে যাওয়া...
অনেক কস্ট ও ত্যাগের পর এই লাইসেন্স।

০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২২
289323
আবু জান্নাত লিখেছেন : সত্যি বলেছেন, এদেশে লাইসেন্স পাওয়াটা সোনার হরিণের তুলনা চলে।

অনেক কষ্ট ও ত্যাগ অবশ্যই করতে হয়। ধন্যবাদ ভাই।

১০
348557
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৯
দ্য স্লেভ লিখেছেন : দারুরনসসসস
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৩
289324
আবু জান্নাত লিখেছেন : ছালছাবিলের প্রতিচ্ছবি! Applause Applause
ধন্যবাদ পুটির বাপ।

০৬ নভেম্বর ২০১৫ সকাল ০৮:০০
289404
ছালসাবিল লিখেছেন : Tongue Tongue Smug Love Struck
১১
348602
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

সংক্ষিপ্ত পরিসরের বিবরণ এবং ছবিগুলো আসলেই চমৎকার হয়েছে। নিঁখুতভাবে কাঁটা আলু , পিঁয়াজগুলো দেখে বুঝলাম আমাদের ভাই অ নে ক গুণী!

শুকরিয়া।
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৯
289364
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপি।

আহা মহিলাদের চোখ বুঝি তাদের কাজের দিকেই থাকে। আলু পিঁয়াজ নিয়ে কেউ কিছু না বললেও আপনি বলেছেন। একেই বলে সৃষ্টিগত ফিতরাত।

যতটুকু বুঝেছেন ততটুকু নই, পরিস্থিতিতে বাধ্য, তাই একটু আদটু করতেই হয়। শুকরিয়া।

১২
348646
০৫ নভেম্বর ২০১৫ রাত ১১:৫৪
আফরা লিখেছেন : এত সুন্দর সুন্দর ছবির মাঝে কাচা মরিচের ছবি না দিলে হতনা । তাও আবার দুই ভাগ করা আমার তো ঝাল লেগে গেল ----- ।

অন্য ছবি গুলো অনেক সুন্দর ধন্যবাদ জান্নাতের বাবা আমার ভাইয়া ।
০৬ নভেম্বর ২০১৫ রাত ১২:৪১
289384
আবু জান্নাত লিখেছেন : মরিচ ছাড়া বাঙালির খাবার কল্পনাও করা যায়না।
ঝাল লাগলে খেজুর আছে না! একটি খেয়ে নেন। ব্যাস ঝালের কামাল শেষ।

শুকরিয়া

১৩
350169
১৮ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মোটরসাইকেলের লাইসেন্স বানাইচি ৩ বছর আগে এবার দেশে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতাটা সেরে আসি, তারপর গাডির ফাইল ওপেন করার ইচ্ছা আছে।
ধন্যবাদ আপনাকে
১৮ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৩
290620
আবু জান্নাত লিখেছেন : ঐ মিয়া, আর কত কাল বিয়ের আশায় আশায় থাকবো! জলদি করুন, যেন দাওয়াত মিস না হয়।

শুকরিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File