Call Me Call Me প্রবাসীদের শুক্রবার, কিছু আনন্দঘন মুহুর্ত Call Me Call Me

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৩ জুন, ২০১৫, ০৭:৫৮:২৫ সন্ধ্যা



যারা প্রবাসে থাকেন, তাদের প্রায় সকলেই শুক্রবার কে ঘুমের দিন হিসেবেই পালন করেন। আমিও কিন্তু এর ব্যতিক্রম নই

৫টায় উঠে ফজর নামাজ আদায় করে পুণঃরায় ঘুমের প্রস্তুতি নিয়ে বেড সিটে ঝাপ দেই। ৯টা বা ১০টার দিকে উঠে কিছুক্ষন বাড়িতে ফোনালাপ, নেটালাপ, ভাইবারালাপ, ইমুয়ালাপ, স্কাইপালাপ শেষ করে জুমআর প্রস্তুতি।

নামায শেষে খাবার খেয়ে রুমমেটদের সাথে ঘন্টাখানিক সুখ-দুঃখ বিনিময়ের পর আবার সেই ঘুম। বিকেলে উঠে আসরের পর হালকা চা নাস্তা, কিছুক্ষণ হাঁটাহাঁটি, বন্ধু মহলে দেখা সাক্ষাত। মাগরীবের পর নেট জগতে কিছুক্ষণ বিচরণ।

এশারের নামাজের পর খানা খেয়ে নেট দুনিয়ায় ব্যস্ত থাকা, রাত ১২টার পর শোয়ার প্রস্তুতি। যারা নেট জগত বুঝে না, তারা টিভিতে নাটক ও খবর দেখে সময় পার করে।

এ হল বেশির ভাগ প্রবাসীদের শুক্রবারের দিনলিপি। যারা ওভার টাইম বা পার্সোনাল যব করেন, তারা একটু ভিন্ন। কিছু কোম্পানীতে শুক্রবার ও বাধ্যগত ডিউটি করতে হয়, তারাও এ জুমাবার দিনলিপির বাইরে।

অনেক প্রবাসী আছেন যারা শুক্রবার কুরআন তেলাওয়াত করেন, এরা ১১টায় মসজিদে চলে যান। আযান পর্যন্ত তিলাওয়াত করেন।

গতকাল শুক্রবারটা আমার একটু ভিন্নভাবে কেটেছে। ফজরের পর আর ঘুমানো হয়নি। কিছুক্ষণ বাড়িতে কথা বলার পর নুডুলস পাকাইলাম, পেটপুরে খেলাম। কাচা মরিচগুলোর সে কি জ্বাল! অনেক্ষণ হু হা করলাম।



কিছু সময় ব্লগে কাটালাম। আব্দুর রহীম ভাইয়ের কথা মনে পড়লো। দেখা হয়েছে অনেক দিন হল। হোয়াটসএ্যাপে বার্তা আদানপ্রদান হলো, দু'জনই একই মসজিদে জুম'আ পড়লাম। নামাজের পর প্রায় ঘন্টাখানিক ব্লগ ও ব্লগার সম্পর্কিত আলোচনা করলাম। নাস্তা হাতে নিয়ে বিদায় নিলাম।

রুমে গিয়ে খাবার খেতে বসে তো অবাক! প্রতি শুক্রবারে গরুর গোস্ত পাকানো হয়, কিন্তু আজকে রসাভূনা করে কোয়েল পাখি পাকানো হয়েছে, জনপ্রতি একটি পাখি, সাথে পাতলা ডাল। রুটি দিয়ে খেলাম।

একটু ঘুমানোর ইচ্ছে ছিল, কিন্তু বাড়ির মিসকলে তা আর হয়ে উঠেনি। কথা চলল ঘন্টাখানিক। কিছুক্ষণ পর ফোন পেলাম, কয়েকজন বন্ধু এসেছে আজমান থেকে। তাদের সাথে পুরো বিকেল ঘুরে ফিরে কাটালাম। মাগরীবের নামায পড়ে সেই ঐতিহ্যবাহী ইব্রাহীমী হোটেলে খাসির পায়া ও খাসির গোস্ত দিয়ে রুটিসহ নাস্তা পর্ব শেষ করার আগেই এক সম্মানীত ব্লগারের ফোন পেলাম।

তাড়াতাড়ি নাস্তা সেরে বন্ধুদের থেকে বিদায় নিয়ে ব্লগার ভাইয়ের পানে সাড়া দিলাম। কয়েকজন অনলাইন এক্টিভিষ্ট ব্লগার বন্ধুদের মিলন মেলায় পরিণত হল। সে কি আনন্দ ঘটে গেল। রোডের পাশে ঘাসের উপর বসে মনখুলে অনেক্ষণ কথপােকথন হল। এশা' সালাতের আজানের মধুর সূরে সম্বিত ফিরে পেলাম, সালাত আদায়ে মসজিদ পানে ছুটলাম।

নামায শেষে প্রায় দু'ঘন্টা আলোচনার অজানা আনন্দে হারিয়ে গেলাম। অনলাইন জগতে পরিচয় ও আলাপন, জীবনে কখনো দেখাশুনা হয় নাই ,অথচ মনে হতে লাগলো বহুদিনের পরিচিত, মনের কোনে জমা করে রাখা কিছু স্বপ্নের মানুষের সাথে সাক্ষাত হল। দু'একটি সেলফিও হয়ে গেল।

নাস্তা পর্ব শেষান্তে ভবিষ্যতে আবার দেখার প্রত্যাশা নিয়ে বিদায় হলাম/নিলাম।

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325619
১৩ জুন ২০১৫ রাত ০৮:১৩
আওণ রাহ'বার লিখেছেন : ইশশশশশশশশশশশশশশস........।
১৩ জুন ২০১৫ রাত ০৮:২৮
267746
আবু জান্নাত লিখেছেন : কি মিয়া ভাই আফসোস হচ্ছে বুঝি!
১৩ জুন ২০১৫ রাত ০৯:২৭
267758
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
১৩ জুন ২০১৫ রাত ১০:১৬
267779
আবু জান্নাত লিখেছেন : কার মুখে টেপ লাগিয়ে দিলেন রহিম ভাই!
325620
১৩ জুন ২০১৫ রাত ০৮:১৪
আফরা লিখেছেন : মুসলিম দেশে থাকেন তো তাই শুক্রবার ছুটি পান আমাদের শুক্রবার ক্লাস করতে আবার অফিস করতে হয় অবশ্য শনি,রবিবার আমাদের ছুটি ।

জান্নাতের বাবা আমার ভাইয়া ভাল ব্লগার হয়ে যাচ্ছেন । ধন্যবাদ ভাইয়া ।
১৩ জুন ২০১৫ রাত ০৮:৩২
267748
আবু জান্নাত লিখেছেন : আলহামদুল্লিাহ, সত্যিই বড় নিয়ামত। জুমআর দিনের ছুটির আনন্দটাই আলাদা। ছোট্ট বোন কিন্তু একটি কথা বার বার বলেই যাচ্ছেন, আমি বুঝতে পারছি না আমার বোনটি কি বুঝাতে চাচ্ছেন।
তবে আমার সহজ সরল স্বীকারোক্তি হলঃ ছোট্টবোনের উৎসাহেই আমার এই টুকটাক আঁকাআকি। ধন্যবাদ
325624
১৩ জুন ২০১৫ রাত ০৮:৩২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আনন্দের কথা বলিয়াছেন Beeবেদনার কথা গুলো নিজের ভিতরে চাপা দিলেন Give Up At Wits' End Hotযাই হোক ভালো লাগলো মোটামুটি...
১৩ জুন ২০১৫ রাত ০৯:০৮
267755
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ রহিম ভাই। অতি সত্ত্বর দ্বিতীয় পোষ্ট আসছে। বেদনার কথাও বলা হবে ইন শা আল্লাহ।
325625
১৩ জুন ২০১৫ রাত ০৮:৩৯
তবুওআশাবা্দী লিখেছেন : আপনার শুক্রবারের দিনলিপি পরে ভালো লাগলো |শুক্রবারে বন্ধ থাকলে জুম্মার নামাজের এই সুবিধাটা পাওয়া যায় |এখানে (আমেরিকার কথা বলি) যারা জুম্মার নামাজ পরেন তারা লাঞ্চ আওয়ারটাকে জুম্মার সাথে এডজাস্ট করে নেন শুক্রবারে|মুটামুটি একঘন্টা সময় নিয়ে সবাই আসেন নামাযে|আমার অবস্থা খানিকটা ভালো | শুক্রবারে আমার ক্লাস থাকে না|সেজন্য আমি ইনশাল্লাহ একটু আগেই যেতে পারি মসজিদে| সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ঢোকার চেষ্টা করি শুক্রবারে মসজিদে|মসজিদে গিয়েই আমি সুরা কাহাফ পড়ি সবসময়|
১৩ জুন ২০১৫ রাত ০৯:১১
267756
আবু জান্নাত লিখেছেন : আমেরিকার মুসলিমদের কথা জানানোর জন্য শুকরিয়া। আপনার সৌভাগ্যের কথা জেনে আনন্দিত হলাম। আলহামদু লিল্লাহ আপনার শেষ কথাটি আমিও আমলকরার চেষ্টা করি। জাযাকাল্লাহ খাইর।
325626
১৩ জুন ২০১৫ রাত ০৮:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নুুডলস টা আমার দেখেই খাইতে ইচ্ছা করছে!! আর খাসির পায়া.........
১৩ জুন ২০১৫ রাত ০৯:১৫
267757
আবু জান্নাত লিখেছেন : আপনাকে যে কোথায় পাই নুডুলস খাওয়ানোর জন্য। আপনার ওস্তাদ টিপু ভাইয়ের খোজ পেলাম, আমার নিকটেই থাকে। অতিসত্বর দেথা করবো ইন শা আল্লাহ।
১৩ জুন ২০১৫ রাত ১০:৩৭
267784
আবু জান্নাত লিখেছেন : চটজলদি খেতে থাকুন, না হয় ঠান্ডা হয়ে যাবে।

325645
১৩ জুন ২০১৫ রাত ০৯:৫৭
আবু জারীর লিখেছেন : এর বাহিরেও কিছু বেউকুফ টাইপের লোক আছে যাদের মধ্যে আমিও একজন।

বৃহষ্পতিবার রাতে হায়দারাবাদী বিরিয়ানি পাক করেছিলাম। শুক্রবার সকালে ঘুমনর আশায় বেশ রাত করেই ঘুমলাম। সম্ভবত ১টার পরে। ওমা ৩টায় ফজরের নামায পড়তে উঠে দেখি মেসেজ! সকাল ৮ঃ৩০টায় প্রগ্রাম আছে।

ফজর পরে ৫টায় ঘুমিয়ে ৭টায় উঠে প্রগ্রামে গেলাম।

ভাবলাম জুমার পরে কসর আদায় করব কিন্তু ঘুম এলনা।

ঠিক আছে কোন ব্যাপার না। আসর পড়ে ঘুমাব। আসর পরে ঘুমের প্রস্তুতি নিতেছি অমনি ক্রিং ক্রিং...। কিরে ভাই? ভাই ব্যক্তিগত যোগাযোগ আছে। ফলে ঘুমের ১২ট।
সন্ধ্যায় আবার ইউনিটের প্রগ্রাম।
সব মিলিয়ে প্রগ্রাম শেষ করতে করতে রাত ১০ঃ৩০ খেয়ে দেয়ে বিছানায় যেতে যেতে রাত ১১টা।
আমার মত এমন বেউকুফের সংখ্যাও এই প্রবাশে কম না।
১৩ জুন ২০১৫ রাত ১০:২৬
267780
আবু জান্নাত লিখেছেন : এটাতো বেকুফের প্রমাণ নয়, এটা হল কর্মময় জীবনের বর্ণনা। সত্যিই আপনি কাজের লোক বিধায় সবাই আপনাকে পেতে চায়। তা বিরিয়ানী কেমন খেলেন?
আমরাও মাঝে মাঝে হায়দারাবাদের বিরিয়ানি কিনে খাই। সত্যিই এক মজার জিনিস।
325647
১৩ জুন ২০১৫ রাত ১০:০১
দ্য স্লেভ লিখেছেন : খাওয়া দাওয়ার যা বর্ণনা দিলেন তাতে তো লোভ লাগছে। আর বন্ধুবান্ধবসহ উপভোগ্য সময় কাটানো দেখে হিংসে হচ্ছে। Happy দারুন করে লিখেছেন ভাই
১৩ জুন ২০১৫ রাত ১০:৩৪
267782
আবু জান্নাত লিখেছেন : বড় লোকদের পদচারণায় আমার গরীব কুঠরি সত্যিই ধন্য হল।
লোভ নিয়ে অপেক্ষা করতে নেই, চট জলদি খেয়ে পেলুন।


আপনার ওখানে কি বন্ধুবান্ধব নেই! সত্যিই একা বুঝি! পুটির মা কোথায়?
১৪ জুন ২০১৫ সকাল ১০:৩৮
267867
দ্য স্লেভ লিখেছেন : পুটির মা আসলে শুনবেন কিন্তু এই ছবিটা সরিয়ে ফেলা যায় না ? বিশ্বাস করেন, আমি শেষ হয়ে যাচ্ছি....খাসির পায়া আর পরোটা বা রুটি আমার সাংঘাতিক প্রিয়। নাহ সহ্য করতে পারছি না....
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
267977
আবু জান্নাত লিখেছেন : প্রসিদ্ধ খাদক হিসেবে পরিচিত জন, তাই গামলায় করে দিয়েছি, খেয়ে শেষ করতে পারলে আরো দেয়া হবে। পুটির মা সহ খাবেন। অনেক অনেক ধণ্যবাদ।
325684
১৪ জুন ২০১৫ রাত ০৩:৪৯
রাইয়ান লিখেছেন : শুক্রবারের দিনলিপি পড়ে মনে হয়েছে আমাদের ভাইটি মজার মজার খাবার এবং অবকাশ খুবই উপভোগ করেন ওই দিনটিতে। আর খাবারগুলো , সত্যি ই উপভোগ্য হবার মতই ! Eat Eat Eat
১৪ জুন ২০১৫ সকাল ০৮:১৮
267840
আওণ রাহ'বার লিখেছেন : Waiting Waiting Waiting Waiting phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt
১৪ জুন ২০১৫ সকাল ০৯:৫২
267849
রাইয়ান লিখেছেন : phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt আওণ রাহ'বার
১৪ জুন ২০১৫ সকাল ১০:৩৯
267868
দ্য স্লেভ লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking
১৪ জুন ২০১৫ সকাল ১০:৫৫
267874
রাইয়ান লিখেছেন : স্লেভ ভাইয়াকে বলছি , অত ভাবাভাবির কিছু নেই। আপনি না মার্শাল আর্ট জানেন , আওণের উপর প্যাঁচগুলো একটু ঝালিয়ে দেখুননা !
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
267980
আবু জান্নাত লিখেছেন : হু! খাদকদের লাইন পড়েছে দেখছি। Tongue Tongue
অষ্ট্রেলিয়াপু, মাঝে মাঝে বকরীর পায়া পাক করে খাবেন। দেখবেন বরফের শীত অনেকটা সহজ হয়ে যাবে। আওন ও স্লেভ ভাইয়াকে দাওয়াত দিতে ভূলবেন না কিন্তু। দেখুন লাইন দিয়ে অপেক্ষায়.......
১৪ জুন ২০১৫ রাত ০৮:৫৮
268026
দ্য স্লেভ লিখেছেন : আমার খাবার যে খেতে আসবে তার মাথায় হাড়ি ভাংবো। পুরোটা আমার। তবে যদি কান্নাকাটি করে তবে আমি খাওয়ার পর যা থাকবে সেটা খাবে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor খাসির পায়া আর রুটি আমি জান্নাতেও খাব
১৫ জুন ২০১৫ সকাল ১১:৪১
268148
রাইয়ান লিখেছেন : আমার বাসা যেহেতু কান্ট্রি সাইডে , এখানে আশেপাশে প্রচুর ফার্ম আছে। আমার কর্তার একটা বিশেষ শখ হলো ফার্মে গিয়ে নিজ হাতে ল্যাম্ব জবাই দিয়ে আনা। সুতরাং পায়া কারী আর নিজ হাতে বানানো তন্দুরি রুটি ওই সব দিনগুলোতে আমার বাসায় বিশেষ ব্রেকফাস্ট !
১৫ জুন ২০১৫ দুপুর ০২:০২
268163
আবু জান্নাত লিখেছেন : একা একাই কি খাবেন, আমাদের দাওয়াত দিবেন না! Eat Eat Eat Eat Eat
325709
১৪ জুন ২০১৫ সকাল ০৮:৫১
অবাক মুসাফীর লিখেছেন : আমাকে স্মরন করলেন বুঝি!
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
267982
আবু জান্নাত লিখেছেন : অবশ্যই, অবাক হওয়ার মতই। আপনাকে তো স্বরণ করবই। রাতের অন্ধকারে চাদের আলোতে বৃষ্টিতে ভিজে কোথায় যেন যাচ্ছেন।
১৪ জুন ২০১৫ রাত ০৮:৫৬
268025
অবাক মুসাফীর লিখেছেন : তেনার খোঁজে আছি...!
১৪ জুন ২০১৫ রাত ০৯:০৩
268029
আবু জান্নাত লিখেছেন : ভালোই, এভাবে আর কত দিন খুজবেন?
১৪ জুন ২০১৫ রাত ০৯:০৬
268030
অবাক মুসাফীর লিখেছেন : দেখা যাক... আমার কোনো দোষ নাই অবশ্‌য... আমার শশুর আব্বা আমার চাইতেও বেশি অলস...!
১৪ জুন ২০১৫ রাত ১০:২৯
268078
আবু জান্নাত লিখেছেন : ইশ! কিছুই বুঝলাম না! At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End
১০
325725
১৪ জুন ২০১৫ সকাল ১১:০২
পুস্পগন্ধা লিখেছেন :
শুক্রবার তো ভালই ঈদ ঈদ করে কাটালেন, ফ্রেন্ডস ছিল বাট ফ্যামিলি ছিলনা ওটা হলে সোনায় সোহাগা হয়ে যেত.....।
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
267984
আবু জান্নাত লিখেছেন : ঐ কথা বলে কাঁদার পথ করে দিবেন না। ঐগুলো মনে আসলে বিদেশ আর ভালো লাগে না। এমনিতেই বাড়ীর স্বজনদের ভুলে থাকতে ব্লগে বেশি করে সময় দেই। অনেক ধন্যবাদ।
১১
325737
১৪ জুন ২০১৫ দুপুর ১২:০৩
ছালসাবিল লিখেছেন : Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
267985
আবু জান্নাত লিখেছেন : ওরে বাহ! একসাথে সব সাবাড় করছেন!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫ জুন ২০১৫ সকাল ০৯:৫৩
268132
ছালসাবিল লিখেছেন : Applause Applause Smug Smug MOney Eyes জি MOney Eyes
১২
325888
১৫ জুন ২০১৫ রাত ০১:৫৬
আব্দুল গাফফার লিখেছেন : আমার শুক্রবারের দিনলিপি আপনার মত নয়,আর এমন এক যায়গায় থাকি ৫ বছরে পরিচিত একজন ব্লগারকেও খোঁজে পেলাম না ।আপনারা অবশ্যই শুভাগ্যবান । ধন্যবাদ জানবেন Good Luck
১৫ জুন ২০১৫ সকাল ১১:২১
268145
আবু জান্নাত লিখেছেন : লিখে ফেলুন আপনার জুমাবার নামা। আগ্রহ নিয়ে পড়বো ইন শা আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File