খুশির ঝিলিক
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ০৯ জুন, ২০১৫, ০৯:১৭:১৫ রাত
এই মাত্র ব্লগে ঢুকতে পেরে হাফ ছেড়ে বাঁচলাম যেন, বিকেল থেকে ব্লগে ঢুকা যাচ্ছিল না। মনে মনে ভয় পেয়েছিলাম, আবার বন্ধ হয়ে গেল কিনা! জালিমের থাবা আবার বসিয়ে দিল কিনা!
ফেসবুকে কয়েকজন ব্লগার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, সবারই একই অবস্থা।
ফেইসবুকের ব্লগ পেইজে রিপোর্ট করলাম। আরো অনেকেই করেছেন। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওপেন হয়েছে। তবে অনেক স্লো কাজ করছে। অনেক ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষকে।
ব্লগ সচল হলেও ৬জুন থেকে ৯জুন পর্যন্ত লিখা ব্লগগুলো দেখা যাচ্ছে না, ব্লগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যদি সাধ্যের মধ্যে হয়, প্লীজ ব্লগগুলো ফিরিয়ে দেওয়ার অনুরোধ রইল।
যে সকল ব্লগার রিপোর্ট করেছেন, সবাইকে আন্তরীক শুভেচ্ছা।
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডমেইন পরিবর্তন করলে ব্লগারেরা ব্লগটি ঠিকই খূঁজে বের করবে.... কিন্তু ভিজিটরা আসবে কি? চিন্তার বিষয় এটাই।
ব্লগটি কিছু লেখক তৈরী করছে ঠিক পাশাপশি পাঠক তৈরির জন্য ডমেইন পরিবর্তন না করাই শ্রেয়।
নিশ্চয় এ ব্লগের পিছনে এমন কোন অশুভ শক্তি লেগে আছে, যার কারণে বারবার পরিবর্তন করতে হচ্ছে। ব্লগ কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই হাজারো প্রতিকুলতার মধ্যেই তাদের প্রচেষ্টা আমাদের জন্য অব্যহত রেখেছেন।
আল্লাহ তায়ালা সকলের মঙ্গল করুক। ধন্যবাদ।
এবার দেখলেন তো আমার হরতালের ফল
আর @আবু জান্নাত ভাই ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বললে হবে না
আসলে ফকিরের কেরামতিতে ঝড় এসে বক মারে
এমনকি আমার ব্লগগুলিও
আমিও তার সাথে একমত। কার খেয়ে কাজ আছে সপ্তাহে একবার করে টাকা খরচ করে ডোমেইন সার্ভার পরিবর্তন করে ব্লগার পাঠকদের কষ্ট দিতে। যারা না বুঝে এসব কথা বলে তারা এখনো বোকার স্বর্গেই বাস করে বলে আমার মনে হয়।
কথাগুলো সবাই বুঝে, তার পরও ব্লগটি অনেক প্রিয় হওয়ার কারণে ব্লগ কর্তৃপক্ষের উপর একটু অভিমান আর কি! ধন্যবাদ
কারার ঐ লৌহকপাট,
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গেদে
কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!
ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।
নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।
আমিও তার সাথে একমত। কার খেয়ে কাজ আছে সপ্তাহে একবার করে টাকা খরচ করে ডোমেইন সার্ভার পরিবর্তন করে ব্লগার পাঠকদের কষ্ট দিতে। যারা না বুঝে এসব কথা বলে তারা এখনো বোকার স্বর্গেই বাস করে বলে আমার মনে হয়।
আমিও তার সাথে একমত। কার খেয়ে কাজ আছে সপ্তাহে একবার করে টাকা খরচ করে ডোমেইন সার্ভার পরিবর্তন করে ব্লগার পাঠকদের কষ্ট দিতে। যারা না বুঝে এসব কথা বলে তারা এখনো বোকার স্বর্গেই বাস করে বলে আমার মনে হয়।
কটি পেষ্ট!
মন্তব্য করতে লগইন করুন