Cheer Cheer খুশির ঝিলিক Cheer Cheer

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ০৯ জুন, ২০১৫, ০৯:১৭:১৫ রাত



এই মাত্র ব্লগে ঢুকতে পেরে হাফ ছেড়ে বাঁচলাম যেন, বিকেল থেকে ব্লগে ঢুকা যাচ্ছিল না। মনে মনে ভয় পেয়েছিলাম, আবার বন্ধ হয়ে গেল কিনা! জালিমের থাবা আবার বসিয়ে দিল কিনা!

ফেসবুকে কয়েকজন ব্লগার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, সবারই একই অবস্থা।

ফেইসবুকের ব্লগ পেইজে রিপোর্ট করলাম। আরো অনেকেই করেছেন। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওপেন হয়েছে। তবে অনেক স্লো কাজ করছে। অনেক ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষকে।

ব্লগ সচল হলেও ৬জুন থেকে ৯জুন পর্যন্ত লিখা ব্লগগুলো দেখা যাচ্ছে না, ব্লগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যদি সাধ্যের মধ্যে হয়, প্লীজ ব্লগগুলো ফিরিয়ে দেওয়ার অনুরোধ রইল।

যে সকল ব্লগার রিপোর্ট করেছেন, সবাইকে আন্তরীক শুভেচ্ছা।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324970
০৯ জুন ২০১৫ রাত ০৯:৩০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগটি যত জনপ্রিয়তা অর্জন করছে ততই যেন প্রযুক্তিগত আহত হচ্ছে! ব্লগ সাইটটির আবারো ডমেইন পরিবর্তন করা হয়েছে......!!!!

ডমেইন পরিবর্তন করলে ব্লগারেরা ব্লগটি ঠিকই খূঁজে বের করবে.... কিন্তু ভিজিটরা আসবে কি? চিন্তার বিষয় এটাই।

ব্লগটি কিছু লেখক তৈরী করছে ঠিক পাশাপশি পাঠক তৈরির জন্য ডমেইন পরিবর্তন না করাই শ্রেয়।
০৯ জুন ২০১৫ রাত ০৯:৫৮
266990
আবু জান্নাত লিখেছেন : যথার্থ বলেছেন। ডমেইন পরিবর্তন না করাই শ্রেয়, তবে একটি কথা আছেঃ স্বাদে কি বিড়াল গাছে উঠে!
নিশ্চয় এ ব্লগের পিছনে এমন কোন অশুভ শক্তি লেগে আছে, যার কারণে বারবার পরিবর্তন করতে হচ্ছে। ব্লগ কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই হাজারো প্রতিকুলতার মধ্যেই তাদের প্রচেষ্টা আমাদের জন্য অব্যহত রেখেছেন।
আল্লাহ তায়ালা সকলের মঙ্গল করুক। ধন্যবাদ।
০৯ জুন ২০১৫ রাত ১১:৫১
266998
এ,এস,ওসমান লিখেছেন : রহিম ভাই কইছিলাম না আমি হরতাল ডাকমু নারীর সমান অধিকার এর জন্য Smug Smug Smug

এবার দেখলেন তো আমার হরতালের ফল Tongue Tongue Tongue
১০ জুন ২০১৫ রাত ১২:৪৯
266999
আবু জান্নাত লিখেছেন : বক মরলো বিজলীতে আর ফকির বেটা বলে আমার কেরামতি। @ আবু সাইদ ভাই
১০ জুন ২০১৫ রাত ০১:০৮
267000
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এ এস ওসমান ভাই হরতাল কিন্তু প্রত্যাহার করা হয়েছছে......
১০ জুন ২০১৫ রাত ০২:০৩
267001
এ,এস,ওসমান লিখেছেন : সে তো ওপর ওপর হরতাল প্রত্যাহার করেছিলাম Tongue Tongue Tongue @রহিম ভাই

আর @আবু জান্নাত ভাই ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বললে হবে না Smug Smug Smug

আসলে ফকিরের কেরামতিতে ঝড় এসে বক মারে Big Grin
১০ জুন ২০১৫ সকাল ১০:৩৯
267003
ছালসাবিল লিখেছেন : আমিও চেষ্টা করেও পারতেছিলাম নাহ্ Surprised Smug তাইতো বলি Smug
324971
০৯ জুন ২০১৫ রাত ০৯:৫৫
এ,এস,ওসমান লিখেছেন : আমি নরমারিভাবে এখনো আসতে পারছি না Worried Crying Crying Crying Crying
০৯ জুন ২০১৫ রাত ১০:৪২
266992
আবু জান্নাত লিখেছেন : ভাই, হয়তো এখনো কাজ চলছে, সকাল পর্যন্ত হয়তো ঠিক হয়ে যাবে। ধন্যবাদ (অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, আমি কোন মডু নই)।
১০ জুন ২০১৫ সকাল ১০:৩৯
267004
ছালসাবিল লিখেছেন : Surprised জান্নাতের আব্বু তাহলে মডুর আত্বিয় Surprised Smug
১০ জুন ২০১৫ সকাল ১১:১৩
267006
আবু জান্নাত লিখেছেন : আত্মীয় নয়, অভিজ্ঞতা। @ছালসাবিল
324972
০৯ জুন ২০১৫ রাত ১০:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৬-৯ ই জুন এর সব পোষ্ট আর মন্তব্য হাওয়া হয়ে গেছে!!!
এমনকি আমার ব্লগগুলিও Crying Crying Crying Crying
০৯ জুন ২০১৫ রাত ১০:২১
266991
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তারপরও আবু......লাফালাফি করতেছেই...!!!!Angel Crying Crying Crying
০৯ জুন ২০১৫ রাত ১০:৪৩
266993
আবু জান্নাত লিখেছেন : সবুজ ভাই, হয়তো এখনো কাজ চলছে, সকাল পর্যন্ত হয়তো ঠিক হয়ে যাবে। (অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, আমি কোন মডু নই)। আশা করি সব ফেরৎ পাবেন। ধন্যবাদ
০৯ জুন ২০১৫ রাত ১০:৪৫
266994
আবু জান্নাত লিখেছেন : লজ্জা দিচ্ছেন কেনু! আমি কোথায় লাফালাফি করলাম! ব্লগ কর্তৃপক্ষের সাথে একটু সহানুভূতি প্রকাশ করলাম মাত্র।
০৯ জুন ২০১৫ রাত ১০:৪৮
266995
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কর্তৃপক্ষ কেন একটি ঘোষণা দিতেও আলসেমি করে..... সমস্যা হলে ফেসবুক পেইজে ঘোষণা দিলেইতো আমরা শান্তি পায়.....!
০৯ জুন ২০১৫ রাত ১০:৫৪
266997
আবু জান্নাত লিখেছেন : আপনার সুন্দর পরামর্শটি ওনারা ভবিষ্যতে বিবেচনায় রাখবে, এমনটাই প্রত্যাশা। ধন্যবাদ
324973
০৯ জুন ২০১৫ রাত ১০:২৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আবু জান্নাত লিখেছেন : স্বাদে কি বিড়াল গাছে উঠে!।

আমিও তার সাথে একমত। কার খেয়ে কাজ আছে সপ্তাহে একবার করে টাকা খরচ করে ডোমেইন সার্ভার পরিবর্তন করে ব্লগার পাঠকদের কষ্ট দিতে। যারা না বুঝে এসব কথা বলে তারা এখনো বোকার স্বর্গেই বাস করে বলে আমার মনে হয়।
০৯ জুন ২০১৫ রাত ১০:৫১
266996
আবু জান্নাত লিখেছেন : সহমত প্রকাশ করার জন্য অনেক শুকরিয়া। সত্যিই কর্তৃপক্ষকে আমরা ভূল বুঝলে হবে না। তারাতো নিস্বার্থে কাজ করে যাচ্ছে।
কথাগুলো সবাই বুঝে, তার পরও ব্লগটি অনেক প্রিয় হওয়ার কারণে ব্লগ কর্তৃপক্ষের উপর একটু অভিমান আর কি! ধন্যবাদ
324974
১০ জুন ২০১৫ সকাল ০৬:০৭
অবাক মুসাফীর লিখেছেন : বহু কষ্টে ঢুকলাম... আবারও ডোমেইন পরিবর্তন... Time Out Time Out Time Out Highly suspecious...
১০ জুন ২০১৫ সকাল ১১:১৪
267007
আবু জান্নাত লিখেছেন : হাতুড়ি আমাকে নয়, মডুদের দেখাবেন। আমার ভয় লাগে Surprised Surprised Surprised
324977
১০ জুন ২০১৫ সকাল ১০:৪৫
ছালসাবিল লিখেছেন : সন্ধাতারাপপিপ কে সংবাদ দিন। কার ঔ লৌহকপাট এর মহো কবিতা ছাড়া চলবেনা Smug
১০ জুন ২০১৫ সকাল ১১:০০
267005
আলোকিত ভোর লিখেছেন : কার ঔ লৌহকপাট?Rolling on the Floor
১০ জুন ২০১৫ সকাল ১১:১৫
267008
আবু জান্নাত লিখেছেন : হ্যাঁ সত্যিই বলেছেন। কারার ঐ লৌহ কপাট ভাঙ্গতে হপে। Good Luck Good Luck Good Luck
১০ জুন ২০১৫ সকাল ১১:৫১
267014
ছালসাবিল লিখেছেন : মোবাইল ইউজ করে লিখেছি তাই একটু মিসটেক হয়েছে Tongue


কারার ঐ লৌহকপাট,
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গেদে Worried Crying
১০ জুন ২০১৫ দুপুর ১২:০১
267015
আলোকিত ভোর লিখেছেন :


কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।

গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!

ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচ্‌কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।

নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।
১০ জুন ২০১৫ দুপুর ১২:২৫
267019
ছালসাবিল লিখেছেন : Applause Applause Applause Praying
১০ জুন ২০১৫ দুপুর ০২:২০
267034
আবু জান্নাত লিখেছেন : মা শা আল্লাহ, চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য শুকরিয়া।
১০ জুন ২০১৫ দুপুর ০২:২৬
267037
এ,এস,ওসমান লিখেছেন : ছালসাবিল ভাই সাবধান।এবার দখলগীরি করলেই কিন্তু হরতাল Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০ জুন ২০১৫ দুপুর ০৩:১০
267041
ছালসাবিল লিখেছেন : আপনার জন্য সবদিনই হরতাল রইলো ভাইয়া Tongue Tongue Liar
324980
১০ জুন ২০১৫ সকাল ১১:০৩
আলোকিত ভোর লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আবু জান্নাত লিখেছেন : স্বাদে কি বিড়াল গাছে উঠে!।

আমিও তার সাথে একমত। কার খেয়ে কাজ আছে সপ্তাহে একবার করে টাকা খরচ করে ডোমেইন সার্ভার পরিবর্তন করে ব্লগার পাঠকদের কষ্ট দিতে। যারা না বুঝে এসব কথা বলে তারা এখনো বোকার স্বর্গেই বাস করে বলে আমার মনে হয়।
১০ জুন ২০১৫ সকাল ১১:১৭
267009
আবু জান্নাত লিখেছেন : সহমত প্রকাশ করার জন্য অনেক শুকরিয়া। সত্যিই কর্তৃপক্ষকে আমরা ভূল বুঝলে হবে না। তারাতো নিস্বার্থে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ
324981
১০ জুন ২০১৫ সকাল ১১:১০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দুঃখজনক সবার জন্য। একটু স্লো, ধন্যবাদ আপনাকে এই ব্রেকিং নিউজের জন্য।
১০ জুন ২০১৫ সকাল ১১:১৮
267010
আবু জান্নাত লিখেছেন : সহমত প্রকাশ করার জন্য অনেক শুকরিয়া। সত্যিই কর্তৃপক্ষকে আমরা ভূল বুঝলে হবে না। তারাতো নিস্বার্থে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ
325131
১১ জুন ২০১৫ সকাল ০৭:৫৮
ঝিঙেফুল লিখেছেন : আলোকিত ভোর লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আবু জান্নাত লিখেছেন : স্বাদে কি বিড়াল গাছে উঠে!।

আমিও তার সাথে একমত। কার খেয়ে কাজ আছে সপ্তাহে একবার করে টাকা খরচ করে ডোমেইন সার্ভার পরিবর্তন করে ব্লগার পাঠকদের কষ্ট দিতে। যারা না বুঝে এসব কথা বলে তারা এখনো বোকার স্বর্গেই বাস করে বলে আমার মনে হয়।
১১ জুন ২০১৫ দুপুর ০২:২৩
267229
আবু জান্নাত লিখেছেন : ঝিঙেফুল লিখেছেন : আলোকিত ভোর লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আবু জান্নাত লিখেছেন : স্বাদে কি বিড়াল গাছে উঠে!।
কটি পেষ্ট! Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
১৬ জুন ২০১৫ বিকাল ০৪:০৯
268447
ঝিঙেফুল লিখেছেন : কটি পেষ্ট!Rolling on the Floor
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
268503
আবু জান্নাত লিখেছেন :
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
Applause Applause Applause Applause Applause
১০
325449
১২ জুন ২০১৫ রাত ১১:৩৩
আবু জারীর লিখেছেন : আমিতো মহা বিপদে পরে গিয়েছিলাম। ৫/৭দিন এমন শ্লো ছিল যে মেজাজ বিলা হয়ে গিয়েছিল।
১৩ জুন ২০১৫ রাত ০১:১৩
267551
আবু জান্নাত লিখেছেন : এখন কিছুটা সচল হলেও নিজের প্রোপাইলে ঢুকা যাচ্ছে না। মডারেশন টিম এব্যাপারে পদক্ষেপ নিবেন এই প্রত্যশায় রইলাম।
১১
325671
১৪ জুন ২০১৫ রাত ০১:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি পূর্বে লিখাটি পড়েছি। আশা করি সব সমস্যা সমাধান হবে। মূল কথা হইলো টুডে ব্লগ সরকারের দুলাভাই মনে হয় যার ফলে বারবার মজা করে।
১২
325678
১৪ জুন ২০১৫ রাত ০২:৩৫
তবুওআশাবা্দী লিখেছেন : আমার ধারণা ব্লগীয় গন্ডগোলের কারণে আপনার এই লেখাটা আমি দেখতেই পারিনি আগে | যাক এখন পরলাম | ধন্যবাদ |
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২০
267972
আবু জান্নাত লিখেছেন : এই অধমকে অবশ্যই মনে রেখেছেন, খুজে খুজে মন্তব্য করেন বলে অনেক আনন্দ পেলাম। অনেক অনেক শুকরিয়া।
১৩
325784
১৪ জুন ২০১৫ বিকাল ০৫:২৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : বিড়াল কেন গাছে ওঠে, জাতি জানতে চায়! Happy
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
267974
আবু জান্নাত লিখেছেন : বাচার কোন উপায় না থাকলে আর কি! যেমনটি এক নেতার দেশ বলে শ্লোগান দেয়া আমার সময়ের ব্যবধানে ফ্রীতে সিঙ্গরা বিতরণ করা, সবকিছু উপায় থাকা না থাকার বিষয়। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File