Eat Eat অন্য রকম আয়োজন Eat Eat

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ০৫ জুন, ২০১৫, ০৮:২৩:৪৪ রাত



আবুধাবী শহরটিকে আরব উপসাগরের দ্বীপ টাউন বলা চলে। শহরটির চতুর্পাশই পানিতে ঘেরা। চারটি ব্রিজ ও সমূদ্র পথ ও আকাশপথ ছাড়া এখান থেকে বাহিরে যাওয়ার অন্য কোন উপায় নেই।

মরুভূমির বালির মাঝে গড়ে উঠা এ যেন এক টুকরো ভূ-স্বর্গ। সূখ শান্তি ভোগ বিলাস ও মানোরঞ্জন বিনোদনসহ কোন কিছুর অভাব নেই। সকল ধর্মের সকল মতের সকল জাতের ও সকল মাজহাবের মানুষদের জন্য রয়েছে সমান অধিকার।

হাজারো কারুকার্যে গড়ে উঠেছে এখানকার প্রাসাদগুলো। আবুধাবী শহরের সবচেয়ে ব্যস্ততম সড়কটি হল ইলেক্ট্রেরা স্ট্রীট। শেখ যায়েদ রোড ও বলা হয়। ইলেক্ট্রেরা রোডের মধ্যবর্তী একটি বিল্ডিংয়ের নাম আলকালিলী বিল্ডিং। গোলাকার হওয়ার কারণে রাউন্ড বিল্ডিং ও বলা হয়।



বিল্ডিংটির নিচতলা স্কয়ার হলেও উপরের দিক সম্পূর্ণ রাউন্ড করা। নিচতলায় রয়েছে এক পাকিস্তানি খাবার হোটেল, সু-প্রসিদ্ধ হোটেলটির নাম ইব্রাহিমী রেস্টুরেন্ট।





মেজ ফ্লোরে রয়েছে প্রসস্থ হল রুম, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়।

রাজশাহীর এক ঠিকাদার নতুন একটি কন্সট্রাকশন লাইসেন্স প্লাস অফিস উদ্ভোধনের আয়োজনে আজ হলরুমটি ভাড়া করেছে। আমরা কয়েক বন্ধুও এ আয়োজনে নিমন্ত্রিত হলাম। প্রবাস জীবনের এই প্রথম আমার কোন অনুষ্ঠানে যাওয়া হল, তাছাড়া এধরনের অনুষ্ঠান কেমন হয় তাও আমার জানা ছিল না, তাই আমার কাছে সম্পূর্ণ নতুন হওয়ায় অনুষ্ঠানটি সবার কাছে শেয়ার করার ইচ্ছা করলাম।

হয়তো অনেক দেশী ও প্রবাসী ব্লগারের এব্যাপারে অভিজ্ঞতা আছে, থাকতে পারে।

প্রথমে হল রুমে ঢুকে দেখলাম ষ্টেজ ও চেয়ার টেবিল সাজানো। প্রতিটি টেবিলে পানির বােতল, চা চামুচ ও কাটা চামুচ গ্লাস ইত্যাদি রাখা আছে।





কিছুক্ষণ বসলাম, আস্তে আস্তে অনেক মেহমানের আগমন, সাথে গিফটস আইটেমও। ছেলে মেয়ে পুরুষ মহিলার পদচারণায় হল মুখরিত হয়ে উঠলো।

এদিকে সময় প্রায় ৩টা ছুুঁই ছুাঁই, ক্ষীধে অবস্থা খারাপ। মন চাচ্ছে উঠে চলে যাই। একটু পরই দেখলাম একদিকে মহিলাদের লাইন, এর পেছনে পুরুষের লাইন। কিছুই বুঝতেছিনা, শুধু দেখেই চলছি।

একজন এসে বললঃ লাইনে দাড়ান। মেজাজটা খারাপ হয়ে গেল, দাওয়াত দিয়ে এনে ফাইভষ্টার হোটেলে এসে খাবেরের জন্য লাইন দিতে হবে?

কিছুক্ষণ পর ভাবলাম, সবার যে আবস্থা আমাদেরও মনে হয় লাইন ছাড় উপায় নেই, পেটের জ্বালায় লাইন ধরলাম। সামনে গিয়ে দেখি একি!

লম্বা এক সারিতে সব কিছু রাখা আছে, নিজ নিজ চাহিদা অনুযায়ী নিজ হাতে খাবার সংগ্রহ করতে হবে।

প্রথমে প্লেট নিলাম, সামনে এগুলাম এক এক করে সব আইটেম থেকে একটু একটু করে নিলাম।



প্লেট।



বিভিন্ন পদের সালাদ ও ঘি মাখন।



এক প্রকার রুটি



মুরগির বিরিয়ানী।



মুরগীর কাবাব।



সাদা ভাত ও মুরগীর ঝোল।



পোড়া মুরগীর পিস।



মুরগীর অন্যান্য আইটেম।



সাদা বিরিয়ানী ও খাসির গোস্ত।

শেষের দিকে আছে সুইট আইটেম.



পুডিং ও দধি।



রসমালাই ও সাধারণ মিষ্টি।

কয়েক পদের সুইটস আইটেম।

একেবারে শেষে কোমল পানীয়।

কোমল পানিয় ও গ্লাস রাখা আছে, যার যেটা যে পরিমান মন চায় নিজ হাতে নিবে।

স্ট্রে খালি হওয়ার আগেই ভর্তি করে দেওয়া হচ্ছে। Hot Hot Hot

ইচ্ছে মতো খেলাম। পেট ব্যথা করার পর বেরিয়ে এলাম।

আমার অভিজ্ঞতা প্রিয় ব্লগারদের সাথে শেয়ার করে অনেক মজা পেলুম। Give Up Give Up Give Up

বিষয়: বিবিধ

১৬২২ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324889
০৫ জুন ২০১৫ রাত ০৮:৩১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।
০৫ জুন ২০১৫ রাত ০৮:৪৬
266865
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া খালাম্মুনি।
324892
০৫ জুন ২০১৫ রাত ০৮:৫৬
সন্ধাতারা লিখেছেন : বিত্ত বৈভবের মধ্যে গড়ে উঠা আবুধাবীর বহুতল প্রাসাদগুলোর মনোরম চিত্তাকর্ষক ছবিগুলো দারুণ লাগলো। তার সাথে আপনার সুন্দর শব্দ শৈলীর উপস্থাপনায় বিমূর্ত হয়ে উঠেছে লিখাটি। নতুন একটি বিষয়ে জানা হল। আবুধাবী সম্পর্কে পূর্ব কোন অভিজ্ঞতা বা ধারণা না থাকায় লিখা ও ছবিগুলো ভীষণ আনন্দ বয়ে নিয়ে এলো।

ক্ষুধার তাড়নায় আপনার ভোজনের ব্যাখ্যা পড়ে চিন্তিত হয়েছি! এখন সুস্থ আছেন তো আংকেল?
সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা।
০৫ জুন ২০১৫ রাত ১০:২৩
266897
আবু জান্নাত লিখেছেন : আপনার অনুভূতি জেনে আনন্দিত ও পুলকিত হলাম।
ইতিমধ্যে সকালের নাস্তা ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি, তাই দুপুরের খাবারে দেরি হলে তো একটু কষ্ট হবেই।
আলহামদু লিল্লাহ ভালই আছি। সুস্থ আছি। আপনার প্রার্থনা মহান প্রভূ কবুল করুক। জাযাকিল্লাহ খাইরান।
324899
০৫ জুন ২০১৫ রাত ০৯:১২
আফরা লিখেছেন : জান্নাতের বাবা আমার ভাইয়া কমেন্ট ব্লগার থেকে দিনে দিনে লেখক ব্লগার হয়ে যাচ্ছে । আলহামদুল্লিলাহ ।


লিখা ছবি সবই ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া ।
০৫ জুন ২০১৫ রাত ১০:১৯
266893
আবু জান্নাত লিখেছেন : এই আঁকাআঁকি করা যদি ব্লগ হয়, তবে আমি ব্লগার। তার জন্য ছোট্ট বোনের কমেন্টস করে উৎসাহ দেওয়াটাই দায়ী।
আমার এই টুকিটাকি লিখার পিছনে সাইয়ারার অবদান সীমাহীন। কারণ আমার প্রথম দিকের লিখাগুলোতে আর কেউ না করলেও সাইয়ার কমেন্ট পেতাম। অনেক আন্তরীক শুভেচ্ছা।
324903
০৫ জুন ২০১৫ রাত ০৯:১৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : এইসব পোস্ট দেয়া কিন্তু ঠিক না। ইদানীং আপনি খাদ্যময় পোস্ট দেয়া শুরু করেছেন?
০৫ জুন ২০১৫ রাত ১০:০৮
266891
আবু জান্নাত লিখেছেন : বহু দিন থেকে খাই না তো! তাই এখন অন্তত লিখার মাধ্যমে হলেও একটু খেতে মন চায়। পেটের জ্বালা বড় জ্বালা গো!
324904
০৫ জুন ২০১৫ রাত ০৯:১৯
ছালসাবিল লিখেছেন : বাফেট MOney Eyes Drooling
ওয়াও Catch Eat

আপনাকে কিন্তু আমি দেখেছি Smug Time Out
০৫ জুন ২০১৫ রাত ১০:০৫
266890
আবু জান্নাত লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck কোথায় দেখেছেন! বড় ভাই।
০৫ জুন ২০১৫ রাত ১০:২০
266895
ছালসাবিল লিখেছেন : বড়ড় ভাইয়া Crying আপনি আমাকে বড় বললে আমার সর্বনাশ হবে Crying মাত্র ৩ বছর Love Struck ব্যাপার না Tongue

আপনি যে ছবি দিয়েছেন ওখনে দেখেছি Tongue
০৫ জুন ২০১৫ রাত ১০:৩২
266899
আবু জান্নাত লিখেছেন : আমি তো পুরুষ মানুষ, দেখলে সমস্যা নেই। +৯৭১৫৫৩৫৭২৯১৬ এই নাম্বারটি লিখে ফেবু চার্চ করুন। আর প্রাণ ভরে দেখুন। ম্যাসেজ দিবেন কিন্তু।
০৫ জুন ২০১৫ রাত ১১:১৪
266906
ছালসাবিল লিখেছেন : আমি ফেবু নেহি Smug
০৬ জুন ২০১৫ রাত ১২:৪৩
266933
আবু জান্নাত লিখেছেন : Crying Crying Crying Crying Crying
324923
০৫ জুন ২০১৫ রাত ১১:০৬
দুষ্টু পোলা লিখেছেন : ইচ্ছে মতো খেলাম। পেট ব্যথা করার পর বেরিয়ে এলাম। পিলাচ পিলাচ পিলাচ
০৬ জুন ২০১৫ রাত ১২:৩৯
266931
আবু জান্নাত লিখেছেন : এই প্রথম আপনার আলোচনা সমৃদ্ধ মন্তব্য পেলাম। অনেক অনেক শুকরিয়া।
324930
০৬ জুন ২০১৫ রাত ১২:০৬
এ,এস,ওসমান লিখেছেন : পেট ব্যথা করার পর বেরিয়ে এলাম

পেট ব্যথা না হলে নিশ্চয় খাওয়া ছাড়তেন না Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

ভাই আপনার ভাইয়া দেখে অন্যের খাওয়ার কম হয় নি তো Surprised Surprised Tongue Tongue Tongue
০৬ জুন ২০১৫ রাত ১২:৪২
266932
আবু জান্নাত লিখেছেন : মানে পেট ভরাট হয়ে গেছে, আর খেতে পারছিলাম না, তাছাড়া আজ প্রায় ৫মাস থেকে ভাত খাই না তো, তাই অল্পতেই অবস্থা খারাপ। আপনি হাসলেও কিন্তু আমার কষ্ট কমেনি।
কারো দিকে কেউ তাকানোর সময় নেই, নিজ হাতে নিয়ে নিজে খাচ্ছে সবাই। ধন্যবাদ<:-P <:-P <:-P
324957
০৬ জুন ২০১৫ সকাল ০৮:৪৭
শেখের পোলা লিখেছেন : একে বলে বুফে বা বাফে সিষ্টেম৷ আমরা বাড়িতে মেহমান দাওয়াত দিলেও এই নিয়ম চলে৷ জীবনের প্রথম বাংলাদেশে বসেই এর ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল৷বিদেশী এন জিওতে চাকরী করি৷ উচ্চ পদস্থেরা সকলেই সাদা চামড়া৷ রমজানে ইফতার পার্টি সেই সাদাদের ডাইনিং কাম ড্রইং রুমে৷ বাঙ্গালী বাবুর্চী, মাহবুব ভাই সারাদিন ধরে ৯৫ জন রোজাদারদের জন্য যথেষ্ট চপ, বেগুনি, পিয়াজু ভেজেছে৷ সাথে আছে মুড়ি, তরমুজ ও ছোলার ঘুগণী৷ইফতারের কাছা কাছি সময়ে যার যার মত প্লেটে নিয়ে খাবার অনুমতি দেওয়া হল৷ পদস্থ কজন অন্যকে সুযোগ দিতে অপেক্ষা করতে থাকলাম৷ কে কার আগে যাবে তার প্রতিযোগীতা ও মুহূর্তের মধ্যে চপ, পিয়াজু, বেগুনী উদাও হয়ে গেল৷ অবস্থা দৃষ্টে উচ্চ পদস্থ সাদারা অবাক হল আর আমরা কজন মুড়ি তরমুজ খেয়ে মাথা নিচু করে বেরিয়ে এলাম৷ তা মনে পড়লে আজও লজ্জ্বা পাই৷
১০ জুন ২০১৫ রাত ০৮:১৭
267082
আবু জান্নাত লিখেছেন : বাঙ্গালী এক বদ জাতি চাচা, যেখানে যায়, সেখানেই বদনামীর সংসার জুটায়। অনেক শুকরিয়া চাচাজান।
324962
০৬ জুন ২০১৫ সকাল ১০:০০
অবাক মুসাফীর লিখেছেন : পরের দিনের পত্রিকার শিরোনাম, 'আবুধাবীতে রাতারাতি মুরগীর দাম আকাশচুম্বী...!'
১০ জুন ২০১৫ দুপুর ০২:২৩
267035
আবু জান্নাত লিখেছেন : রমাদান, ঈদ, পুজা, ও বড়দিন উপলক্ষে এখানে জিনিষের দাম বাড়ে না বরং স্বল্প মূল্যের অফার দেওয়া হয়।
একদিনের অনুষ্ঠানের কারণে দাম বাড়ার প্রশ্নই উঠে না।
Surprised ধন্যবাদ।
১০
324966
০৬ জুন ২০১৫ সকাল ১০:৪৯
ঝিঙেফুল লিখেছেন : Sad Sad Sad Eat
১০ জুন ২০১৫ দুপুর ০২:২৪
267036
আবু জান্নাত লিখেছেন : ঝিঙে ফিঙে মিলে সাবাড় করায় ব্যস্ত দেখছি Eat Eat Eat
১০ জুন ২০১৫ বিকাল ০৪:৫৬
267044
ঝিঙেফুল লিখেছেন : আমার একটা পোস্ট কে যেন সাবাড় করে দিয়েছেCrying
১০ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
267072
ছালসাবিল লিখেছেন : Waiting কার এতততত সাহস Waiting
১০ জুন ২০১৫ রাত ০৮:১৯
267083
আবু জান্নাত লিখেছেন : ৬ তারিখ রাত থেকে করা সকল পোষ্ট, মন্তব্য ও প্রতি মন্তব্য সব খেয়ে ফেলেছে। তাই পুণঃরায় প্রতি মন্তব্য করেছি। ধন্যবাদ
১১
324987
১০ জুন ২০১৫ সকাল ১১:৪৫
বৃত্তের বাইরে লিখেছেন : ফ্রি পেলে বেশি খাওয়া হয়। আনারসের মত দেখতে এই বিল্ডিং কে আমরা বলতাম আনারস বিল্ডিং। এই রেস্টুরেন্টে গিয়েছিলাম একবার বিরিয়ানী খেতে, ভালো লাগেনি। আলমারিয়া সিনেমা হলের কাছাকাছি একটা ইন্ডিয়ান দোকান আছে । সকালে লুচি আর গরম রসগোল্লার জন্য লম্বা লাইন থাকত।
১০ জুন ২০১৫ দুপুর ০৩:৫৬
267043
আবু জান্নাত লিখেছেন : ফ্রি পেলে বেশি খাওয়া হয়, আমি এমন নই। অল্পতেই আমার অবস্থা খারাপ।
আনারসের মত দুটি টাওয়ার সালাম রোডের শেষে দিকে তৈরী করা হয়েছে, ঐগুলির নামই আনারস টাওয়ার।
গুগলে ঐগুলির অনেক ছবি পাবেন।
ম, আল মারিয়া সিনেমার ঐ হোটেলটি সম্ভবত এখন নাই, এখন একটি আছে ঐটার নাম চিলি রেস্টুরেন্ট। কাষ্টমার তেমন দেখা যায় না। KFC এর মত সাধারণ রেস্টুরেন্ট। অনেক ধন্যবাদ।
১২
325039
১০ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার বর্ণনা দেখে এখনি উড়াল দিতে ইচ্ছে করছে। কিন্তু আমাদের জন্য তো দুয়ার খোলা নাই। কিভাবে আবুধাবী বা ইউ এ ইতে যাওয়া যায় ভাইজান ভিজিটর হিসেবে।আর ইব্রাহীমি হোটেলে তো একবার ডিনারও করা দরকার। ধন্যবাদ।
১০ জুন ২০১৫ রাত ০৮:২২
267084
আবু জান্নাত লিখেছেন : একমাসের টুরিষ্ট ভিসা পাওয়া যায়। বীরের জাতির (বাঙ্গালীর) জন্য টুরিষ্ট ছাড়া সব ভিসাই বন্ধ। যদি টুরিষ্টে আসতে পারেন, ইব্রাহীম হোটেলে অবশ্যই নিমন্ত্রণ করা হবে ইন শা আল্লাহ।
১০ জুন ২০১৫ রাত ০৮:৫৩
267094
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : টুরিস্ট ভিসা বের করতে আপনি পারবেন?পারলে কত টাকা লাগবে জানাবেন। আমার পাসপোর্ট রেডি আছে এমআরপি। জানাবেন নিশ্চয়তা সহকারে। ধন্যবাদ।
১০ জুন ২০১৫ রাত ০৯:১১
267101
আবু জান্নাত লিখেছেন : পাসপোর্ট কপি বায়োডাটাসহ ইমেইল করুন। আমি সময় করে টুরিষ্ট অফিসে আপনার পাসপোর্ট ও বায়োডাটা দেখিয়ে কথা বলবাে। জীবন বৃত্তান্ত ছাড়া ভিসা দেয়া হয় না।
ধন্যবাদ
১০ জুন ২০১৫ রাত ০৯:১৩
267102
আবু জান্নাত লিখেছেন : শেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট ও লাগবে।
১১ জুন ২০১৫ দুপুর ১২:২২
267208
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ ভাইয়া। আমি আপনার সাথে সময় মত যোগাযোগ করব। আমার পাসপোর্টে কয়েকবারের হজ্জের ভিসা লাগানো আছে। এবছরও যাব ইনশাল্লাহ। ব্যাংক স্টেটমেন্টে ব্যাল্যান্স কত দেখাতে হবে জানাবেন।
১১ জুন ২০১৫ দুপুর ০২:৩৪
267232
আবু জান্নাত লিখেছেন : ব্যালেন্স যাই হোক আপনার হিসেবে লেনদেন নিয়মিত কিনা! বা আপনার আর্থিক অবস্থা বিবেচনার জন্যই ব্যাংক ষ্টেটমেন্ট।
কারণ অনেকে আছে টুরিষ্টে এসে লুকিয়ে লুকিয়ে কাজ করে। তাই ভেরিফিকেশনের জন্য আর কি। ধন্যবাদ।
১১ জুন ২০১৫ দুপুর ০২:৪০
267234
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : https://www.facebook.com/minhazulislammohammed.masum
আমার সাথে কি আপনি ফেসবুকে আছেন? না থাকলে লিঙ্ক দিলাম.রিকু পাঠান প্লিজ,,
১৩
325770
১৪ জুন ২০১৫ বিকাল ০৪:৫৩
মহাশয় লিখেছেন : আবু ধাবীর সুন্দর কিছু ছবি আপলোড করবেন। অনেক ধন্যবাদ।
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
267975
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আহলান, আহলান, আহলান।
পুরাতন মহাশয় অনেক যুগ পরে ফিরে এসেছেন, Bee Bee Bee Bee অনেক আনন্দ লাগছে। নিয়মিত হবেন, এই প্রত্যাশা রইল। জাযাকাল্লাহ খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File