বিপদ কখন নেমে আসবে____

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২৪:৪৯ রাত

হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ-

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

“যখন আমার উম্মত ১০টা কাজ করবে, তখন তাদের উপর বিপদ নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ (স.), কী কী? তিনি বললেনঃ

▣ যখন রাস্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে।

▣ যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসাবে গ্রহণ করা হবে (অর্থাৎ আত্মসাৎ করা হবে)।

▣ যাকাতকে জরিমানার মত মনে করা হবে।

▣ স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে।

▣ বন্ধুর প্রতি সদাচারী ও পিতার সাথে দুর্ব্যবহারকারী হবে।

▣ মসজিদে হৈ চৈ হবে।

▣ জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যেকার সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী।

▣ মানুষকে তার ক্ষতির আশংকায় সম্মান করা হবে।

▣ গায়িকা ও বাদ্যযন্ত্রের হিড়িক পড়ে যাবে।

▣ উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে। তখন আগুনের বাতাস আসবে, মাটির ধস ও দেহের বিকৃতি ঘটবে।”

— সহীহ তিরমিযী; আততারগীব ওয়াত তারহীবঃ ৩য় খন্ডঃ ১৫৪১। (সংগৃহীত)

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265257
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫১
কাহাফ লিখেছেন : উপরোক্ত সব বিষয়ই মহামারীর মত বিস্তারে ছড়িয়ে পরেছে বর্তমান সমাজে। বিপদ তো আসবেই........।
অনেক ধন্যবাদ পোস্টের জন্যে....
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৫
210690
আবু জান্নাত লিখেছেন : আমরা নিজেদের দূরে রাখবো ও অধিনস্তদেরকেও যথাসম্ভব দূর রাখার চেষ্টা করবো, ইন-শা আল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের হেফাযত করবেন।
265410
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৬
আবু জান্নাত লিখেছেন : সচেতন মুসলমান ভাই বোনদের আহবান জানাবো, উপরোক্ত বিষয়াবলি থেকে নিজেকে দূরে রাখা ও অধিনস্তদেরকেও যথাসম্ভব দূরো রাখার চেষ্টা করার জন্য।
265949
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪০
আফরা লিখেছেন : সব কয়টাই বর্তমানে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন ।
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৬
210691
আবু জান্নাত লিখেছেন : আমীন ইয়া আল্লাহ।
266059
১৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৪
পবিত্র লিখেছেন :
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৮
210692
আবু জান্নাত লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File